নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মাশরাফি এবং বিরাট কোহলি ভালো বন্ধু সুতরাং বিরাট কোহলি ভাই আয় বুকে আয়! একজন লিজেন্ডকে কিভাবে সম্মান করতে হয় তা সে ভালো করেই জানে!
.
যে মাঠে খেলা হচ্ছে সে মাঠের এভারেজ স্কোর হচ্ছে ২৭৭ সুতরাং খেলায় হাড্ডাহাড্ডি লড়াই হবে! ইনশাল্লাহ জিতবো!
.
ক্রিকেট খেলা থেকে অনেক কিছু শিখার আছে, একজন দুইজন খেলোয়ার বেশী ভালো খেললে দুই একটি ম্যাচ জিতে যাওয়া যায় কিন্তু সবাই মোটামুটি ভালো খেললে চ্যাম্পিয়নশীপ অর্জন করা সহজ হয়ে যায় ৷ আপনি অনেক প্রতিভাধর চাইলে অনেক কিছু করতে পারবেন কিন্তু একতাবদ্ধ কাজ না করলে কখনো এগোতে পারবেন না ৷ আসলে একতাই শক্তি ৷
.
ছোটবেলার গল্পটি মনে আছে, এক বৃদ্ধের অনেকগুলো সন্তান ছিলো কিন্তু তারা একতাবদ্ধ ছিলো না ৷ জগড়া/মারামারি/কাটাকাটি নিয়ে থাকতো সব সময় ৷ একদিন বৃদ্ধ কিছু কাঠির টুকরো সংগ্রহ করে একটি একটি করে সবাইকে ভাঙ্গতে দিলো, সবাই খুব সহজে ভেঙ্গে ফেললো পরে যখন কিছু কাঠি একসাথে করে বেধে দিলো ভাঙ্গতে , কেউ ভাঙ্গতে পারলো না ৷ মোরাল অব দি স্টোরি কি, আর ভেঙ্গে বলতে হবে না !
.
ইসলাম আমাদের প্রতিদিন পাঁচ বেলা একতা শিখায়, এমন কি জন্ম মৃত্যু থেকে আনন্দ বেদনা সবকিছুতে একসাথে মোকাবেলা করার অনুপ্রেরণা আদেশ দেয় !
.
হার্ট সুস্থ রাখার জন্য হলেও মানুষের সাথে প্রাণ খুলে মিশতে হবে, হাসতে হবে, গল্প করতে হবে ৷ এখনি চেষ্টা করে দেখুন ৷ কেমন লাগে? পরে এসে বলবেন ৷ মানুষ মানুষের জন্য ! জীবন জীবনের জন্য ! খেলা পৃথিবীর সকল মানুষের বন্ধনকে আরো শক্তিশালী দৃঢ় করার জন্য!
.
পরিশেষে বলবো, পৃথিবী বিখ্যাত ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন,“Talent wins games, but teamwork wins championships.” আমাদের এখন তা ই করতে হবে!
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
আবদুর রব শরীফ বলেছেন: একতাবদ্ধ থাকার শিক্ষা ইসলাম দেয় জাস্ট ঐ সেন্সে দিলাম! ধর্ম কর্ম সবকিছু আসলে পবলেম কি?
২| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৯
বিজন রয় বলেছেন: চাঁদগাজী বলেছেন:
সবকিছু বলা হয়েছে, ভালো! কিন্তু খেলার বেলায় নীচের কথা কি ঠিক?
"ইসলাম আমাদের প্রতিদিন পাঁচ বেলা একতা শিখায়, এমন কি জন্ম মৃত্যু থেকে আনন্দ বেদনা সবকিছুতে একসাথে মোকাবেলা করার অনুপ্রেরণা আদেশ দেয় ! "
-তা'হলে তো সব খেয়ায় মুসলমানেরা জিতার কথা। খেলাকে খেলা হিসেবে দেখেন, ধর্মকে ধর্মের স্হান দিন; সবকিছু মিশালে খিঁচুড়ি হবে, খেলামেলা কিছু থাকবে না।
১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
আবদুর রব শরীফ বলেছেন: খিঁচুড়ি আমার ফেবারিট খাবার!
৩| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
বিজন রয় বলেছেন: ধরে দিবানি!
৪| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
আমি সিরিয়া, ইরাক, ইয়েমেন, কাতার, পাকিস্তান সৌদীতে একতা দেখছি না; বাংগালীরা খেয়ায় ঐক্য দেখায়েছেন সব সময়।
৫| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
রায়হানুল এফ রাজ বলেছেন: ব্যাপারটা কি আর ভদ্রতাতে থাকলো???
৬| ১৫ ই জুন, ২০১৭ রাত ৯:১১
চুরি যাওয়া আগুন... বলেছেন: বিজন রয় বলেছেন: চাঁদগাজী বলেছেন:
সবকিছু বলা হয়েছে, ভালো! কিন্তু খেলার বেলায় নীচের কথা কি ঠিক?
"ইসলাম আমাদের প্রতিদিন পাঁচ বেলা একতা শিখায়, এমন কি জন্ম মৃত্যু থেকে আনন্দ বেদনা সবকিছুতে একসাথে মোকাবেলা করার অনুপ্রেরণা আদেশ দেয় ! "
-তা'হলে তো সব খেয়ায় মুসলমানেরা জিতার কথা। খেলাকে খেলা হিসেবে দেখেন, ধর্মকে ধর্মের স্হান দিন; সবকিছু মিশালে খিঁচুড়ি হবে, খেলামেলা কিছু থাকবে না।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
চাঁদগাজী বলেছেন:
সবকিছু বলা হয়েছে, ভালো! কিন্তু খেলার বেলায় নীচের কথা কি ঠিক?
"ইসলাম আমাদের প্রতিদিন পাঁচ বেলা একতা শিখায়, এমন কি জন্ম মৃত্যু থেকে আনন্দ বেদনা সবকিছুতে একসাথে মোকাবেলা করার অনুপ্রেরণা আদেশ দেয় ! "
-তা'হলে তো সব খেয়ায় মুসলমানেরা জিতার কথা। খেলাকে খেলা হিসেবে দেখেন, ধর্মকে ধর্মের স্হান দিন; সবকিছু মিশালে খিঁচুড়ি হবে, খেলামেলা কিছু থাকবে না।