নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
গল্পটি শুনেছিলাম ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সি.ই.ও আলী রেজা ইফতেখার স্যারের কাছে,
.
অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস যেদিন মারা যায় তিনি সেদিন জার্মানিতে ছিলেন এবং ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলেন আই ফোন কিনতে! তখন খবর আসে স্টিভ জবস আর বেঁচে নেই!
.
সঙ্গে সঙ্গে আইফোন বিক্রী বন্ধ ঘোষণা করা হয়! ক্রেতাদের বলা হয় আগামী কাল সকালে আসার জন্য! তিনি পরের দিন সকালে ওখানে গিয়ে দেখলেন, অ্যাপল স্টোরের সামনে হাজার হাজার আপেল এক কামড় দিয়ে ভক্তরা ফেলে রেখেছে!
.
হাজার হাজার আই ফোনের লোগো রাস্তায় পড়ে আছে! ভাবা যায় একটা মানুষ তার দেশে কতটা জনপ্রিয় হলে এভাবে তাকে স্মরণ করে?
.
আপেলে এক কামড় দেওয়ার পর যখন সেটা আই ফোনের লোগো হয়ে যায় সে আপেল ফেলে রাখতে কত কষ্ট হয়েছিলো ভক্তদের ভাবা যায়?
.
ইট ইজ কল্ড লিডার!
.
স্টিভ জবস স্বপ্ন দেখতেন! একদিন পৃথিবীর বুকে যতগুলো আপেল আছে ততগুলো আই ফোন তৈরী করবেন! বেচারা আবদুর রব শরীফও স্বপ্ন দেখে সেই দিন একটি আইফোন কিনবে!
.
আমাদের দেশেও আপেল আছে! গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেইট থেকে এক কেজি কিনতে গিয়ে চিন্তা করলাম ফরমালিন নেই তো! ক্রেতা হয়ে বিক্রেতাকে মনে মনে হালার পো হালারা বলে গালি দিয়ে আপেল না কিনে চলে আসলাম!
.
আপেল দেখি এতো লাল যে নাম্বার ওয়ান সাকিব খানের ঠোঁটকে ও হার মানিয়েছে!
.
কনফুসিয়াস এমন একটি ব্যক্তি যে খ্রিষ্টপূর্ব ৪৭৯ (মতান্তরে খ্রিষ্টপূর্ব ৪৭৮) অব্দে তিনি মৃত্যুবরণ করলেও তার প্রভাব চীন এখনো কাটিয়ে উঠতে পারেনি! আপেল নিয়ে কনফুসিয়াসের একটি গল্প আছে,
.
কনফুসিয়াস সবাইকে ডেকে তাদের হাতে একটি করে আপেল দিয়ে বললেন, তোমরা সবাই আপেলের গায়ে নাম লিখে এই বাক্সে রাখো! সবাই তা ই করলো! তারপর তিনি সবগুলো আপেল এলোমেলো করে দিলেন এবং বললেন, এবার নিজেরটা খুঁজে বের করো! সবাই বাক্সের মধ্যে হুমড়ি খেয়ে খুঁজতে লাগলো!
.
নিজের নাম লেখা আপেল খুঁজে পাচ্ছিলো না এমন সময় কনফুসিয়াস বললেন, তোমরা যে যার মতো একটি করে আপেল তুলে নাও এবং নাম দেখে যার আপেল তাকে দিয়ে দাও! মুহূর্তে সবাই সবার আপেল পেয়ে গেলো!
.
তারপর কনফুসিয়াস বললেন, 'অন্যকে কিছু দিলে নিজের সুখটাও ফিরে আসে।’
৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:১২
আবদুর রব শরীফ বলেছেন: একদম জার্মানি হবে! ধন্যবাদ!
২| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:০১
পদ্মপুকুর বলেছেন: এবং আলী রেজা ইফতেখার ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, স্ট্যান্ডার্ড ব্যাংকের নন।
তিনি এ দেশের হাইয়েস্ট পেইড ব্যাংকিং প্রফেশনাল। মাসে ১৭ লক্ষাধিক টাকা পান ব্যাংকটির প্রধান নির্বাহী হিসেবে।
৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:১৪
আবদুর রব শরীফ বলেছেন: ঠিক তবে এতো ব্যাংক দেশে কোনটা তে টাকা রাখতে গিয়ে কোনটাতে রেখেছি তা ও ভুলে যাওয়ার দশা!
৩| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:২১
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন। আপেলে আজাকল কিছুতো দেয়ই না দিলে এতদিন তরতাজা থাকে কেমনে।
৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১০
আবদুর রব শরীফ বলেছেন: একদম
৪| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৯
মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Best
৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১১
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ রেখে গেলুম!
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০১৭ দুপুর ২:২৪
জেকলেট বলেছেন: সুন্দর পোষ্ট। কিন্তু মনে হয় তথ্যগত ভূল আছে!! আমার জানামতে ফ্রাঙ্কফুর্ট আমেরিকায় না, জার্মানিতে।