নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কাকতালীয়!

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩০

২০১৬ সালের এসএসসিতে কুমিল্লা বোর্ডের পাশের হার ছিলো ৮৪% সেখানে ২০১৭ তে তা কমে ৫৯.৩% এ চলে এসেছিলো!
.
এইচএসসিতে ২০১৪ সালে কুমিল্লা বোর্ডে যেখানে পাশের হার ৭০.১৪% সেখানে ২০১৬ সালের কুমিল্লা বোর্ডের পাশের হার কমে ৬৪.৪৯% হয়েছে তারপর তা আরো কমে ২০১৭ তে ৪৯.৫২% এ চলে এসেছে!
.
তার সাথে কমে এসেছে বিখ্যাত কুমিল্লার রসমালাইয়ের বিক্রীও!
.
সবকিছুর মূলে মনে হয় একটাই কারণ, টাকল্লা নামকরণ! কুমিল্লার সাথে টাকল্লার সম্পর্ক! ভদ্রমশাই মনে করেছেন এই নাম একমাত্র কুমিল্লাবাসী তাকে দিয়েছেন! ল্লা ল্লা ল্লা.....!
.
আরো একটি কারণ থাকতে পারে, কাক্কুর সাথে কুমিল্লার মেয়র সাক্কুর মিল! সাক্কুর নাম শুনলে সংসদে সবাই বাঁকা চোখে এরশাদ কাক্কুর দিকে তাকাই সুতরাং ইহা সংসদীয় বিরোধিদলের চক্রান্তও হতে পারে!
.
কথিত আছে কুমিল্লার মানুষ একটু বেশী হিসেবি তো শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিলো, কুমিল্লায় পাশের হার কম কেনো? তিনি বলেছিলেন, আমি জিপিএ হিসেব করে দিয়েছি!
.
তবে যে যা বলুক না কেনো কুমিল্লার মানুষের আইকিউ ভালো!
.
কেডিএস এক্সেসোরিজে আমার প্রিয় কলিগ সবুজ ভাই মনোযোগ দিয়ে ক্লাশ করছিলেন! কুমিল্লা ভিক্টোরিয়ার এক স্যার ক্লাশে এসে বললেন, সকালে আমার বাচ্চা এতো কিউট করে আব্বু ডেকেছে যে অদ্ভুত এক ফিলিংস হয়েছে! আশা করি সন্তানের প্রতি একজন বাবার ফিলিংস তোমরা বুঝেছো! সে দাঁড়িয়ে উঠে বললো, বিয়ে না করে ফিলিংস কেমনে বুঝবো!
.
অামার অর্থনীতির বন্ধুদের মধ্যে কুমিল্লার ছেলে মওদূদ ভূইয়া বিসিএসে সহকারী ট্যাক্স কমিশনার হয়েছে!
.
আমার জীবনের প্রথম ক্রাশ কুমিল্লার মেয়ে সে সবার আগে মা হয়েছে!
.
কুমিল্লার বন্ধু রশীদ সবার আগে বাবা হয়েছে!
.
শুনেছি মান্না দে কুমিল্লাকে এতো ভালোবাসে যে কফি হাউজ গানে ল্লাল্লাল্লা লা ল্লা ল্লা ল্লাল্লা এতো বেশী গেয়েছেন! টেনেছেন!
.
সেই কুমিল্লা কখনো এতো খারাপ করতে পারে না! এ হতে পারে না! কবি এখানেই নীরব!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪২

অভ্র তুষার বলেছেন: :v :v :v

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৬

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৬

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: টাক্লার সিলেটের অবস্থাও খারাপ।

কুমিল্লার লোকজন বিয়েশাদির কাজ আগেভাগেই সারে।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৭

আবদুর রব শরীফ বলেছেন: সিলেটে পাশের হার কত?

৩| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৫

আমি চির-দুরন্ত বলেছেন: টাকল্লা ল্লা ল্লা ল্লা.....!=p~ =p~ =p~

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৪

আবদুর রব শরীফ বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.