নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এক লোক পথে একটা ডিম খুঁজে পেয়েছে! অফিসের ফাঁকে বায়জিদ ক্যান্টনমেন্ট সুপার মার্কেটে গল্পটি বলে চা খেতে খেতে হাসছিলাম! নোয়াখালি অঞ্চলের গল্প!
.
গল্পটি দাদা/দাদীরা নাতীদের বলে বলে শিক্ষা দেয়!
.
খুঁজে পাওয়া ডিমটা হাতে নিয়ে সে চোখ বন্ধ করে চিন্তা করতেছে বাচ্চা ফুটাবে এমন মুরগীর নিচে ডিমটি দিয়ে বাচ্চা ফুটাবে!
.
বাচ্চা বড় হয়ে সে মুরগী আরো ডিম দিবে! তারপর সে ডিম থেকে আরো অনেক বাচ্চা হবে!
.
এভাবে করে একটি মুরগীর খামার দিবে! সেখান থেকে লাভ দিয়ে একটি গরু কিনবে!
.
গরু বাচ্চা দিবে! অতঃপর সে গরুর খামারের মালিক হবে!
.
সে গরুর খামারের লাভ দিয়ে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে মনোরম পরিবেশে একটি বাড়ি করবে! বাড়ি করার পর সে বিয়ে করবে! বিয়ে করার পর তার বাচ্চা কাচ্চা হবে!
.
তারপর সে একদিন অভিমান করবে! অভিমান করে ভাত খাবে না!
.
বউ এসে বলবে জাহাপানা ভাত খেয়ে নেন! না খেতে খেতে এই কয়দিন আপনি অনেক শুকিয়ে গেছেন!
.
তবুও সে ভাত খাবে না! এবার ছেলে মেয়ে এসে তাকে অনুরোধ করবে! সে তবুও খাবে না!
.
সোজা কথা নোয়াখালিকে বিভাগ না করা পর্যন্ত সে কিছু খাবে না!
.
সবাই অনুরোধ করে যাচ্ছে তো যাচ্ছে! অনুরোধের আসরে সে ক্রমান্বয়ে বিরক্ত অনুভব করছে!
.
এবার স্বয়ং প্রধানমন্ত্রী তার রাগ ভাঙ্গাতে আসবে! অতপর সে আবেগের চোটে দুই হাত দুই দিকে ঝাক্কি মেরে এমন জোরে ' আমি নোয়াখালিকে বিভাগ না করলে খামু না' বলেছে তাতে কল্পনার অবসান হয়ে হাতে থাকা ডিমটি মাটিতে পড়ে ভেঙ্গে খান খান হয়ে গেছে!
২| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৫
মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Welcome back
৩| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৪
নোয়াখাইল্ল্যা বলেছেন: জন্ম তো প্রত্যন্ত এলাকায়।বিদ্যুৎ নাই,শুটকির গন্ধ গায়ে লাগিয়ে স্টিমারে করে এসেছেন চট্টগ্রামে।আগে নিজের এলাকার অবস্থার দিকে তাকান,পরে অন্যকে নিয়ে সমালোচনা করবেন।ব্লগে আঞ্চলিকতার সমস্যাদি নিয়ে ব্যঙ্গ করা থেকে বিরত থাকেন
৪| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ছোটোবেলায় শুনেছি এই গল্প। তবে আপনি গল্পটা মোডিফাই করেছেন আধুনিক রসের সামগ্রী দিয়ে খারাপ লাগে নি
৫| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৮
মানিজার বলেছেন:
গল্প নাকি ব্যঙ ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৮
আহা রুবন বলেছেন: এটি নোয়াখালির নয়, সারাদেশেই প্রচলিত।