নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
জগত বিখ্যাত আমার প্রিয় লেখক ডেল কার্নেগী বলেছিলেন, 'আমিও চাইতাম বিখ্যাত ব্যক্তিদের
মতো সফল হতে; এর জন্য আমি অনেক
পরিশ্রমও করেছি কিন্তু
আমি কোনভাবেই সফল
হইনি,অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম-
অন্যের মতো নয়- বরং আমি হবো আমার
মতো।'
.
সুশান্ত পল বিসিএসে প্রথম হয়েছিলেন আমিও পারবো সেটার পিছনে দৌড়ালে আপনি সফল না ও হতে পারেন!
.
সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন আজ থেকে কেডিএস এক্সেসোরিজের চাকরিটি ছেড়ে দিয়ে আমিও গাধার মতো ক্রিকেট খেলা শুরু করবো সেটাও হাস্যকর!
.
শাহরুখ কিং খান হয়েছে বলে আমিও অভিনয় শিল্পী হিসেবে আজ থেকে নাম লেখাবো এবং রাত দিন পরিশ্রম করে যাবো তা ও হয়তো আমাকে শাহরুখ খানের মতো বানাতে পারবে না!
.
তথ্য প্রযুক্তি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক ২৬ বছর বয়সে এমপি এবং ৩৩ বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন বলে আমিও সাতাশ বছরে এসে আজ থেকে রাজনীতি শুরু করলে মন্ত্রী হয়ে যাবো তা ভাবাও অযৌক্তিক!
.
বিল গেটস তিনটি সাবজেক্টে ফেইল করেছিলো আর তার বন্ধু সব সাবজেক্টে পাশ করেও তার প্রতিষ্ঠানে চাকরি করে বলে আমিও ফেল্টুস হিসেবে সফল হয়ে যাবো তাও কিন্তু নয়!
.
চায়ের দোকানে কাজ করা ছেলেটিও নজরুল হবে না! গাছ তলায় বসে কবিতা লেখা ছেলেটিও রবী ঠাকুর হতে পারবে না!
.
তুমি যুক্তি সহকারে ভালো বলতে পারো যা আশে পাশের মানুষকে মুগ্ধ করে তুমি বরং রাত দিন খেটে দেশ সেরা বিতার্কিক হও! এডভোকেসি করো!
.
তুমি হয়তোবা ‘চালস ডিকেন্স’
বা শেক্সপিয়ার হতে পারবে না।কিন্তু
তুমি তোমার সময়কালের সেরা একজন অন্যকিছু হতে পারো যা চাইলে উপরোক্ত সফল ব্যক্তিরাও পারবে না!
২৪ শে মে, ২০১৭ রাত ১১:৫৯
আবদুর রব শরীফ বলেছেন: হয়ে যাবে আবিষ্কার!
২| ২৪ শে মে, ২০১৭ রাত ৯:৪৫
চাঁদগাজী বলেছেন:
সুশান্ত পাল চুরিতেও প্রথম হবেন।
২৫ শে মে, ২০১৭ সকাল ১১:০৮
আবদুর রব শরীফ বলেছেন: এই কোয়ালিটি ই তো এখন বেশী দরকার!
৩| ২৪ শে মে, ২০১৭ রাত ৯:৪৬
আমি চির-দুরন্ত বলেছেন: দুঃখিত। টাইপো।
আমি আমার মতই হতে চাই। আমি আবিস্কার করতে চাই মানুষের চরিত্র বদলানোর মেশিন। তারপর প্রথমেই সেই মেশিনে ঢোকাবো রাজনিতিবিদ ও নিতি নির্দ্গারকদের। আর সবার শেশে ঢুকব আমি। আশা করি তার মধ্যেই আমার কাজ হয়ে যাবে :`<
২৫ শে মে, ২০১৭ সকাল ১১:০৯
আবদুর রব শরীফ বলেছেন: সেটাও আবিষ্কার হয়ে যাবে অদূর ভবিষ্যতে!
৪| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:৪১
গেম চেঞ্জার বলেছেন: লাইফ ইজ ফ্যাক্ট, মোটিভেশন লিভস ইন পেজেস!
২৫ শে মে, ২০১৭ সকাল ১১:১০
আবদুর রব শরীফ বলেছেন: লাইফ ইজ ফ্যাক্ট, মোটিভেশন লিভস ইন পেজেস!
৫| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:০১
রাজীব নুর বলেছেন: ত্রিশ বছর পার করে দিলাম। কিছুই হতে পারলাম না। অবশ্য খেয়ে পড়ে যে বেঁচে আছি- এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার।
২৫ শে মে, ২০১৭ সকাল ১১:১০
আবদুর রব শরীফ বলেছেন: ব্লগিং তো করছেন!
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৭ রাত ৯:৪৫
আমি চির-দুরন্ত বলেছেন: আমি আমার মতই হতে চাই। আমিস্কার করতে চাই মানুষের চরিত্র বদলানোর মেশিন। তারপর প্রথমেই সেই মেশিনে ঢোকাবো রাজনিতিবিদ ও নিতি নির্দ্গারকদের। আর সবার শেশে ঢুকব আমি। আশা করি তার মধ্যেই আমার কাজ হয়ে যাবে