নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মার্কেটিং

০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:০৯

বেতন পেয়ে সারাদিন মার্কেটিং করে বউ বড্ড খুশি! বেচারা স্বামী প্রায় পুরো মাসের বেতন খরচ করে আনমনা হয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে দেখে বউ ও গেলো তার সাথে একটু আড্ডা দিতে! হাজবেন্ড নির্বাক! কিছুক্ষণপর বউ বললো, আকাশের চাঁদটা দেখো বড্ড সুন্দর! স্বামী বললো, এটা এই মাসে কিনে না দিলে হয় না!!!
.
কিছু বউ আছে এমন যারা স্বামীর অার্থিক অবস্থার দিকে খেয়াল না রেখে নিজের চাহিদা পূরণে ব্যস্ত থাকে!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে হাটহাজারী! তো এক ব্যবসায়ীর কাছে এক প্রবাসীর বউ গিয়ে জিজ্ঞেস করলো, ভাই একটা ভালো শাড়ি দেখান! দোকানদার সাতশ টাকা পাইকারী দামের একটা ভালো শাড়ি দেখালো এবং দাম বললো এক হাজার টাকা! মহিলা বললো, আর বেশী দামের ভালো নেই? এবার দোকানদার তিনশ টাকার চটকদার একটি শাড়ি দেখিয়ে বললো, এটা নেন! দামী! এক দাম তিন হাজার টাকা! মহিলা বললো, দুই হাজার দিবেন? দোকানদার বললো একটু কম হয়ে যায়! আচ্ছা নেন! শুধু আপনার জন্য আড়াই হাজার টাকা! সবার কাছে তিন হাজার বিক্রী করি!
.
কিছু বউ আছে এমন যারা প্রবাসে অথবা দেশে স্বামীদের কষ্টার্জিত অর্থ এভাবে জলে ফেলে দিয়ে আসে!
.
তো একবার ওয়ালটন কোম্পানি যাদের যাদের সামসাং ফ্রিজ আছে তাদের ফ্রি লাঞ্চের দাওয়াত দিলো! দুপুরের খাওয়ার সময় দেখা গেলো তরকারী একটু টক টক! অতিথিরা তো ক্ষেপে গেলো এমন সময় মাইকে এনাউন্স আসলো, খাবারগুলো আপনাদের খুশি করার জন্য আমরা গতকাল দামী সামসাং ফ্রিজে রেখেছিলাম কিন্তু আমরা জানতাম না ওদের ফ্রিজের মান আমাদের চেয়ে খারাপ! আপনারা বরং আমাদের ফ্রিজে রাখা কিছু খাবার আছে ওগুলো খেয়ে দেখুন কেমন চমৎকার!
.
কিছু বউ আছে এমন যারা এভাবে প্রতারিত হয়!
.
টেরিবাজারের এক দোকানি একবার বলেছিলো, আবদুর রব শরীফ ভাই! মেয়েরা হলো কাউয়া চালাক! নিজেদের চালাকিতে নিজেরা ধরা খায়!
.
যেমন ধরুণ না সেদিন এক মেয়েকে একটা ড্রেস দেখিয়ে বললাম, এটা আপনাকে ভালো মানাবে! সে বললো, দিস ড্রেস ইজ টু মাচ খ্যাত! তারপর বললাম, এটা ইন্ডিয়ান আপ কামিং সিরিয়ালের প্রমো ড্রেস! সে বললো, রিয়েলি! আমাকে দুই পিচ দেন তো!
.
সব কথার শেষ কথা, সামনে ঈদের কেনাকাটা করতে গুণগত মান দেখে জিনিস কিনুন কিন্তু বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে নয়!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:২৮

রুমি৯৯ বলেছেন: ভালো লিখেছেন। এটা মূলত একটা মানসিক সমস্যা। অন্তত আমি তাই মনে করি।

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

আবদুর রব শরীফ বলেছেন: আসলেই কোন সুস্থ মানুষ নিজের সম্পদ এভাবে বিলিয়ে দিতে পারে না!

২| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৪১

রক বেনন বলেছেন: দিস ড্রেস ইজ টু মাচ খ্যাত! =p~ =p~ =p~ =p~

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

আবদুর রব শরীফ বলেছেন: দিস ড্রেস ইজ টু মাচ খ্যাত!

৩| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৫

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম

৪| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৭

স্বাধীন সৈনিক বলেছেন: translate.google.com এ খ্যাত মানে হল Famous , এই আপারা খ্যাত শব্দটাকেও খারাপ বানায় ফেলছে।

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

আবদুর রব শরীফ বলেছেন: এট মূলত ক্ষেত!

৫| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৭

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: প্রবাসীদের বৌয়েরা আসলেই বেহিসাবি হয়। নোয়াখালী আর নারায়ণগঞ্জের পীরেরা তাদের দানখয়রাতেই টিকে আছে।

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

আবদুর রব শরীফ বলেছেন: হাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.