নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তোর একদিন তো আমার একদিন!

০৫ ই জুন, ২০১৭ রাত ১০:২০

এক গ্রামে একদিন এক একজন চেতে! মানে ভীষণ রেগে যায়!
.
তো ঐ এলাকায় একজন আগন্তুক এলো! সে দেখলো আজ রহিম চেতে তো কাল করিম চেতে পরশু সেলিম তরশু ডালিম!
.
তো একদিন সে নিজে চেতে গেছে! চিল্লা চিল্লি করে বলতেছে, এই গ্রামে কি কোন মাতব্বর নেই! যে যার মতো চেতে যায়!
.
তখন ভীড় থেকে উঠে একজন বললো, অবশ্যই আছে!
.
তাহলে কে সে? লোকটি উত্তর দিলো, যখন যে চেতে যায় তখন সে ই মাতব্বর!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শোভাকলোণীতে প্রায় সময় দেখি কেউ না কেউ চেতে যায়! কারণে অকারণে! তাদের কারো সাথে মিলে গেলে তা কাকতালীয়! এমনকি পুরো দেশের কোন গ্রামের কারো সাথে মিলে গেলেও আবদুর রব শরীফ দায়ী নই!
.
যদিও চেতে গেলে বেশীরভাগ ক্ষেত্রে উল্টোটি হয়!
.
তো এক রাজকুমারী ঘোষণা করলো এলাকার সবচেয়ে সাহসী পুরুষকে সে বিয়ে করবে! যারা যারা ইচ্ছুক তারা যেনো নদীর তীরে লাইন ধরে দাঁড়ায়! শত শত লোক নদীর তীরে দাঁড়িয়ে আছে এমন সময় কুমারী ঘোষণা করলো, ক্ষুধার্ত কুমিরে পরিপূর্ণ এই নদী যে অতিক্রম করতে পারবে তাকে আমি বিয়ে করবো! হঠাৎ করে দেখা গেলো টুপ করে একজন নদীতে পড়লো এবং কুমির কিছু বুঝার আগেই সাঁতরিয়ে নদী পাড় হয়ে গেলো!
.
রাজকুমারীতো তার সাহস দেখে মহাখুশী! কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হে বীর! আমি তোমার কাছে বিয়ে বসতে আগ্রহী! সে চেতেমেতে বললো, গুষ্টি কিলাই বিয়ের! আমাকে যে ধাক্কা মেরে নদীতে ফেলে দিয়েছে আজ তার একদিন তো আমার একদিন!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৭ রাত ১০:৫০

মোছাব্বিরুল হক বলেছেন: শেষের গল্পটা পুরাতন তবুও ভাল লাগছে।

০৬ ই জুন, ২০১৭ রাত ৩:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ রেখে গেলুম!

২| ০৬ ই জুন, ২০১৭ রাত ১:৪৫

চাঁদগাজী বলেছেন:


সন্দ্বীপের রাজকুমারীর গল্প, ভালো

০৬ ই জুন, ২০১৭ রাত ৩:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: চেতনার গল্প

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.