নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বায়জিদ ক্যান্টনমেন্ট সুপার মার্কেটে বসে কোকাকোলা খাচ্ছিলাম কারণ কোকাকোলার এমন একটি ফর্মুলা আছে যা পৃথিবীর দুইটা মানুষ ছাড়া আর কেউ জানে না!
.
ঐ দুইজন মানুষকে আবার একই বিমানে ছড়তে দেওয়া হয় না কারণ যদি বিমান দূর্ঘটনায় তাদের মৃত্যু হয় তাহলে কোম্পানির কি হবে!
.
কিছু কিছু মানুষের মাথার মূল্য এমনি হয়!
.
প্রসেনজিৎ চ্যাটার্জির অটোগ্রাফ মুভির একটি জনপ্রিয় ডায়লগ আছে, আই এম প্রসেনজিৎ চ্যাটার্জি! আই এম এ ইন্ডাস্ট্রি!
.
সিলেট বিভাগের মৌলভিবাজার জেলার বিখ্যাত চায়ের কারিগর রমেশ বলছিলেন, 'অামার চায়ের সাতটা রং পরিস্কার বুঝা যায়, অন্য জায়গায় বুঝা যায় না। সেটা চাইলে অাপনিও দেখতে পারেন!' কেনো বুঝা যায় তার উত্তর রমেশের মাথা! যা টপ সিক্রেট! হি ইজ এ ইন্ডাস্ট্রি!
.
জীবনে প্রতিষ্ঠানের কর্মচারি কর্মকর্তা হয়ে লাভ নেই সফলতা হলো নিজে ই একটি ইন্ডাস্ট্রি হয়ে যাওয়া!
.
যেমন হতে পেরেছিলেন সাহিত্যে রবি নজরুলসহ আরো অনেকে তেমনি সবক্ষেত্রে স্মরণীয় বরণীয় ব্যক্তিবর্গরা!
.
কিন্তু কিভাবে নিজেকে একটি প্রতিষ্ঠান বানানো যায় তার কোন সহজ পথ নেই! নো শর্টকার্ট!
.
এই প্রসঙ্গে ইউএসসি কিক স্কুল অব মেডিসিন এবং ভিটারবি স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর ড. ডেভিড আগাস বলেছিলেন, কোনো কাজে সফলতা আনার চেষ্টা করে দেখলেন, যতো সহজ মনে হয়েছিল ততো সহজ নয়। এই সময়টাতে মাথা ঠাণ্ডা রাখুন এবং কাজ করতে থাকুন। বাকি কাজ আপনা-আপনি হয়ে যাবে।
.
ইয়েস! আমি বিশ্বাস করি আবদুর রব শরীফ নামের ছেলেটি একদিন সত্যিকার লেখক হয়ে যাবে যদি সে জনপ্রিয়তার আশা ছেড়ে শুধু লিখে যেতে পারে! শুধু আমি না কোন প্রত্যাশা ছাড়া যে কেউ কাজ করতে থাকলে একদিন সে আপনা আপনি ঐ কাজে সফল হয়ে যেতে বাধ্য!
.
কখনো যদি চিন্তা করি আমি নিজে একটি পুকুর কাটবো তাহলে তা সম্ভব না কিন্তু আমি যদি প্রতিদিন কোদাল চালাতে থাকি অনেক বছর পর সেটা নিজের অজান্তে পুকুর হয়ে যাবে!
.
বঙ্গবন্ধু বলেছিলেন, আমি প্রধানমন্ত্রীত্ব চাই না আমি শুধু এই দেশের মানুষের মুক্তি চাই! যা তাকে সর্বকালের সেরা বাঙ্গালী বানিয়ে দিয়েছিলো!
২৬ শে মে, ২০১৭ বিকাল ৩:০১
আবদুর রব শরীফ বলেছেন: চমৎকার বলেছেন!
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৭ দুপুর ২:৩৭
lostsinner বলেছেন: প্রতিযোগিতামূলক বাজারে নিজের ভিত শক্ত করতে হলে নিরলস পরিশ্রমের কোন বিকল্প নেই।শর্টকাট ওয়েতে,ধার করা ট্রিক্সে সাময়িক সফলতা আসলেও উদ্ভাবনী ক্ষমতা না থাকলে যেকোনো মুহূর্তে বাজারদর নেমে যেতে পারে।