নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ব্যাক স্ট্রিট বয়েজ

২৪ শে মে, ২০১৭ রাত ১১:৪৫

আমেরিকার বিখ্যাত ব্যান্ড ব্যাক স্ট্রিট বয়েজের সেরা গান i want it that way তে কিছু প্রিয় লাইন আছে, 'আমরা দুই পৃথিবী দূরত্বে আছি! তোমার হৃদয়ে আমি পোঁছতে পারছি না! যখন তুমি বলো আমি তোমাকে এই ভাবে(উপায়ে) চাই!'
.
তাদের আরেকটি বিখ্যাত গান as long as u lv me তে কিছু হৃদয় কাড়া লাইন আছে, 'আমি লুকিয়ে রাখতে চেষ্টা করি তাই ব্যাপারগুলো কেউ জানে না কিন্তু অনুমান করি এটা দেখা যায়! যখন তুমি আমার চোখে চোখে তাকাও!'
.
সেরা দশে থাকা আরো একটি বিখ্যাত গান Quit playing games with my heart এ কিছু লাইন আছে, 'আমি জানি আমি অনেক খারাপ তার চেয়ে বরং তুমি ভালো সুতরাং আমার হৃদয় নিয়ে খেলা বন্ধ করো!'
.
তার অন্যতম জনপ্রিয় গান incomplete এর দুই এক লাইন না বললে লেখাটি অসম্পূর্ণ থেকে যাবে, 'আমি জেগে থাকি কিন্তু তবুও আমার অর্ধেক পৃথিবী ঘুমিয়ে থাকে সুতরাং তুমি ছাড়া আমার পুরো পৃথিবী অসম্পূর্ণ!'
.
তার All I Have To Give গানটি আমার মতো শরীফ গরীবের জন্য, 'আমার মনোমুগ্ধকর একটি গাড়ি নেই তবুও তোমাকে পাওয়ার জন্য আমি হাজার মাইল হাঁটি!'
.
আজ তোমার জন্মদিন ছিলো! যে ছেলেটি আগামী জন্মদিনে তোমাকে একটি গাড়ি গিফট করবে বলে তোমাকে লুটে নিচ্ছে রোজ তাকে বলে দিও, All i have to give u! আমি তোমার জন্য সব দিতে পারি!
.
a minor street remote from a main road কে ব্যাক স্ট্রিট বলে! যেটাকে বাংলায় চিপা গলি বলি! যেখান দিয়ে গাড়ি ঢুকে না! আসো রিক্সার হুট তুলে ব্যাক স্ট্রিট বালকের সাথে অলিতে গলিতে ঘুরি! এ এক অন্যরকম জীবন! বড্ড সাদাকালো!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ ভোর ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


"আজ তোমার জন্মদিন ছিলো! যে ছেলেটি আগামী জন্মদিনে তোমাকে একটি গাড়ি গিফট করবে বলে তোমাকে লুটে নিচ্ছে রোজ তাকে বলে দিও, All i have to give u! আমি তোমার জন্য সব দিতে পারি! "

-ইয়াক!

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:০৭

আবদুর রব শরীফ বলেছেন: হাহাহাহাহ

২| ২৫ শে মে, ২০১৭ সকাল ৯:০০

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ছোটকালের প্রিয় ব্যান্ড।

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:০৭

আবদুর রব শরীফ বলেছেন: বড় কালের প্রিয় ব্যান্ড কোনটি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.