নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইড বেশী থাকে বলে তা লবণাক্ত হয়ে যায় এবং খাওয়া যায় না! যতই খাবেন তৃষ্ণা মিটবে না!
.
ভালবাসা হলো সমুদ্রের পানির মতো ভয়ানক জিনিস যত খাবেন তত তৃষ্ণা বেড়ে যাবে! শুধু আরো বেশী ভালবাসার অভাব বোধ হবে!
.
সমুদ্রের দিকে তাকালে দেখবেন যতদূর চোখ যায় কেবল পানি আর পানি তবুও এক গ্লাস খাওয়ার মতো বিশুদ্ধ পানি নেই! তেমনি বাস্তব জীবনে অনেক ভালবাসার মধ্যে থেকে মনে হবে বিশুদ্ধ ভালবাসা নেই! সোডিয়াম ক্লোরাইডে পরিপূর্ণ!
.
সুতরাং আমাদের জীবনে কোটি কোটি মানুষের ভালবাসার দরকার নেই কেবল কিছু বিশুদ্ধ ভালবাসা দরকার যার সুধা পান করে বেঁচে থাকা যাবে! আরো বাঁচতে ইচ্ছে করবে! প্রাণ ফিরে পাবে হাইড্রোজেন আর আক্সিজেন!
.
তো এক ছাত্রকে স্যার জিজ্ঞেস করলো, পানি কয় প্রকার? সে বললো, হাঁপানি কাঁপানি আর একটা নোয়াখালি মোট তিন প্রকার!
.
স্যার বললো, সব বুঝলাম কিন্তু নোয়াখালির ব্যাপারটা বুঝলাম না! ছাত্র বললো, স্যার ওটা জাপানি হবে আমি সমার্থক শব্দটি বলেছিলাম জাস্ট!
.
তো সেদিন এক ছেলে বললো, আবদুর রব শরীফ ভাই চ্যাটে আছেন? বললাম আছি তো! সে বললো, ভাই একটা মেয়েকে ভাবতে ভাবতে আমার সব পানি শুকিয়ে গেছে! বললাম, মশকরি করো? সে বললো, ইয়ে মানে চোখের সব পানি শুকিয়ে গেছে!
.
মূল কথায় আসি, ভারত বাংলাদেশে ৫৪ টি অভিন্ন নদী আছে! অনেক নদীর পানি কৃত্রিম উপায়ে শুকানো হচ্ছে! তাদের বিয়ে দেওয়া এখন সময়ের দাবী! সঠি সময়ে বউদেরও পানি পাওয়ার অধিকার আছে! ভারত মহাশয় আপনি কি একটু দয়া করবেন?
২৫ শে জুন, ২০১৭ রাত ১২:২৩
আবদুর রব শরীফ বলেছেন: ওক্কি
২| ২৫ শে জুন, ২০১৭ ভোর ৫:১৩
রাফসান পৃথু বলেছেন: আহা, সঠিক সময়ে পানির অভাবে... .. .
২৫ শে জুন, ২০১৭ সকাল ৮:০৭
আবদুর রব শরীফ বলেছেন: একদম যেটা কখনো কাম্য নয়
৩| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৫
মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Blake pig cm momota she is not virgin.Pee you mouth.
২৫ শে জুন, ২০১৭ রাত ৯:১৫
আবদুর রব শরীফ বলেছেন: বুঝি নি
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:১৬
তেল আবিব বলেছেন: ওলে আল্লা! ভাইয়ুতা!!!!!!!
এত সুন্দর পোস্ট দেখিয়া আমি মুগ্ধ!!!!!!!!!!
ভাইয়ুমণি!!!!!!!!!
ভাইয়ুতা!!!!!!
কুতকুতু ভাইয়ুতা!!!!!!
তোমায় করল্লার সন্দেশ বানাইয়া খাওয়াইব!!!!!!