নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সে হাসি মধুময়!

২৯ শে মে, ২০১৭ দুপুর ১:০০

চায়না'তে একটা কথা আছে আপনি যদি হাসতে না জানেন তাহলে দোকান খুলিয়েন না এবং ভুলেও উদ্যোক্তা হতে যাইয়েন না!
.
কথাটি বলছিলাম এক ভাইকে সে বললো আবদুর রব শরীফ ভাই জাপানের নিউ কেলিতে এটা নিয়ে কোন প্রবাদ নেই? বললাম, ওদের সবসময় চোখ হাসে!
.
অইরিনরা ও সরি আইরিশরা যদিও আরেকটু এগিয়ে আছে প্রবাদ বাক্যে তা হলো, একটি নির্মল হাসি এবং গভীর একটি ঘুম দুটি মহাঔষধ যা যেকোন রোগ সারতে পারে!
.
পুরো পৃথিবীতে একটি প্রবাদ আছে, পৃথিবীতে সব মানুষ একই ভাষায় হাসে!
.
তো চাকরিতে জয়েন করার পর খেয়াল করলাম কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান স্যারের এতো সাফল্যের রহস্য কি! নিশ্চয়ই মুখে হাসি লেগে থাকা অন্যতম কারণ!
.
অনেকে মাননীয় প্রধানমন্ত্রী বলে 'হাসি না' কিন্তু উনি বিরোধি নেত্রী থেকে অন্তত বেশী হাসেন! ব্যাপারটা আমার ভালো লাগে!
.
কিছু মানুষ আছে হাসে না! হুমমম করে ভাব নিয়ে থাকে! তো কথিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমানবিক বোমা লিটল বয় হিরোশিমা/নাগাসিকাতে না ফেলে কিছু মানুষের মুখে ফেললোও তাদের মুখে ফুটতো না! কারণ কিছু কিছু মানুষের মুখে বোম মেরে আপনি হাসি ফুটাতে পারবেন না!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে এক স্যার ছিলেন! হাসলে ই পড়া ধরতো! তো এক ছেলে হোহো করে হাসছে তার কাছে এসে জিজ্ঞেস করলো, খুব তো হাসছিস্! তোর হাসি আমি ছুটাবো আজকে! বলতো দেখি, মানুষের শরীরে হাড় কয়টি? সে বললো, স্যার ২০৭ টি! স্যার কান মলে বললো, বাকী একটা কয় ফেলি? সে বললো, আপনি ই তো বললেন আমাদের সবার শরীরে বান্দরের হাড্ডি আছে! সেটা যোগ করে পেলাম!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.