নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কন্ঠ ভাই!

১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১

তাসনিয়া আপুর নাম্বার তো নাই ভাই, সত্যি নাই কিন্তু নাম্বার দিয়ে কি করবেন?

'তাসের কন্ঠ শুনব চুপ করে, অনেকদিন শুনি নি তাই'
.
-ভাই বিবাহিত আপুর কন্ঠ শুনে কি করবেন?

'মাঝ রাতে অন্য মেয়েদের ফোন করে তার কন্ঠ ভাবতে ভালো লাগে না তুমি একটু হেল্প করবে? '
.
-ভাই মাফ করবেন, এই নেন নাম্বার কিন্তু ডিস্টার্ব করবেন না আপুকে, যদি করেন বলে দিবো

'এই নাও একশ টাকা, মন থেকে দিয়েছি নাস্তা করবে, বড় ভাই হিসেবে ছোট ভাইকে দিয়েছি,না নিলে কষ্ট পাবো'
.
পরের দিন-------------
.
-ভাই কাজ হয়েছে?

'হাম, দুই মিনিট কন্ঠ শুনেছি'
.
-তারপর আপু কি বলল?

'এক মিনিট তেত্রিশ সেকেন্ড পর বলল চুপ করে আছো বলে ভেবো না তোমাকে চিনি নি, তোমার নিঃশ্বাস আমার চেনা হয়ে গেছে'
.
-কাঁদছেন কেন ভাইজান

'কই না তো! ছোট ভাই আসো নাস্তা করি'
.
-পরে কি হলো ভাই প্লিজ বলেন!

'সিম চেঞ্জ করল'
.
-ভাই ওই নাম্বার টা ও আছে আমার কাছে

'ওয়েটার এদিকে এসো! ছোট ভাই যা যা খেতে চায় তা তা সব দাও '
.
- এই নেন নাম্বার

'ভাই মাইন্ড করি ও না, আমার তো ছোট ভাই নেই তোমাকে ঘড়িটা গিফট করলাম '
.
তার কিছুদিন পর--------------
.
-কন্ঠ ভাই, কন্ঠ শুনেছেন?

'ত্রিশ সেকেন্ড তারপর আবারো সিম চেইঞ্জ'
.
-এভাবে কতবার কন্ঠ শুনবেন? কতবার সিম কিনবেন? কতবার চেঞ্জ করবে আপু?

'ভাই মন তো চেইঞ্জ করতে পারি না ! '
.
ভাই চলে যাচ্ছে ! পকেট থেকে রুমাল বের করল...ভাইয়ের পিছনের চুল উড়ছে...মানুষ এতো কিউট কিভাবে হয়!!?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৮

প্রতিভাবান অলস বলেছেন: মাঝে মধ্যে শুধু একটাবার হালো বলাটাও মনে কাপন ধরিয়ে দেয়!

২| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রজন্মের সময় নষ্টকারী...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.