নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
তোমরা কি শুনতে পাচ্ছো? আমি কাঁদছি! তোমরা কি শুনতে পাচ্ছ না? আমি কাঁদছি!
.
তোমাদের মঙ্গল কামনা আমার প্রতি রেখো! আমাকে ভালো দৃষ্টি দিয়ে দেখো!
.
আশিকি টু মুভিটি মূলতো এই কথাগুলো গানের মাধ্যমে প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছিলো!
.
নায়ক রাহুলের বন্ধু যখন তাকে অত্যধিক ড্রিংকসের কারণে মৃত্যু ভয় দেখাচ্ছিলো সে বলেছিলো, মদ্য পানের কারণে আমি মরবো না কিন্তু মদ্যপান না করলে আমি মারা যাবো!
.
কারণ সে লক্ষ্য হারিয়ে ফেলেছিলো! এমন কিছু হারিয়ে ফেলেছিলো যে তার কাছে ঐ বছর সেরা সিঙ্গার হওয়ার আনন্দ ম্লান হয়ে গিয়েছিলো!
.
আমাদের জীবন থেকে এমন অনেক কিছু হারিয়ে যায়! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের ক খসে পড়ে গিয়ে লেজ থাকার মতো!
.
কলেজের ক খসে পড়া নিয়ে এক সময় অনেক মজা করতাম!
.
কিন্তু একদিন দেখলাম জীবন থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তুমি সব খসে গেছে!
.
একদিন আমিও খসে যাবো!
.
জানোতো আকাশের তারারাও খসে পড়ে!
.
খসে পড়া নিয়েও কৌতুক আছে! সবকিছুতে মজা থাকে! তো এক লোক গ্রামের মধ্যে টেলিস্কোপ নিয়ে তারা দেখছিলেন! চারদিকে উৎসুক জনতা! এমন সময় একটি তারা খসে পড়লো! সঙ্গে সঙ্গে হাততালি! লোকে বলে উঠলো, ভদ্রলোকের কি নিশানা মাইরি! গুলি মেরে তারকা ফেলে দিলো!
.
সেদিন তেমনি করে বুকের ক খানা হাড় খসে গেছে! তুমি হাত তালি দিয়ে বলেছিলে, কথার কি নিশানা মাইরি! আমি অন্য মেয়ে হলে বুকে গিয়ে লাগতো!
.
হ্যালো মেয়ে আসলে কি জানো? তোমার হৃদয় খসে গেছে! সেখান হৃদয় নেই!
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২২
আবদুর রব শরীফ বলেছেন: ভূত পেরিয়ে অদ্ভূত
২| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৫
জাহিদ অনিক বলেছেন: লেখার মধ্যে এতগুলো ডট কেন?
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৪
আবদুর রব শরীফ বলেছেন: স্বতন্ত্র স্টাইল!
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯
উদাস মাঝি বলেছেন: অদ্ভুত !