নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বাজেট নিয়ে প্রেসিডেন্ট বুশ বলেছিলেন, এটা নিশ্চয়ই একটা সত্যিকারের বাজেট, কারণ এতে অনেক সংখ্যা দেখা যাচ্ছে!
.
আগে বলে রাখছি আবদুর রব শরীফের এই লেখা সম্পূর্ণ কাকতালীয় কারো সাথে মিলে গেল গরীব ভাই দায়ী নই!
.
এবার বাজেটে কেউ এক লাখ টাকা ব্যাংকে রাখলে এক হাজার টাকা কেটে রাখার সিন্ধান্ত নেওয়া হবে বলা হচ্ছে! তো এই প্রসঙ্গ নিয়ে একটু কৌতুক না করলে নয়!
.
অর্থমন্ত্রীর ছেলে বাবাকে শুনিয়ে শুনিয়ে সৃষ্টিকর্তাকে বলছে, ইয়া আল্লাহ কাল সকালে আমাকে এক হাজার টাকার ব্যবস্থা করে দাও! সকালে উঠে সে আবিষ্কার করলো নয়শ টাকা তার টেবিলে পড়ে আছে! সে এবার সৃষ্টিকর্তাকে বলছে, টাকা যখন দিবেন তবে কেনো অর্থমন্ত্রীর উচিলায় দিয়েছেন! সে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে রেখেছে!
.
সমকালের মাধ্যমে জেনেছি বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার একাউন্ট রয়েছে যেসব অ্যাকাউন্টে কমপক্ষে এক কোটি টাকা জমা রয়েছে যা দুই হাজার সালে ছিলো মাত্র দুই হাজার!
.
কিন্তু সাধারণ জনগনের অবস্থা কেমন তা নিয়ে একটি কৌতুক বলি, বউ বলছে! কই মাছ নিয়ে আসছো কিন্তু তেল কই? স্বামী বললো,কই মাছ কিনতেই বাজেট শেষ! এখন কইয়ের তেলে কই ভাজো!
.
তো এক সাধারণ জনগন যার নুন আনতে পান্তা শেষ হয়ে যায় তাকে অর্থমন্ত্রী গিয়ে জিজ্ঞেস করলো, ভাই বাজেট পাশ করেছি! সে ফ্যালফ্যাল করে তাকিয়ে বললো, তো কোন ডিভিশনে পাশ করেছেন? তার পাশে বসা আরেক ভদ্রলোক দাঁড়িয়ে বললো, ভাই এখন তো ডিভিশন নাই! শুধু পাশ করলে তো হবে না এ+ পাইতে হইবো! এর পাশে আরেক ভদ্রলোক আবুল বিড়িতে টান দিতে দিতে বললো, এ+ এর দাম নাইক্কা এখন! গোল্ডেন পেলে একটা কথা ছিলো!
.
আনিসুল হক বলেছেন, বাজেট নিয়ে কৌতুক করা উচিত কি না আমি জানি না! তবে আমার মতে বাজেট মানেই কৌতুক!
.
কৌতুক নিয়ে কৌতুক করে অর্থমন্ত্রী বলেছেন, ইহা একটি শ্রেষ্ঠতম বাজেট!
.
সমস্যা হলো জনগন এর আগে আরো ৪৬টি বাজেট দেখেছে এখন দেখতে দেখতে হতাশ! বেপার খানা নিম্মের কৌতুকের মতো,
.
হিটলার নিজের ছবি দিয়ে স্ট্যাম্প করেছে! পরের দিন সে অধীর আগ্রহ নিয়ে ডাক অফিসে গিয়ে জিজ্ঞেস করছে, কেমন চলছে আমার ছবি যুক্ত ডাকটিকেটগুলো? অফিসার বললো, ভালো চলছে তবে অনেক কমপ্লেইন আসছে যে ডাকটিকেটে আটা দেওয়া হয়নি! সে তো রেগেমেগে ফায়ার! কে এই কান্ড করেছে এক্ষুণি তার গর্দান কেটে আনো! তখন অফিসার কাতুমুতু করে বললো, আটা তো ঠিক দিয়েছে কিন্তু জনগন উল্টো দিকে থুথু দিচ্ছে!
.
হিটলার বলে উঠলো, রাবিশ পিপল! কোন দিকে থুথু দিতে হয় সেটাও জানে না!
০২ রা জুন, ২০১৭ রাত ১১:১৭
আবদুর রব শরীফ বলেছেন: কাকতালীয়
২| ০২ রা জুন, ২০১৭ রাত ১১:২৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: রম্য বাজেটের কাহিনি বেশ ভালো লাগলো।সাথে জোক্স গুলোও ভালো ছিলো।
ব্লগার আহমেদ জী এস এর সাথে একমত।
০২ রা জুন, ২০১৭ রাত ১১:২৮
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম!
৩| ০৩ রা জুন, ২০১৭ রাত ১২:১৩
শরীফুর রায়হান বলেছেন: যেমন বাজেট তেমন জোক্স, দারুণ
০৩ রা জুন, ২০১৭ রাত ১২:১৮
আবদুর রব শরীফ বলেছেন: ভালবাসা রেখে গেলুম!
৪| ০৩ রা জুন, ২০১৭ রাত ২:০৯
বেনামি মানুষ বলেছেন: মন্তব্য না করে পারলাম না!
কারোর ব্লগে কমেন্ট করার বাজেট ছিলো না, কিন্তু ব্লগ পড়ার পর মনে হলো যাই একটু উল্টা দিকে থুথু দিয়ে আসি!
০৩ রা জুন, ২০১৭ রাত ৩:৩৯
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ মূল্যবান কমেন্ট করার জন্য!
৫| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৫৫
রক বেনন বলেছেন: মাল এর বাজে ট।
০৩ রা জুন, ২০১৭ দুপুর ২:২৭
আবদুর রব শরীফ বলেছেন: মাল টাল মাটাল
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০১৭ রাত ১০:৫৯
আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ ,
এবারে আবদুর রব শরীফ উল্টো স্থানে নয়, একেবারে সঠিক স্থানে; মালবাবুর সমতল মাথায় একদলা সফেদ থুথু ছিটিয়েছেন।
জব্বর হয়েছে ।