নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমি কবিতা পছন্দ করি না,
.
কারণ কিছু বুড়ো কবিতাকে গলা টিপে হত্যা করেছে!
.
কবিতা এখন বন্দি কারাগারে...|
.
দুর্বাল বলে যদি আমি কবিতার সব নিয়ম ভাঙ্গি কি হবে?
.
যে ছন্দ যে কথা শুনতে ভালো লাগে তা ই কবিতা!
.
কবিরা আবার ছন্দেরও নিয়ম বানায় মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত টক্ষরবৃত্ত
.
ভাগ্যিস বুড়োরা বেঁচে নেই
.
বেঁচে থাকলে বলতো এন্ড্রোয়েড টাইপ রাইটিংয়ের যুগে খাতা কলমে না লিখলে কবিতা ই হবে না!
.
কবিতা হওয়ার জন্য সার্টিফিকেট লাগে না! হৃদয় ছুঁয়ে গেলে তা হয়ে যায় কবিতা কাব্য গান সাহিত্য!
.
ছক বাধা ধরা নিয়মে কি হৃদয় ছোঁয়ানো যায়?
.
কেনো আজ মানুষ কবিতা খায় না? কেনো কবিতা চলে না! কি দোষ করেছে কবিতারা?
.
কেনো কবিদের বগল তলে গন্ধ! চুল উষ্কখুষ্ক উঁকুনে ভরা! কেনো তাদের শুনতে হবে ক্ষেত! কে শিখিয়েছে এসব? কারা দায়ী শিল্পটির মৃত্যুর পিছনে?
.
কেনো কাকের চেয়ে কবির সংখ্যা বেশী হবে! কবি হওয়া কি এতোই সোজা!
.
যার লেখনিতে হৃদয় তোলপাড় হবে! কখনো ভেঙ্গে ছুড়ে গুঁড়ো গুঁড়ো আঁটা ময়দা হয়ে সেখান থেকে রুটি হবে সে হলো কবি!
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
আবদুর রব শরীফ বলেছেন: কবি এবং কবিতালয় দেখলে এখন মানুষ নাক সিঁটকায়
২| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: মন্দ নয়।
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
আবদুর রব শরীফ বলেছেন: একদম
৩| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৮
এম আর তালুকদার বলেছেন: কেনো কাকের চেয়ে কবির সংখ্যা বেশী হবে! কবি হওয়া কি এতোই সোজা!
যথার্থ বলেছেন। ধন্যবাদ।
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম
৪| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৯
এম আর তালুকদার বলেছেন: কেনো কাকের চেয়ে কবির সংখ্যা বেশী হবে! কবি হওয়া কি এতোই সোজা!
যথার্ত বলেছেন। ধন্যবাদ।
৫| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫
এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
২৩ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
আবদুর রব শরীফ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪
শুভ্র বিকেল বলেছেন: কবি ও কবিতার প্রতি বিতশ্রদ্ধা আগে থেকেই ছিল, এখনো আছে তারপরও এর ভিতর থেকে কবিরা বেরিয়ে আসছে। মহাত্ম থাকলে, সত্তা থাকলে, কোন বিষয়ে উপজীব্য থাকলে অবশ্যই কবিতা মানুষের মন কাড়বে।