নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বাংলাদেশে যখন কয়েক হাজার কোটি টাকা হলমার্ক নিয়ে গিয়েছিলো তখন অর্থমন্ত্রী বলেছিলেন, কয়েক হাজার কোটি টাকা কোন টাকা ই না!
.
যথেষ্ট কারণও আছে বলার!
.
ইয়া বিশাল মোটা এক ভদ্রলোককে চিকনা লিকলিকে এক ভদ্রমশাই একবার জিজ্ঞেস করেছিলেন, ভাই আপনার নাম কি? সে উত্তর দিলো, কুদ্দুস আলী কাইল! কিন্তু আপনার নাম তো জানা হলো না? স্বাস্থ্যবান ব্যক্তির নাম কাইল হওয়ায় আক্কাস আলী বললো, আমার নাম আক্কাস আলী নাই!
.
একটা দেশে অর্থমন্ত্রী লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে যার কাজ কারবার সে এমন নাবোধক উত্তর দিতেই পারে!
.
সমস্যা আমাদের! আমাদের টাকা নাই আর আমরা অনেক কিছুই জানি না! কিন্তু জনগন এমন ভাব দেখায় যে সে সবজান্তা শিক্ষক!
.
তো এক ছাত্র তার বাবাকে এসে বলছে, বাবা বাবা আমি আর স্কুলে যাবো না! বাবা বললো, কেনো? ছাত্র বললো, স্যার কিছুই জানে না! তাই প্রতিদিন আমার কাছ থেকে পড়া জিজ্ঞেস করে!
.
মূখ্য মন্ত্রী নিয়ে একটি কৌতুক আছে! কৌতুকটি বানিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদে অনু্ষ্ঠিতব্য একটি সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার জন্য!
.
রাজ্যের রাজা এক লোককে ডেকে বললো, তুমি কি তলোয়ার চলাতে পারো? সে বললো না! দৌড়াতে পারো? না! কোন কাজ করতে পারো? না! নাচতে পারো? না! তুমি তো দেখি গন্ড মূর্খ! তাহলে কি আর করার আজ থেকে তুমি রাজ্যের মূখ্যমন্ত্রী!
.
সুতরাং উপরোক্ত মশকারি অনুযায়ী অর্থ সম্বন্ধে যার কোন জ্ঞান থাকে না তাকে অর্থমন্ত্রী বলা হয়!
.
আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেবকে নিয়ে অনেক কৌতুক প্রচলিত আছে, তিনি নাকি কখনো লিফট ব্যবহার করেন না! কারণ সচিবালয়ের লিফটে লেখা আছে, মাল পরিবহন নিষেধ!
.
প্রশ্ন আসতে পারে তাহলে উনি কিভাবে বাজেট পেশ করেন? সেটা উনি প্রেসিডেন্ট বুশ থেকে শিখেছেন, কারণ বুশ একবার বলেছিলেন, এতে অনেকগুলো সংখ্যা দেখা যাচ্ছে সুতরাং এটা নিশ্চিত এটা বাজেট!
.
পবলেম হলো ১০০০ কোটি টাকায় মাত্র চারটা সংখ্যা তার মধ্যে তিনটাই জিরো! সুতরাং প্রমাণিত হলো, এটা কোন টাকাই না!
২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম!
২| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:১৪
মোস্তফা সোহেল বলেছেন: মাল আবার কি একটু ক্লিয়ার করে বলবেন। আমি তো অন্য কিছু বুঝছি । থাক সে কথা এখন সামু গরম।
রম্য ভাল লেগেছে।
২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৭
আবদুর রব শরীফ বলেছেন: মাল মানে জিনিস পত্র!
৩| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:২২
বনসাই বলেছেন: লেখক বলেছেন: মাল মানে জিনিস পত্র!
২৫ শে মে, ২০১৭ রাত ৮:০৬
আবদুর রব শরীফ বলেছেন: একদম যেমন থালা বাসন তৈজসপত্র!
৪| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৪০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: লজিক সহ রম্য।ভালোই দিলেন।গরমে শান্তি।
২৫ শে মে, ২০১৭ রাত ৮:০৬
আবদুর রব শরীফ বলেছেন: গরমে রম্য পড়বেন আর আরাম পাবেন!
৫| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:২২
দেলোয়ার সুমন বলেছেন: ব্যাপক বিনোদন
২৫ শে মে, ২০১৭ রাত ১১:১০
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম!
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভারি মজা তো!
ধন্যবাদ নিন।