নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এক ছেলে ভালো গিটার বাজায় বলে নিজের ঢোল পিটাতো তো মেয়ে সেটা বুঝতে পেরে তাকে উচিত শিক্ষা দিবে বলে স্থির করলো!
.
বড়লোকের মেয়ে একটি পার্টি এরেঞ্জ করে সে ছেলেকে দাওয়াত দিলো!
.
যথারীতি ছেলেটি আসলো এবং মেয়ে মাইক্রোফোনে সবার উদ্দেশ্যে বললো, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট গিটার বাদক পাতলা খান! সে এখন আপনাদের গিটার বাজিয়ে শুনাবে!
.
তো পাতলা খান পড়ছে মহা ঢোলের চিপায়!
.
সে তবুও স্টেজের দিকে এগিয়ে গেলো! গিটারের ফিতা গলায় ঝুলিয়ে গিটার বাজানোর চেষ্টা করিয়া বুঝিলো ইহা প্রকৃত গিটার না! সে তখন সবার উদ্দেশ্যে মাইক নিয়ে বললো, আসলে গিটার বাজানোর পাশাপাশি আমি একজন ভালো রম্যকার! জীবনে আজ প্রথম গিটার বাজাতে গিয়ে লক্ষ্য করলাম গিটারের মূল তার গিটারের তলায় চাপা পড়েছে!
.
মূল কথা নিজের ঢোল ততটুকু বাজানো উচিত যতটুকু রেজাল্টের পর প্রমাণ করে দেখানো সম্ভব!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে এক বন্ধু ছিলো সে পরীক্ষা দিয়ে বের হয়ে বলতো তার MCQ ৫০ এর মধ্যে ৪৮ টা হয়েছে সে শিওর কিন্তু রেজাল্ট দিলে দেখা যেতো ১৮+ হয়েছে এমন !
.
আরেকজন ছিলো পরীক্ষা দিয়ে বের হয়ে বলতো, বন্ধু আমিতো শেষ ! ফেইল ফেইল পুরাই ফেইল ! কিন্তু রেজাল্টের পর সে দেখলাম সর্বোচ্চ মার্কস পেয়েছে !
.
আরেকজন ছিলো এমন, যদি বলতো ৭৯ পাবো তাইলে দেখা যেতো বরাবর এটাই পেতো !
.
জগতের নিয়ম অদ্ভুত কিম্ভূতকিমাকার যার ফাঁকাবাজি করার কথা সে চুপ থাকে যার ফাঁকাবাজি করার যোগ্যতা নেই সে ফাঁকা বুলি গুলি করে বারংবার
.
নেতার চেয়ে ক্ষেতার ভাব বেশী !
.
আমারে চিনোস আমি কে ? অমুক সমুক তমুকের ভাতিজা !
.
পাল্টা যদি বলি অমুক তুমক সমুককে চিনলাম কিন্তু আপনাকে তো চিনলাম না ! এই অপমান সে রাখবে কোথায় একবারও ভাবে না !
২৮ শে মে, ২০১৭ রাত ১০:২০
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে পড়ার জন্য!
২| ২৮ শে মে, ২০১৭ রাত ১০:২৭
বেনামি মানুষ বলেছেন: আমারে চিনোস আমি কে ? অমুক সমুক তমুকের ভাতিজা !
.
পাল্টা যদি বলি অমুক তুমক সমুককে চিনলাম কিন্তু আপনাকে তো চিনলাম না ! এই অপমান সে রাখবে কোথায় একবারও ভাবে না!
হাঃ হাঃ হাঃ
২৮ শে মে, ২০১৭ রাত ১০:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: সেটাই মূল কথা!
৩| ২৮ শে মে, ২০১৭ রাত ১০:২৯
শরীফুর রায়হান বলেছেন: আত্মপরিচয় সবচেয়ে বড় পরিচয়, দারুণ লিখেছেন
২৮ শে মে, ২০১৭ রাত ১০:৪৭
আবদুর রব শরীফ বলেছেন: আত্মকর্মসংস্থান এবং আত্মপরিচয়ের উপর কোন পরিচয় নেই!
৪| ২৮ শে মে, ২০১৭ রাত ১০:৩৯
lostsinner বলেছেন: ব্যক্তিত্যহীনতায়,সামাজিক পরিচয়হীনতায় ভোগা এ ধরনের মানুষ সবসময় একটা ক্রায়সিসের মধ্য দিয়ে যায়,নিজেকে জনসম্মুকে জাহির করার এক নেশায় মত্ত থাকে,পয়সার একটা পিঠ দেখে অভ্যস্ত এ সকল মানুষ যেমন সাময়িক প্রশংসায় হতবিহ্বল হয়ে যায় তেমনি যোগত্যা প্রমাণের সুযোগ টাও সহজেই অন্যের হাতে সপে দেয় কিন্তু অাদৌ সে তার অ্যাবিলিটি সম্পর্কে ভেবে দেখে না, জানে না, লাস্টলি ধরা পরে যায়,নিরাশ হয়,ভিন্ন ঘটনার মধ্য দিয়ে চারিত্রিক পুনরাবৃত্তি ঘটায়, স্ট্যাবিলিটি বলতে এদের মধ্যে সত্যি বলে কিছু নেই।
২৮ শে মে, ২০১৭ রাত ১০:৪৮
আবদুর রব শরীফ বলেছেন: অনেক সুন্দর করে স্বল্প কথায় বুঝিয়ে বলেছেন! সেটাই!
৫| ২৮ শে মে, ২০১৭ রাত ১১:২৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভাই কিছু মানুষ পয়সা দিয়ে কুকুর পালে,যারা পালে তাদের যত না বেশি দেমাগ।পোষা কুত্তাদের তার চাইতে বেশি দেমাগ। আত্মপরিচয় কি তারা সেটা জানেই না,তাই তারা তাদের মনিবের নাম বিক্রি করেই খায়।
সবচাইতে,দুঃখের বিষয় তারাই আজ এলাকার সর্দার।তারাই এলাকা চালাচ্ছে।তাদের সামনে তাদের আত্মপরিচয় জিগ্যেস করার মত সাহস দিনদিন লোপ পাচ্ছে।
২৯ শে মে, ২০১৭ রাত ১২:০২
আবদুর রব শরীফ বলেছেন: খুব সুন্দর কমেন্ট!
৬| ২৯ শে মে, ২০১৭ সকাল ১০:৪১
রক বেনন বলেছেন: ডেগচির চেয়ে ঢাকনা গরম বেশি!!
২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৯
আবদুর রব শরীফ বলেছেন: হাহাহাহা দা এক চেয়ে চেনি
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৭ রাত ১০:১৮
মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Sir Absolutely right good post