নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

স্বয়ং ম্যাশ যাদের অটোগ্রাফ প্রার্থী!

০১ লা জুন, ২০১৭ রাত ৯:৪৩

ক্লোজআপ ওয়ানখ্যাত মোল্লা বাবু যে হাসানের অবিকল গান গেয়ে জনপ্রিয় কিন্তু এখন কন্ঠের সমস্যার কারণে তেমন গাইতে পারেন না!
.
২০১৫ সালের নভেম্বর মাসে রাত এগারোটায় এনটিভির মিউজিক এন্ড রিদম নামক লাইভ পোগ্রামে বাবুকে অতিথি করা হয় সেই অনুষ্ঠানে সরাসরি হোটেল থেকে ফোন করেন জাতীয় দলের অধিনায়ক বাংলাদেশের প্রাণ মাশরাফি বিন মর্তুজা!
.
তিনি বাবুকে বললেন একটি খাতা তার অটোগ্রাফের জন্য রেখেছেন কারণ তিনি আর্কের হাসানের গান হুবহু নিজের কন্ঠে তুলতে পারেন!
.
তারপর বাবু ভাই ম্যাশের অনুরোধে হাসানের দুই লাইন গান তুললেন, 'চারিদিকে উচ্ছ্বাস! পরিপূর্ণ নিয়ন আলোয়! আমার পৃথিবী! ঘিরে আসছে আঁধার কালোয়.....!'
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু মুহিত মুবিন সে ও এই গানটি হাসানের সুরে অনেকটা অবিকল তুলতে পারতো!
.
বিশ্বাস করেন ভাই এক সময় হাজার হাজার বাবু ছিলেন যারা হাসান, আইয়ুব বাচ্চু, জেমসের গান অবিকল তুলতে পারতো!
.
আবদুর রব শরীফ স্বাক্ষী এক সময় তারা শুধু এক একটি ব্যান্ডের নাম ছিলো না এক একটি ইতিহাসের নাম ছিলেন!
.
সোলস, মাইলস থেকে শুরু করে হালের মাকসুদ তখন ছিলো এক একটি আইডল! উজ্জ্বল নক্ষত্র! উদীয়মান ধ্রুব তারা!
.
যারা তাদের অনুকরণ করতে পারতেন তারাও ছিলো এক একটা চলন্ত জ্বলন্ত অনন্ত হিরো!
.
এসব লিজেন্ডদের নিয়ে আমরা শুধু গর্ব করেছি কিন্তু সম্মান করতে পারিনি! পপ সম্রাট আজম খানকে কি দিতে পেরেছিলাম আমরা?
.
বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিলেন, আমি পেয়েছি একটি চোরের খনি!
.
সবকিছু আমরা চুরি করি! সিডি না কিনে গান শুনি! পাইরেসিতে ওস্তাদ!
.
কোন ভালো বইকে সহজে আন্দরকিল্লায় নিয়ে গিয়ে নিউজপ্রিন্ট কপি প্রকাশ করে অসাধু মুনাফা লাভ করি!
.
কেউ কোন কিছু একটা করলে সেটা ছায়াছবি হোক কিংবা অন্যকিছু সেটা চুরি করে ওখান থেকে দুই চার টাকা ধান্ধা করে প্রতিভার মুখে চপেটাঘাত করতে বিন্দুমাত্র পিছপা হয় না!
.
বাঙ্গালী চিরকাল আবেগে কেঁদে বুক ভাসাতে শিখেছে কিন্তু বুকে ধরে রেখে মুল্যায়ণ করতে শিখেনি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.