নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
পৃথিবীর সেরা ধনী কে হতে যাচ্ছেন অ্যামাজন ডট কমের প্রতিষ্ঠাতা জেফ বেজস না বিল গেটস ই থাকবেন এমন বিতর্ক শুরু হয়ে গেছে! সেটি নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই! আমি গরীব শরীফ মানুষ!
.
আমার মাথা ব্যাথা Amazon ডট কমের লোগো অ্যামাজনের নিচে একটি কমলা রংয়ের একটি তীর চিহ্ন নিয়ে! যেটি প্রথম অক্ষর A থেকে শুরু হয়ে শেষ অক্ষর N এ গিয়ে শেষ হওয়ার কথা কিন্তু তা না হয়ে মাঝখানে Z এ গিয়ে শেষ হয়েছে!
.
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস বলেছিলেন পৃথিবীতে যতগুলো আপেল উৎপাদন হয় ততগুলো অ্যাপল প্রোডাক্ট তৈরীর স্বপ্ন দেখি আমি!
.
তেমনি,
.
জেফ বেজস লোগোর নিচে তীর চিহ্ন A থেকে Z পর্যন্ত চিহ্ন দিয়ে সাদামাটাভাবে জানান দিয়ে দিয়েছেন A থেকে Z পর্যন্ত নাম দিয়ে যত প্রোডাক্ট আছে ইয়ে মানে সব ক্যাটাগরির জিনিস আপনি অ্যামাজন ডট কম থেকে কিনতে পারবেন আমি সেই স্বপ্ন দেখি!
.
ইট ইজ কল্ড দূরদৃষ্টিসম্পন্নতা!
.
ফকির থেকে শুরু করে জমিদার যার যার অবস্থান থেকে সফল হওয়ার জন্য এই গুণটি থাকা খুব প্রয়োজন!
.
চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনে একবার এক অখ্যাত কোম্পানীর সিগারেট বিক্রেতার সাথে দেখা হয়েছিলো! সে ফ্রিফোর্টে একটি সিগারেট দোকানের পাশে দাঁড়িয়ে বাজারে নতুন আসা সিগারেটটি মানুষকে খাওয়ায়!
.
পছন্ড কঠিন কাজ! প্রতিদিন দশ/বারো প্যাকেট নতুন সিগারেট তাকে মানুষ বুঝিয়ে ভুলিয়ে কিনাতে হবে!
.
কিভাবে সম্ভব?
.
সে বললো, মানুষ যখন দোকানে আসে দোকানদারকে একটি সিগারেটের অর্ডার দেয় তখন তার হাতে সময় থাকে ত্রিশ সেকেন্ড! সে ত্রিশ সেকেন্ড হলো সিগারেট হাতে নিয়ে তা জ্বালানো এবং ভাংতি নেওয়ার মাঝখানের সময়! এর মধ্যে সে তাদের তার সিগারেটের গুণগান করে বুঝিয়ে দিতে হয় তার সিগারেটটি কেনো টানা দরকার!
.
এভাবে সে তার লক্ষ্য পূরণ করে! হতে পারে সে একজন সামান্য এস.আর কিন্তু তার চাকরি বাঁচিয়ে রাখার জন্য সে যে অসামান্য বুদ্ধি সমেত দূরদৃষ্টসম্পন্নতার পরিচয় দেয় সেটি আসলে প্রশংসা পাওয়ার যোগ্য!
২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩০
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৬
প্রোলার্ড বলেছেন: পিৎজা ডেলিভারীর মত মনে হল