নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

নির্মল অনুপ্রেরণা

২১ শে জুন, ২০১৭ রাত ১১:৫৯

১৯৬০ সালের রোম অলম্পিক স্মরণীয় হয়ে আছে আবিবি বিকিলা নামক একজন ক্রীড়াবিদের জন্য যে জুতো পরিহিত সব প্রতিযোগীর সাথে খালি পা'য়ে দৌড়ে রেকর্ডধারী হয়ে পূর্ব আফ্রিকার প্রথম অলম্পিক মেডেল জয়লাভ করেছিলো!
.
১৯৬৪ সালের টোকিও অলম্পিকে সে নিজের রেকর্ড নিজে ভেঙ্গেছিলো তখন অবশ্য সে জুতো পড়ে দৌড়ে ছিলো!
.
প্রিয় বন্ধুরা আমি তোমাদের জন্য বরাবরই পৃথিবীর সেরা মোটিবেশনগুলো খুঁজে আনার চেষ্টা করি! সুতরাং ভরসা রাখুন আব্দুর রব শরীফের লেখায়! ভরসা না রাখলে কারোলিকে গল্পে নিয়ে আসবো তোমাদের পিস্তল দিয়ে শুট করার জন্য :p
.
হাঙ্গেরীর বেস্ট পিস্তল শুটার কারোলির স্বপ্ন ছিলো তার ডান হাতকে পৃথিবীর সেরা শুটিং হ্যান্ড বানাবেন!
.
২১ জানুয়ারি ১৯১০ সালে জন্ম গ্রহণ করা অদম্য এই হিরো ১৯৩৮ সালে আগেই হাঙ্গেরিতে যত পিস্তল শুট প্রতিযোগিতা হয়েছিলো সব জিতেছিলেন!
.
তার ডান হাত হয়ে গেলো পৃথিবীর অন্যতম সেরা হাত যে হাতের লক্ষ্য মিস হতো না সুতরাং তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ১৯৪০ সালের অলম্পিক গোল্ড মেডেল মিস হওয়ার সম্ভবনা ছিলোনা বললেই চলে!
.
কিন্তু অলম্পিকের মাত্র দুই বছর আগে ১৯৩৮ সালে সেনাবাহিনীর ক্যাম্পে প্রশিক্ষণের সময় তার ডান হাতে গ্রেনেড বিষ্পোরণ হলো!
.
যে ডান হাত নিয়ে পৃথিবী জয়ের স্বপ্ন দেখতেন সে ডান হাত হারিয়ে তার জীবনের সমস্ত স্বপ্ন সাধনা লক্ষ্য হারিয়ে তিনি নিঃস্ব হয়ে গেলেন!
.
কিন্তু না এক মাস হাসপাতালে থেকে তিনি আবার ফিরে আসলেন বাম হাতকে পৃথিবীর সেরা শুটিং হ্যান্ড বানানোর জন্য যে হাতে তিনি অস্ত্র ধরতে হিমশিম খেতেন!
.
১৯৩৯ সালে তিনি যখন হাঙ্গেরীর চ্যাম্পিয়নশীপে ফিরে এসেছিলেন বাম হাত নিয়ে তখন সবাই আবেগে ভেঙ্গে পড়েন এবং বললেন, মিঃ কারোলি আমাদেরকে অনুপ্রেরণা দিতে আসার জন্য ধন্যবাদ!
.
তখন কারোলি বললেন, আমি এখানে অনুপ্রেরণা দিতে আসিনি তোমাদের সাথে প্রতিযোগিতা করতে এসেছি এবং তিনি সেদিন বিজয়ী হয়েছিলেন!
.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪০ এবং ১৯৪৪ সালের অলম্পিক প্রতিযোগিতা হয়নি যার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন!
.
অবশেষে আসলো সে মাহেন্দ্রক্ষণ ১৯৪৮ সালের অলম্পিক প্রতিযোগিতা যেখানে পৃথিবীর সেরা সেরা প্রতিযোগীর সাথে বাম হাত নিয়ে হাজির মিঃ কারোলি এবং বিজয় পতাকা ছিনিয়ে নিয়ে ঘরে ফিরলেন! ১৯৫২ সালের অলম্পিকে বিজয় মুকুট চিনিয়ে নিয়ে অলম্পিকগুলো স্মরণীয় করে রাখলেন!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৭ রাত ১২:৩১

রাজসিংহ বলেছেন: ধন্যবাদ

২২ শে জুন, ২০১৭ রাত ৩:৩০

আবদুর রব শরীফ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ২২ শে জুন, ২০১৭ সকাল ১০:৪১

রক বেনন বলেছেন: আমাদের অজুহাত আছে তো!!!

২২ শে জুন, ২০১৭ বিকাল ৫:২২

আবদুর রব শরীফ বলেছেন: বাম হাত ডান হাত কিংবা অজুহাত সমানুপাতিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.