নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কবিতা বন্দি কারাগারে

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২১

আমি কবিতা পছন্দ করি না,
.
কারণ কিছু বুড়ো কবিতাকে গলা টিপে হত্যা করেছে!
.
কবিতা এখন বন্দি কারাগারে...|
.
দুর্বাল বলে যদি আমি কবিতার সব নিয়ম ভাঙ্গি কি হবে?
.
যে ছন্দ যে কথা শুনতে ভালো লাগে তা ই কবিতা!
.
কবিরা আবার ছন্দেরও নিয়ম বানায় মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত টক্ষরবৃত্ত
.
ভাগ্যিস বুড়োরা বেঁচে নেই
.
বেঁচে থাকলে বলতো এন্ড্রোয়েড টাইপ রাইটিংয়ের যুগে খাতা কলমে না লিখলে কবিতা ই হবে না!
.
কবিতা হওয়ার জন্য সার্টিফিকেট লাগে না! হৃদয় ছুঁয়ে গেলে তা হয়ে যায় কবিতা কাব্য গান সাহিত্য!
.
ছক বাধা ধরা নিয়মে কি হৃদয় ছোঁয়ানো যায়?
.
কেনো আজ মানুষ কবিতা খায় না? কেনো কবিতা চলে না! কি দোষ করেছে কবিতারা?
.
কেনো কবিদের বগল তলে গন্ধ! চুল উষ্কখুষ্ক উঁকুনে ভরা! কেনো তাদের শুনতে হবে ক্ষেত! কে শিখিয়েছে এসব? কারা দায়ী শিল্পটির মৃত্যুর পিছনে?
.
কেনো কাকের চেয়ে কবির সংখ্যা বেশী হবে! কবি হওয়া কি এতোই সোজা!
.
যার লেখনিতে হৃদয় তোলপাড় হবে! কখনো ভেঙ্গে ছুড়ে গুঁড়ো গুঁড়ো আঁটা ময়দা হয়ে সেখান থেকে রুটি হবে সে হলো কবি!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

শুভ্র বিকেল বলেছেন: কবি ও কবিতার প্রতি বিতশ্রদ্ধা আগে থেকেই ছিল, এখনো আছে তারপরও এর ভিতর থেকে কবিরা বেরিয়ে আসছে। মহাত্ম থাকলে, সত্তা থাকলে, কোন বিষয়ে উপজীব্য থাকলে অবশ্যই কবিতা মানুষের মন কাড়বে।

২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

আবদুর রব শরীফ বলেছেন: কবি এবং কবিতালয় দেখলে এখন মানুষ নাক সিঁটকায়

২| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

আবদুর রব শরীফ বলেছেন: একদম

৩| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৮

এম আর তালুকদার বলেছেন: কেনো কাকের চেয়ে কবির সংখ্যা বেশী হবে! কবি হওয়া কি এতোই সোজা!
যথার্থ বলেছেন। ধন্যবাদ।

২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম

৪| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৯

এম আর তালুকদার বলেছেন: কেনো কাকের চেয়ে কবির সংখ্যা বেশী হবে! কবি হওয়া কি এতোই সোজা!
যথার্ত বলেছেন। ধন্যবাদ।

৫| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

আবদুর রব শরীফ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.