নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
তুমি আমাকে ইনবক্স দিবে না! তবুও ছেলেটি ইনবক্স দিয়ে যায়!
.
তুমি আমাকে ফোন দিবে না! তবুও ছেলেটি ফোন দিয়ে যায়!
.
তুমি আমার বাড়ি সামনে আসবে না! তবুও ছেলেটি আসে!
.
এমন করতে করতে একদিন ছেলেটি হয়ে যায় ছ্যাঁচড়া!
.
তবুও সে ছ্যাঁচড়ামি ছাড়ে না!
.
গল্পগুলো ছ্যাঁচড়া ছেলেদের!
.
সেই ছেলেটি প্রতিদিন ই ভাবে আর এমন করবে না! তবুও করে! নিজের উপর তার নিয়ন্ত্রণ নেই!
.
বিন্দু বিন্দু করে তার বুকে অভিমান জন্ম নেয়! অব্যক্ত আর্তনাদ!
.
কোন এক সকালে তিনটা পুশ আপ দিয়ে সে পণ করে আমাকে পারতেই হবে!
.
তবুও সে পারে না!
.
একদিন মেয়েটি তাকে সবার সামনে অপমান করে অন্য একদিন তাকে থাপ্পড় দিয়েছিলো! বছর খানেক আগে জুতো পিটা!
.
মেয়ের এলকার বাচ্চারা তার নাম দিয়েছে ছ্যাঁচড়া জামাল!
.
সখীরা তাকে দেখলে টিপ্পনী মারে! সে মাথা নিচু করে হেঁটে যায়!
.
যদিও ছেলেটির একটি দোষ ছিলো! সে দোষের কারণে মেয়ের ভাই একদিন তাকে বেদরক পিটিয়ে পুলিশে দিয়ে দেয়!
.
থানায় ছেলেটির বাবা গিয়ে মাথায় হাত ভুলিয়ে বলেছিলো, এমন করিস কেনো বাবা!!! কি দোষ করেছিস?
.
সে বললো, বাবা ভালবেসেছি মানুষ তো খুন করিনি!
.
কিছু দিন পর সে মুক্তি লাভ করে! এখন আর পাগলামো করে না! অানমনা হয়ে বসে থাকে!
.
অনেক দিন পর মেয়েটি খেয়াল করলো তার বাড়ির আশ পাশ দিয়ে অনেক কুকুর হাঁটে! সেই কুত্তাটা আর আসে না!
.
কারণ সে কুত্তা থেকে মানুষ হয়ে গেছে! :p
২| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩২
তপোবণ বলেছেন: ছেলেটি যদি প্রতিদিন দুই লাখ টাকা হাত খরচ করতে পারতো তাহলে সে নারিদের ভালবাসতোনা মাদি কুত্তাদের সম্ভোগ করতো। টাকার গরমের কাছে ভালোবাসা শুকিয়ে যায়।
৩| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৩
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: .
অনেক দিন পর মেয়েটি খেয়াল করলো তার বাড়ির আশ পাশ দিয়ে অনেক কুকুর হাঁটে! সেই কুত্তাটা আর আসে না!
.
কারণ সে কুত্তা থেকে মানুষ হয়ে গেছে![/sb
সুন্দর বলেছেন।শুভ কামনা রইল।
৪| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩২
উদাস মাঝি বলেছেন: ছেলেটা কি আপনিই ?
ভাল লিখেছেন কিন্ত ।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালোই তো। সে এখন কুকুরটিকে খুজুক।