নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
দি নিউইয়র্ক টাইমসের জরিপে সর্বাধিক বিক্রীত বইয়ের তালিকায় প্রথম স্থান পেয়েছিলো আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাংবাদিক টনির লেখা ১৯৮৭ সালে নভেম্বর মাসে প্রকাশিত হওয়া একটি বই যার নাম 'ট্রাম্পঃ দি আর্ট অব দি ডিল!'
.
'দি আর্ট অব ডিল' ১৯৮৭ সালে এত বেশী বিক্রী হয়েছিলো যে সে বিক্রীর টাকা দিয়ে তিনি একটি দাতব্য প্রতিষ্ঠান খুলেছিলেন!
.
বইটি সম্বন্ধে পড়াশোনা করে যতটুকু জেনেছি ট্রাম্পের ভাই একজন এলকোহলিক ছিলেন আর সে কারণে বেয়াল্লিশ বছর বয়সে মারা যায়!
.
সেখানে থেকে ট্রাম্প বিজনেসের সবচেয়ে বড় সূত্রটি পেয়েছিলেন! যে ফলিংস খুব দ্রুত আসে তা দ্রুত শেষ হয়ে যায় যেমন করে অতিরিক্ত এলকোহল নিতে গিয়ে আরো বেশী ফিলিংস পাবে বলে নিজের হাতে নিজের জীবন শেষ করেছিলো তার ভাই!
.
মাদক এইডসের মতো দুই মিনিটের সুখ দিয়ে পুরো জীবন কেড়ে নিয়ে যাবে! কখনো এইডস রুগী দেখলে বুঝবেন কি নির্মম যন্ত্রণা পেয়ে তিলে তিলে কঙ্কাল হয়ে তারা মারা যায়!
.
একটি বাস্তব গল্প বলি,
সিলেটের গোলাপগঞ্জের ছেলে জসিম উদ্দীন দুবাই থাকতো!
.
ছোট বেলায় নিয়মিত নামাজ কালাম পড়তো! ভালো ছেলে হিসেবে সুনামও ছিলো! কিন্তু বিদেশ থাকাকালীন আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে পড়ে!
.
একদিন মাদক তার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়! সে হয়ে যায় অসহায়! মাত্রা বাড়তে থাকে! দুটো কিডনি প্রায় নষ্ট হয়ে গেলে সে দেশে ফিরে আসে!
.
তাকে বাঁচাতে এগিয়ে আসে তার মা! নিজের একটি কিডনি দিয়ে দেয়! তবুও প্রাণপ্রিয় ছেলেকে বাঁচাতে পারেনি!
.
প্রতিদিন কত খবর আসে পত্রিকার পাতা ভরে জীবন পাতার এমন অনেক সত্যি গল্প রয়ে যায় অগোচরে!
.
সিলেটের প্রিয় বন্ধু মাসুম আহমেদ যখন আমাকে তার এলাকার ছোট ভাইটির গল্পটি বলেছিলো আমার তখন শুধু মনে হয়েছে আমার এমন অনেক শত শত ছোট ভাই আছে যারা গর্বের সহিত মাদক নেয়!
.
মামু আস্তে আস্তে! ফিলিংসগুলো একদিন কিলিংসের কারণ হয়ে দাঁড়াবে!
০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: খুব সুন্দর বলেছেন!
২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৬
বাকোশপোলের কালাম বলেছেন: মাদক আমাদের চিহ্নিত শত্রু। একে পরিহার করা আমাদের কর্তব্য। আপার লেখার জন্য ধন্যবাদ।
০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: অবশ্যই পরিত্যাগ করতে হবে!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছোট থেকেই এসব শিক্ষা দিতে হবে। আমাদের বিটিভিতে এক সময় এসব প্রচারণা চালানো হতো, কিন্তু এখন বিজ্ঞাপনের কারণে আর এসব প্রচারণা দেখা যায় না। আর মাদক আসা বন্ধ করতে হবে। ইয়াবা সহ যারা ধরা পড়ে তাদের কঠোর শাস্তি দিতে হবে। তারা যদি ২/৩ মাস বের হয়ে যায় তাহলে তো আবার এসব ব্যবসা করবে। যত বড় গ্যাং থাকুক এই চক্র ভাঙলে আর কিশোর, তরুণরা মাদকে ঝুঁকবে না। তবে হ্যাঁ। পরিবারের সুখ আর ধর্মীয় দিকটাও দেখতে হবে...