নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
গবেষণায় দেখা গেছে যেসব দেশের জনসংখ্যা জিন্স জাতীয় টাইট ফিট পোশাকের চেয়ে লুঙ্গী জাতীয় ঢিলা ঢালা পোশাক পড়ে তাদের জনসংখ্যা বেশী হয়
.
বিদেশীদের কাছে নাকি বিস্ময় হলো তাদের পোষাক! বোতাম নেই, দড়ি নেই, বেল্ট নেই, ফিতা নেই, সেফটিপিন নেই, এই আশ্চর্য জিনিস মাধ্যাকর্ষণ শক্তিকে পরাভূত করে তাদের কোমরে থাকে কী করে!
.
এরচেয়ে বড় বিস্ময় লুঙ্গী ড্যান্স লুঙ্গী ড্যান্স করে এতো নাচানাচির পরও সেটা কিভাবে অক্ষত থাকে!
.
তারচেয়েও বড় কথা প্রতিরক্ষা ব্যবস্থা এতো দুর্বল থাকা সত্ত্বেও কিভাবে শত্রুপক্ষের উসকানি সহ্য করে রাজ্য নিশ্চুপ থাকে!
.
পৃথিবীর বুকে লুঙ্গি এক মাত্র পোষাক যার বন্ধনী না খুলে আপনি সব কাজ করতে পারবেন!
.
কোন পোষাককে যদি নোবেল পুরষ্কার দেওয়ার রীতি থাকতো তাহলে বায়ু চলাচলের উপর ভিত্তি করে অবশ্যই তা লুঙ্গি ই পেতো!
.
তো আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্টকে বললো, আমাদের আছে মাইকেল জ্যাকসন যে মুন ওয়াক করে হাঁটতে পারে! জাপানের প্রেসিডেন্ট বললো, আমাদের আছে অসংখ্য কম্পুম্যান যারা বিড়ালের মতো পা চালনা করে হাঁটতে হাঁটতে মারামারি করতে পারে তো বাঙ্গালী প্রেসিডেন্ট সেটা শুনে হাসছে আর বলছে, আমাদের আছে অসংখ্য লুঙ্গী ম্যান যারা সবাই লুঙ্গীতে এক গিট্টু দিয়ে দৌড়াতেও পারে!
.
প্রবাদ আছে, কপাল খুললে সাব্বাশ আর লুঙ্গী খুললে সর্বনাশ!
.
তো এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, জানিস আমার বাবা এতো মোটা যে তার লুঙ্গীতে গিট্টু দিতে হয় না! তা শুনে বন্ধু হাসতে হাসতে বললো, আমার বাবা এতো খাটো যে তার শার্ট পড়লে লুঙ্গী পড়তে হয় না!
.
এখন হয়তো আপনি বলবেন আবদুর রব শরীফ ভাই এতোকিছু থাকতে লুঙ্গীর পিছনে লাগছেন কেনো! আসলে কেডিএস এক্সেসোরিজের সাপ্লাই চেইনের একজন অফিসার হওয়ায় ইউনিফর্ম মেন্টেইন নিয়ে বেশ কষ্টে আছি!
.
সম্প্রতি গবেষণায় দেখা গেছে, অফিসের চেয়ে গাছ তলায় বসে অফিস করলে কর্মীদের ত্রিশ শতাংশ দক্ষতা বাড়ে আর লুঙ্গী পড়ে অফিস করলে তো দক্ষতা দ্বিগুণ হয়ে যাবে!
১৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৯
আবদুর রব শরীফ বলেছেন: বড্ড দুঃখের সংবাদ
২| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:১৩
প্রামানিক বলেছেন: দারুণ
১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৩০
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ
৩| ১৬ ই জুন, ২০১৭ রাত ৯:০৫
শিখণ্ডী বলেছেন: আসলটাই তো বললেন না! খাল, নদী পার হতে লুঙ্গির চেয়ে উত্তম কিছু নেই, পানি বাড়বে লুঙ্গি উপরে উঠবে....
১৬ ই জুন, ২০১৭ রাত ১০:১০
আবদুর রব শরীফ বলেছেন: ব্যাপুক বিনোদন পেলুম!
৪| ১৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: বললে অবাক হবেন আমার দাদা লুংগি পরলেও অজ্ঞাত কারণে বাপ চাচা দুইজনের কেউ লুংগি পরেন না। আমিও পরি না। চাচাতো বোনের জামাই লুংগি পরত। বৌয়ের অত্যাচারে সেও লুংগি পরা ছেড়ে দিয়েছে। এটা নিয়ে সময় পেলে বিস্তারিত লিখব।
১৬ ই জুন, ২০১৭ রাত ১০:১১
আবদুর রব শরীফ বলেছেন: কাল থেকে অসহযোগ আন্দেলন হবে
৫| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:১০
জে আর সিকদার বলেছেন: লুঙ্গি প্রেম!
১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৪
আবদুর রব শরীফ বলেছেন: একদম অবুঝ ভালবাসা
৬| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৮
আবদুল মমিন বলেছেন: তারচেয়েও বড় কথা প্রতিরক্ষা ব্যবস্থা এতো দুর্বল থাকা সত্ত্বেও কিভাবে শত্রুপক্ষের উসকানি সহ্য করে রাজ্য নিশ্চুপ থাকে!
১৭ ই জুন, ২০১৭ রাত ৯:৫৮
আবদুর রব শরীফ বলেছেন: মিলিয়ন ডলার কোয়েশ্চেন
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার প্রিয় পোশাক। তবে দেশের বাইরে থাকার কারণে রুম ছাড়া বাইরে ব্যবহার করা হয় না...