নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
অনেকে বলে ছাত্র রাজনীতি নিষেধ করা দরকার তারা হয়তো জানে না ফোর্ট হারে ইউনিভার্সিটি কলেজে পড়ার সময় ছাত্র ধর্মঘটে অংশগ্রহণ করার দায়ে ১৯৪০ সালে নেলসন ম্যান্ডেলাকে বহিষ্কার করা হয়েছিলো! সেই ছেলেটি একদিন পৃথিবীর অন্যতম সেরা নেতা হয়েছিলো!
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নের সময় চতুর্থ শ্রেণির কর্মচারিদের নায্য দাবী আদায়কল্পে বিক্ষোভ করার অপরাধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৪৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিলো! সেই ছেলেটি একদিন বঙ্গবন্ধু হয়ে উঠেছিলো!
.
লেখক এবং কলামিস্ট গাফফার চৌধুরী বলেছিলেন, ‘কলেজে এক মেয়েকে কিস করায় তারেক রহমান বহিষ্কার হয়েছিল এবং জিয়াউর রহমান তাকে মেরে রক্তাক্তও করেছিলেন!’
.
যদিও কিছুদিন আগে ঢাকা কমার্স কলেজে প্রকাশ্যে প্রেমের প্রস্তাব দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে গেলে প্রেমিক প্রেমিকাসহ এগারোজনকে বহিষ্কার করেছিলো কতৃপক্ষ সেই খবর আমাদের সবার জানা!
.
আমি আমার লেখাটি শুরু করেছিলাম যুগে যুগে যারা বিখ্যাত হয়েছেন তারা অনেকে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন সুতরাং পৃথিবীর যত ভালো ইতিহাস ছাত্র রাজনীতির কাছে চিরঋণী! কিন্তু অনেকে জানেন আবদুর রব শরীফ ভাই লুল লেখক! আমার রয়েছে অসংখ্য লুল পাঠক!
.
নিজের এবং তাদের কথাও আমাকে চিন্তা করতে হয়!
.
তবে বর্তমানে এত এত ছাত্র কোপাকোপির জন্য কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয় তা যদি কোন ভালো কাজের জন্য হতো তাহলে এই দেশ প্রকৃত নেতার অভাব হতো না কখনো!
.
এটা নিয়ে কিছুদিন আগে একটি ডায়লগ পুরো দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলো, 'কোপা শামশু কোপা!' তো শামশু সাহেব কোপাকোপি করে জেলে চলে যায়! স্বাভাবিকভাবে জনগনের মনে প্রশ্ন জাগলো, এখন কোপাবে কে? তারপর অরেকটি ডায়লগের জন্ম হলো, 'শামশু এখন জেলে তাই কোপাবে তার ছেলে!'
.
শামশুর চুল ছিলো না কিন্তু তার ছেলের নাকি সামনে চুল পিছনেও চুল ছিলো বলে নাম রাখা হয়েছে, শামচুল(শামসুল)
.
তারা নাকি Samsu n g... সামসু এন্ড গং! Samsung কোম্পানিও তাদের নাম বেঁচে খায়! আর তারা নেতা নেত্রীদের নাম বেঁচে খায়!
০৯ ই জুন, ২০১৭ রাত ১:০৩
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই জুন, ২০১৭ রাত ১:২৪
চাঁন্মিয়া বলেছেন: sundor hoyeche
০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ রেখে গেলুম
৩| ০৯ ই জুন, ২০১৭ রাত ১:৫৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: দেখুন,ছাত্ররাজনীতি অবশ্যই প্রয়োজন।তবে,সত্যি বলতে কি বর্তমানে রাজনীতির নামে কি চলছে,সেটা আপনি আশা করি খুব ভালো ভাবেই বুঝছেন।
আর ছাত্ররাজনীতি হবে,ভার্সিটি তে।হাইস্কুলে রাজনীতি ঢুকিয়ে সত্যিই বিশাল বড় ভূল করছে,রাজনৈতিক দলগুলো।
০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৭
আবদুর রব শরীফ বলেছেন: খুব সুন্দর বলছেন আমি এটাই বুঝাতে চেয়েছি!
৪| ০৯ ই জুন, ২০১৭ ভোর ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
পুরো আফ্রিকার ছাত্রদের থেকে ১ জন নেলসন ম্যান্ডেলা হয়েছে; বাংলাদেশের ৫% ছাত্র রাজনীতিবিদ থেকে ৫ লাখ ডাকাত সৃস্টি হয়েছে, তার আগে ৩০ হাজার রাজাকার জল্লাদ সৃস্টি করেছিল ইসলামী ছাত্র সংঘ থেকে
০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৯
আবদুর রব শরীফ বলেছেন: একজন বঙ্গবন্ধু, হোসেন শহীদ সরওয়ার্দি, মাওলানা হামিদ খান ভাসানি, শেরা বাংলারা কি সৃষ্টি হয়নি?
©somewhere in net ltd.
১| ০৯ ই জুন, ২০১৭ রাত ১২:৩৪
ঘুড়িনাটাই বলেছেন: ভালো হয়ছে লেখাটা @লেখক