নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ছেলেটি বলেছিলো ভাই! ভালো লাগে না! মন চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ের উপর থেকে লাফ দিয়া আত্মহত্যা করি তাহলে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে!
.
আমি আর পারছি না! আমি আর পারছি না! বলে ছেলেটি একটি বেনসন ধরিয়ে ফুঁওওত করে একটা টান দিয়ে আবার বলতে লাগলো, প্লিজ ভাই একটা সমাধান দিন!
.
বললাম সমস্যা কি?
.
ভাই কঠিন সমস্যা বলে সিগারেটে আবার ফুঁক দিলো! চেয়ে চেয়ে দেখলাম সে টেনে চললো.....!
.
বেচারা কঠিন সমস্যায় পড়েছে তা না হলে এতোক্ষণে আমিও টানাটানিতে ভাগ বসিয়ে দিতাম!
.
তো এক বার হয়েছে কি এক লোক মাঝ রাস্তায় থামিয়ে আমাকে হঠাৎ বলতে লাগলো, ভাই আপনাকে টচ্ লাইট জ্বালিয়ে খুঁজছি! একটা সমস্যার সমাধান দিতে হবে! জানি আপনি ডাক্তার না! তবুও আমি জানি আপনি ই পারবেন! ভাব দ্বিগুণ করে বললাম, পবলেম কি? সে বললো, বুকের বাম পাশে ব্যথা এটা কি আসলে রোমান্টিক ব্যথা না গ্যাস্টিক বুঝতে পারছি না!
.
কোন উত্তর দিলাম না.... রোজ রাতে আমিও এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায়!
.
আসলে উত্তরটি হলো, বুকের বাম পাশে ব্যথার সাথে যদি বাষ্পবায়ুর উদ্রেক হয় তাহলে নিশ্চিত ধরে নিতে পারো এই ব্যথা তুমি আমিহীনতায় ভোগার জন্য না!
.
আমি কাউন্সিলর না! তবুও কঠিন সমস্যা সমাধানের জন্য আবারো পূর্বের ন্যায় ভাব দ্বিগুণ করতে হলো!
.
জগতে নেতার চেয়ে ক্ষেতার ভাব বেশী! ডাক্তার থেকেও কম্পাউন্ডারের!
.
জিজ্ঞেস করলাম ভাই, বলেন...কি এমন কঠিন সমস্যা?
.
ভাই কেমনে যে বলি! ছোট ভাই বলে কথা! আসলে হয়েছে কি জিএফ বলেছে সে আমার সাথে আর সম্পর্ক রাখবে না!
.
আসলেই কঠিন থেকে কঠিনতর সমস্যা! বললাম আত্মহত্যা কখন করতে চাও?
.
নিশ্চুপ দাঁড়িয়ে আছে ছেলেটি! কিছু বলছে না!
.
তারপর বললাম, এট লিস্ট সাত দিন পরে করো!
.
সে বললো, কেনো?
.
অতঃপর তাকে সাত দিন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ঘুরে আসার পরামর্শ দিলাম!
.
আজ সে ফিরে আসলো! জিজ্ঞেস করলাম, তোমার সমস্যাটি কি এখনো সমস্যা মনে হচ্ছে! সে হেসে বললো, আরে না! একটু বেঁচে থাকার জন্য কি না সংগ্রাম করছে মানুষগুলো আর আমরা এতো সুখে থেকেও.... সামান্য আবেগ নিয়ন্ত্রণ করতে পারছি না!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪০
আবদুর রব শরীফ বলেছেন: আসলেই! দরিদ্রতা মোটিবেশনের কাজ করে!
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনার সন্দ্বীপ ঘুরে আসার দরকার
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪১
আবদুর রব শরীফ বলেছেন: আমিতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থাকি তবে আমিও মাত্র কয়েকদিন আগে ঘুরে আসলাম! ঈদ ওখানে কাটিয়েছিলাম!
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২১
চাঁদগাজী বলেছেন:
পোস্ট দিয়ে কি ঘুমায়ে যান?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪২
আবদুর রব শরীফ বলেছেন: সকালে চাকরি থাকে তাই ঘুম না আসলেও চোখ বন্ধ করে রাখতে হয়!
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
কানিজ রিনা বলেছেন: অসাধারন বলেছেন পেটে ভাত না থাকলে
পেম পিতি আসেনা। দারিদ্রতা খোলা আকাশের
নিচে চাঁদ দেখতেও মন চায়না। অনেক ধন্যবাদ
সুন্দর পোষ্টের জন্য।