নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জ্বলতে হল পুড়তে হবে

০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:০০

একটি কাঁচের উপর যদি সূর্যের আলো ফেলে তা যদি বার বার সরিয়ে নেওয়া হয় তাহলে সেটি একটু গরম হবে বৈকী কিন্তু আগুন জ্বালাতে পারবে না!
.
আগুন জ্বালাতে হলে যতক্ষণ না আগুন জ্বলে ততক্ষণ সূর্যের আলো সেই কাঁচে লাগিয়ে রাখতে হবে! Never give up
.
এ . পি.জে আবদুল কালাম বলেছিলেন, if u sun as like as sun, if u burn as like as sun মানে তোমাকে সূর্যের মতো জ্বলতে হলে আগে সুর্যের মতো পুড়তে হবে!
.
সূর্যের আলো দিয়ে কিছু পোড়াতে হলে লেগে থাকতে হয়!
.
সফলতা হলো লেগে থাকা! পোন্দে পোন্দে লেগে থাকা! যতক্ষণ না সফল হচ্ছেন ততক্ষণ লেগে থাকা!
.
যেভাবে আমরা আরেকজনের পোন্দে পোন্দে লেগে থাকি সেটা বাদ দিয়ে ঠিক ঐ ভাবে যদি সফলতার পিছনে লেগে থাকা যায় তাহলে কেবল সফলতা আসবে! জগতের সব বিখ্যাত মোটিবেটররা আপনাকে শুধু এই কথাটি বুঝাতে চেষ্টা করবে!
.
পোন্দে পোন্দে বলছি বলে হয়তো বলবেন আবদুর রব শরীফ ভাই এগুলো কেমন শব্দ! তাদের বলবো 'word is power' শব্দ হচ্ছে শক্তি! এসব শব্দের কিছু শক্তি আছে ডাইরেক্ট বুকে গিয়ে লাগে!
.
গল্পটি মনে আছে? রাজাকে যখন শত্রুরা ঘিরে ফেলেছিলো তখন রাজা কোন উপায় না পেয়ে বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডসের কাছে গিয়ে বললেন,শত্রুপক্ষ জাহাজ দিয়ে পুরো রাজ্যে ঘিরে ফেলেছে, তুমি তো অনেক বড় বিজ্ঞানী এই বিপদে আমার জন্য কি করতে পারো?
.
তখন আর্কিমিডস বললো আমি পারবো! তখন সে পাহাড়ের উপর বড় বড় কাঁচ বসিয়ে সূর্যের আলো শত্রু পক্ষের জাহাজের পাল বরাবর কেন্দ্রীভূত করে রাখলো! অনেকক্ষণ পর শত্রুপক্ষ কিছু বুঝে উঠার আগেই তাদের জাহাজের পালগুলো পুড়ে গেলো!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:০৮

চাঁন্মিয়া বলেছেন: সুন্দর

০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৫

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা পড়ার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.