নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী বড়লোকদের মনে রাখে না

২২ শে জুন, ২০১৭ রাত ৮:০১

ডানা কাটা কাকটির গল্প মনে আছে? যাকে দেখে এক বালক আপসোস করছিলো আর ভাবছিলো সে কাকটি কিভাবে খাবে! কিভাবে বাঁচবে!
.
এরপর সে হঠাৎ লক্ষ্য করলো বিশাল এক ঈগল পাখি কাকটির সামনে একটি খাদ্য ফেলে চলে গেলো! কাকটি মনের আনন্দে খেলো!
.
তা দেখে সে ভাবলো আমার আর কাজ করার দরকার কি! সৃষ্টিকর্তা তো সবাইকে রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছেন! সুতরাং সে আর কাজ করবে না!
.
যেই ভাব সেই কাজ!
.
একদিন গেলো দুদিন গেলো তিন দিন গেলো কেউ বালকটির জন্য খাওয়ার নিয়ে আসলো না! সৃষ্টিকর্তার প্রতি তার অনেক রাগ হলো!
.
তারপর খাওয়ার সন্ধানে বের হয়ে মাঝ পথে এক জ্ঞানী লোকের সাথে তার দেখা হলো! তারপর বালকটি বললো, হে জ্ঞানী লোক আমার কথাটি একটু শুনো! সৃষ্টিকর্তা একটা ডানা কাটা কাকের খাওয়ার ব্যবস্থা করলেন অথচ আমার খাওয়ার ব্যবস্থা করলেন না! তিন দিন ধরে আমি উপোস! এ কেমন বিচার!
.
তখন জ্ঞানী লোকটি বললো, ভাই সবার আগে উত্তর দাও তোমার সব অঙ্গ সক্ষম থাকা সত্ত্বেও তুমি কেনো ঈগল না হয়ে কাক হতে চেয়েছো?
.
গল্পের ঈগল নিজের খাওয়ারও জোগাড় করে আবার কাকের খাবারও জোগাড় করে! আমাদের সমাজে এখন সবচেয়ে বেশী এমন ঈগল পাখি স্বভাবের মানুষ দরকার!
.
প্রশ্ন করতেই পারেন আবদুর রব শরীফ ভাই ডানা কাটা পরীর গল্প ছেড়ে কোন দিন থেকে ডানা কাটা কাকের গল্প লেখা শুরু করেছেন!
.
ডানা কাটা পরীরা সব বড়লোকের বউ হয়! শরীফ গরীবের নহে!
.
আবদুল্লাহ আবু সায়ীদ স্যার বলেছেন, পৃথিবী কোন বড়লোককে মনে রাখে না! পৃথিবী তাকে মনে রাখে তাকে যে সব কিছু বিলিয়ে দিয়ে ফকির হয়ে গেছে! পৃথিবী হাজী মোহাম্মদ মহসীন, হাতেম তায়ীদের মনে রাখে....!
.
তবে এর মানে এই নয় যে পৃথিবী শুধু ফকিরকে মনে রাখে! পৃথিবী ফকিরকেও মনে রাখে না যে তার সবকিছু বিলিয়ে দিয়ে ফকির হয় শুধু তাকে মনে রাখে!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৭ রাত ৯:৪৮

বিজন রয় বলেছেন: ভাল লোক মানে যিনি মানুষের জন্য কিছু করেন তাকে সবাই মনে রাখেন তাই যে বড় হোক আর ছোট হোক।

পোস্টির জন্য ++++

২২ শে জুন, ২০১৭ রাত ১০:১৭

আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.