নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বিয়ে হচ্ছে সিগারেট টানার মতো বিষয়! বড় ভাই সিগারেট টানতে টানতে বলছে, ও আদরের ছোট ভাইরে এইসব নিকোটিন জাতীয় জিনিস কখনো ছুঁয়ে দেখবি না! ছুঁয়েছিস তো মরেছিস!
.
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধু এবং অনেকগুলো ইমিডিয়েট বড় ভাই বিয়ে করেছে! বিয়ে নিয়ে কথা উঠলেই তারা এমন সব উপদেশ দেয় তা শুনে বিয়ে করবো না বলে মনস্থির করেছিলাম!
.
তাদের একজন মতে,
বিয়ে করেছিস তো মরেছিস! আহ্হা! আগে কি সুন্দর দিন কাটাইতাম!
.
বললাম, দিন তো ভালো কাটাইতেন জানি কিন্তু রাত কেমন কাটাইতেন তা তো ফেসেবুকের স্ট্যাটাসগুলো স্বাক্ষী হয়ে আছে!
.
স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে ওনারা বিয়ে কেনো করেছেন?
.
কেউ বলে সমাজ না করলে খারাপ বলবে! কেউ বলে বংশ রক্ষা! কেউ বলে বাসায় মা একা! কেউ বলে এটা! কেউ বলে সেটা! কেউ বলে ঐটা!
.
হার্ভার্ড হেলথ পাবলিকেশন আমেরিকাতে ১,২৭,৫৪৫ জন মানুষের উপর এক সমীক্ষা চালিয়ে দেখেছে যে, বিবাহিত পুরুষেরা, অবিবাহিত পুরুষদের চেয়ে বেশি স্বাস্থ্যবান হয়ে থাকে এবং বেশি দিন বাঁচে!
.
জাপানের বিজ্ঞানীরা মনে করেন বিবাহিতদের থেকে অবিবাহিতরা তিনগুন বেশী কার্ডিওভাসকুলার রোগে ভুগে!
.
বিবাহিত পুরুষদের সর্দি, কাশি, ফ্লু, মাইগ্রেনের ব্যাথা, হার্ট এটাক থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হওয়ার ঝুঁকি কম থাকে!
.
আয়ু থেকে শুরু করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত বেড়ে যায়!
.
এছাড়াও অল্প বয়সে বিয়ে করলে ছ্যাকা খাওয়ার সম্ভবনাও কম থাকে!
.
আজ যদি আমি আমার বাবার বয়সে বিয়ে করতাম তাহলে জীবনে এতোগুলো ছ্যাকা খেতে হতো না!
.
মোদ্দা কথা ছ্যাকা খাওয়ার চেয়ে বউয়ের জারি খাওয়া বেশ ভালো!
২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩২
আবদুর রব শরীফ বলেছেন: শখ আছে সাধ্য নেই
২| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫২
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: আমার বিয়ে করার কথা ছিল ২০১৮ সালে।
সিলোটি বাড়িওয়ালীর রান্না হজম করতে না পেরে ২০১৫ সালেই বিয়ের জঝামেলা সেরে ফেলেছি।
২৬ শে জুলাই, ২০১৭ রাত ৯:৩৩
আবদুর রব শরীফ বলেছেন: হাহাহাহাহাহা
৩| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৫
এ আর উৎপল বলেছেন: বিয়ে মানে সুখ বিয়ে মানে শান্তি
বিয়ে মানে মাঝ রাতে
ম্যাচ জিতে ক্লান্তি !!!!!!!!!
২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৩
আবদুর রব শরীফ বলেছেন: হাহাহাহা
৪| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১২:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকার সাপ্লাই ভালো না থাকলে বিয়ে মানে যন্ত্রণা...
২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৩
আবদুর রব শরীফ বলেছেন: তা ঠিক
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫১
চিটাগং এক্সপ্রেস বলেছেন: তা মশাই , আপনি কি বিয়ে করেছেন?