নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আন্দালিব রহমান পার্থ সংসদে বলেছিলেন, একটি ব্যাংক করতে চারশ কোটি টাকা লাগে কিন্তু ফারমার্স ব্যাংকের মালিক মাননীয় সাংসদ তার নির্বাচনের হলফ নামায় দেখিয়েছেন তার সম্পত্তির পরিমাণ মাত্র ৩৯ লাখ টাকা!
.
মেঘনা ব্যাংকের মালিক অরেকজন সংসদ সদস্য নির্বাচনি হলফনামায় দেখিয়েছেন ঘটি বাঁটি মিলিয়ে তিনি মাত্র সাতাশ কোটি টাকার মালিক!
.
ফেডারেল ব্যাংক যিনি করলেন তিনি হলফনামায় বলেছেন মাত্র এক কোটি টাকার মালিক!
.
বঙ্গবন্ধুর বিখ্যাত উক্তিটির কথা মনে পড়ে গেলো! তিনি বলেছিলেন, 'দেশ স্বাধীন করে অন্যেরা পায় তেলের খনি, সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি'।
.
বড্ড আক্ষেপ করি তিনি আরো বলেছিলেন, 'সাত কোটি বাঙ্গালীর সাত কোটি কম্বল পাওয়ার কথা! আমার কম্বলটি কই?'
.
চোর নিয়ে অনেক কৌতুক আছে! সন্দ্বীপে আমার এক চাচী ছোটকালে আদর করে আমাকে ডাকতেন, চোরাইইয়া! যদিও তার একটি মেয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে নাম চুরাইইয়া ও সরি সুরাইইয়া খাতুন!
.
বিষয় যখন বাংলাদেশ তখন কৌতুকটি না করে পারলাম না, ‘ মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা একটা চোর ধরার যন্ত্র অবিস্কার করেছেন। আর এই যন্ত্রের সক্ষমতা হলো, তা সেদেশে মিনিটে ৫০জন চোর ধরে। এই অভিনব যন্ত্র আমাদের প্রতিবেশী দেশ ভারত আমদানী করে দিল্লির রাজপথে স্থাপন করলে যন্ত্রটি প্রতি মিনিটে ১০০জন চোর ধরতে সক্ষম হয়। সঙ্গত কারণেই যন্ত্রটি বাংলাদেশ আমদানী করে গুলিস্তানে স্থাপনের মহুর্তের মধ্যেই যন্ত্রটিই চোরের কবলে পরে’।
১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩০
আবদুর রব শরীফ বলেছেন: ঠিক
২| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৮
কানিজ রিনা বলেছেন: হা হা হা যন্ত্রটার কথা আর একবারও পড়েছি।
যন্ত্রটা চুরি না হলে দেখা যেত যারা পাজেরো
গাড়ি প্রাডো গাড়িতে চরে তারা সহ রাস্তার
টোকাইরা ধরা পরতেছে। আর মধ্যম আয়ের
মানুষ ধরা পড়ার আসংকা কম।
তাহলে টোকাই আর বড় চোরদের পার্থক্য কি?
টোকাইরা কাগজ কুড়াইতে কুড়াইতে কারো
ছোট খাটো মাল চুরিকরে বস্তায় ঢুকায়।
আর বড় চোর কাগজের টাকা চুড়ি করে
বস্তা ভরে। পোষ্টা আরও আগে দিলে ভালহত
সময় অনেক পার হয়ে গেছে।
সুন্দর উপস্থাপন ধন্যবাদ।
১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:০২
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৯:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যত টাকার কথা বলা হয় আসলে তেমন কিছু না। মিডিয়া একটু বাড়িয়ে বলে। রাবিশ...
৪| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৬
রক বেনন বলেছেন: অনেক দিন পর আপনার পোস্ট পেলাম।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৩
রিএ্যাক্ট বিডি বলেছেন: ভাই পুরান বিষয় কিনতু মোজাডার