নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি বলা মানুষটিও আবার নিজের অগোচরে অগোছালে হয়ে যায়!
.
আমি কষ্ট পেতে ভালবাসি তাই তোমার কাছে ছুটে আসি বলে কারো ভালবাসা পেতে মরিয়া হয়ে উঠে!
.
আমায় ডেকো না, ফেরানো যাবে না বলে আবার ফিরে যায় কারো আঁচল তলে!
.
ভেবে দেখেছো কি তারা রাও যতো আলোকবর্ষ দূরে তারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে বলে অনেকে পরক্ষণে আরো কাছে চলে আসে!
.
আর সেই অপরাধগুলোর কারণে কেউ কেউ হয়ে যায় ছ্যাঁচড়া!
.
তোমাকে না কত বার বলেছি আমাকে ফোন করবে না! কলেজ যাওয়ার পথে দাঁড়িয়ে থাকবে না! আর যদি কখনো আমাকে বিরক্ত করো তোমার একদিন তো আমার একদিন!
.
একদিন ভালবাসার মানুষটি ঠিক ভালবাসার গুষ্টি কিলায়! ভালবেসে ভালো নাই বলে নিজেকে নিজের মতো গুছিয়ে নেয়!
.
কষ্ট পেয়েও ঠিক আগের মতো ছুটে আসে না!
.
মাইক দিয়ে একটি নিখোঁজ সংবাদ অত্র এলাকা থেকে একটি প্রেমিক হারিয়ে গেছে মর্মে আবেদন করলেও সে ফিরে আসে না!
.
তারা রাও যত আলোকবর্ষে দূরে তার থেকে আরো বহুদূরে সরে যায়!
.
তবুও জীবন ছোট গল্পের মতো! শেষ হইয়াও হইলো না শেষ!
.
শেষ হয় না.....
.
আবারো দেখা হয়ে যায়! প্রমাণিত হয় পৃথিবী গোল! জেলখানা থেকে মুক্তি পায় পুরনো অনুভূতিরা.....!
.
কোন এক ভোরের সকালে ইয়া বড় পেট নিয়ে হাঁপাতে হাঁপাতে ক্যাটরিনা এসে বলে, আমাকে চিনতে পারছো? তুমি কি এই এলাকায় নতুন এসেছো? চোখ থেকে চশমা খুলে ফুঁ দিয়ে সেই চশমা চোখে দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মজনু!
.
সেদিনও কি বড় ছেলে নাটকের মতো মেহজাবিন আপূর্বকে বলবে, আমার জন্য বাদাম আনোনি?
©somewhere in net ltd.