নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

দুই নেত্রীর উদ্দেশ্যে খোলা রম্য!

২৫ শে মে, ২০১৭ রাত ৯:১৪

আমি ছোট বেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকার কারণে একটা বিষয় লক্ষ্য করে আসছি!
.
খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন একই বাসের গায়ে লেখা ছিলো, মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ উপহার!
.
আবার শেখ হাসিনা ক্ষমতায় আসলে সেটা বুজে তার উপর লেখা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার!
.
এভাবে চলতে থাকে রঙ্গ!
.
তো এক লোক দুই বিয়া করেছে! তার অর্ধেক চুল কালো আর বাকী অর্ধেক সাদা এমন!
.
ক্ষমতায় এলে ও সরি কাছে আসলে নতুন বউ তার স্বামীকে কম বয়সী যেনো লাগে সেই ভাবনায় একটি একটি করে তার সাদা চুলগুলো উঠানো শুরু করতো!
.
পুরান বউ চাইতো তার স্বামীকে যেনো একটু বয়স্ক লাগুক! যাতে লোকে টিটকারি করে বলতে পারে, হালা বুড়া বয়সে কচি মেয়ে বিয়ে করেছে!
.
তো সে সুযোগ পেলে তার মাথা থেকে কালো চুল উঠানো শুরু করতো!
.
কিছুদিন পর দেখা গেলো বেচারার মাথায় একটি চুল ও নেই!
.
কিন্তু একদিন জৈনক লোক তার বাসায় বেড়াতে গেলো! তারা খেতে বসলো এমন সময় আগন্তুক জিজ্ঞেস করলো, দাদা কি আরেকটা বিয়ে করছেন? একটু জানালেনও না!
.
দাদা লজ্জায় লাল হয়ে গেছে! কিন্তু আমি যে বিয়ে করেছি আপনি কেমনে জানলেন?
.
তারপর সে বললো, গত বার যখন খেতে বসেছিলাম তারকারিতে সাদা চুল পেয়েছি এবার কিন্তু কালো চুল পেলাম! সুতরাং অনুমান করা খুব স্বাভাবিক!
.
কিন্তু হিংসা বিবেদ ভুলে এই সাদা এবং কালো একসাথে করলে একটি সহজ সুন্দর সাবলীল মার্জিত সাদা কালো জীবন পাবে জনগন!
.
যেমন করে লাল, নীল, সবুজ রংয়ের মিশ্রণে তৈরী হয় সাদা রং আর লাল সবুজের মিশ্রণে তৈরী হয় কালো রং! একটি পতাকা! সব মিলিয়ে রঙ্গিন বাংলাদেশ!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


টপ রম্য হয়েছে; ওখানে ২ নারীর মাঝখানে ১ জন স্বামী ছিলেন, উহার চুল উঠায়ে তরকারীতে দিয়েছে; বাংলাদেশের বেলায় ১৭ কোটীর চুল তুলছে দুইজন, সেগুলোদিয়ে নাহিদের জন্য পরচুলা বানানো হচ্ছে!

২৫ শে মে, ২০১৭ রাত ৯:৩৯

আবদুর রব শরীফ বলেছেন: কি লাভ হিংসা বিবেদ করে? তাতে তো আরো শত্রুতা বাড়ছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.