নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সারা বাংলাদেশে জলবদ্ধতা নিরসনকল্পে সভা সেমিনার সিম্পোজিয়াম প্লান পোগ্রাম প্রকল্প বাজেট হয় কিন্তু তা হয় কচ্ছপের কৌতুকটির মতো,
.
তখন গ্রীষ্মকাল এক ফোঁটা পানিও নেই নদীতে তবুও কচ্ছপ নদীর দিকে হাঁটছে তা দেখে খরগোশ বললো তুমি সারা জীবন ধীরগতিসম্পন্ন বোকা থেকে গেলে! এভাবে সারা জীবন হেঁটে কি নদীর গভীরে যেখানে পানি আছে সেখানে যেতে পারবে? তা শুনে কচ্ছপ বললো, আমি অতদূর যাওয়া লাগবে না তার আগে বৃষ্টি চলে আসবে!
.
প্রকল্পগুলো এতো আস্তে আস্তে আগায় যে চট্টগ্রাম শহরের মতো পুরো দেশ নদী হয়ে যায়!
.
এক রিক্সা চালককে প্রেমিক ধমক দিয় বলছে কি হলো মামা! গতি কমিয়ে দিলে কেনো? সে বললো, আপনার প্রেমিকা ই তো বললো, আস্তে প্লিজ আস্তে...!
.
এর পিছনে অবশ্য কতৃপক্ষ দায়ী না কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে যখন প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তার ও আগে যে গল্পটি আবদুর রব শরীফের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটি হলো খরগোশ আর কচ্ছপের গল্প! খরগোশ দুই লাফ দিয়ে অনেক দূর এগিয়ে গেছে মনে করে ঘুমায় আর ঐ দিকে আস্তে আস্তে হেঁটে কচ্ছপ লাল স্থান স্পর্শ করে প্রতিযোগিতায় বিজয়ী হয়!
.
সেখান থেকে শিখেছি আস্তে আস্তে চললে পবলেম নেই! সেটা প্রকল্প হোক কিংবা সংকল্প!
.
শিখেছি, সাদা পানিতে খেলতে থাকা একটি কেঁচোকে যখন মদের গ্লাসে রাখা হয় সে বিষক্রিয়ায় মারা যায় সুতরাং মদ খাওয়া পেটের জন্য ভালো! পেটে কেঁচো টেচো ক্রিমি ট্রিমি হতে পারবে না!
.
মিথ্যেবাদী রাখলের গল্প থেকে শিখেছি সে যতবার মিথ্যে বলেছিলো বাঘ! বাঘ! বলে ততবার লোক তাকে বাঁচাতে এসেছিলো! কিন্তু একদিন সে সত্যিকার বাঘ এসেছিলো বলে সত্যি কথা বাঘ! বাঘ! বলে চিৎকার করেছিলো কিন্তু সেদিন কেউ তাকে বাঁচাতে আসেনি! সুতরাং সত্য বললে মরতে হবে! সত্যি বলা মহাপাপ!
১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৪৩
আবদুর রব শরীফ বলেছেন: হাহাহা বিশ্বরোডে নৌকা ভ্রমণ!
২| ১৩ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: কাল আমার খুব কষ্ট হয়েছে।
১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৪৪
আবদুর রব শরীফ বলেছেন: এই কষ্ট তো এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ!
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০১৭ রাত ১০:৩২
আলগা কপাল বলেছেন: কি আর করবেন। সাঁতার কাটুন। স্বাস্থের জন্য ভালো। রাস্তায় মাছও পেতে পারেন। টাকা বাঁচবে।
বিশ্বরোডে নৌকাভ্রমণ শিরোনামে একটা লেখা দিতে পারেন। সামুর সর্বকালের সেরা হিট হবে।