নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ পাশের বাসার ভাবী

১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫৬

পৃথিবীতে পাশে বাসার আন্টিরা তোমার বাবা মায়ের চেয়ে তোমার বেশী খবর রাখবে!
.
বিশেষ করে দোষ ত্রুটি পরীক্ষার রেজাল্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে!
.
এটাকে নেগেটিভ হিসেবে না নিয়ে পজেটিভ হিসেবে নেওয়া ভালো! কারণ এমনও হতে পারে তারা তোমাকে শুধরিয়ে দিয়ে দিনশেষে তার সুন্দরী মেয়েটি তোমার সাথে বিয়ে দিবে!
.
একবার জৈনক পাতলা খান পাশের বাসার ভাবীর সাথে খোশগল্প করছিলেন! তো ভাবী হঠাৎ করে পাতলা খানকে বললেন, টি শার্ট খুলে ফেলতে! পাতলা খান আজ মনে হয় চান্স আছে ভেবে আনন্দে গদগদ করতে করতে টি শার্ট খুললেন! এমন সময় ভাবী তারা দুই ছেলেকে ডেকে এনে বললেন, তোমরা যদি আমার কথামতো খাওয়া দাওয়া না করো বড় হয়ে এভাবে পাতলা খানের মতো হয়ে যাবে!
.
তো দুই ভাবী গল্প করছে! হঠাৎ একজন চনাচুর মুখ দিয়ে বললো, জানেন ভাবী আপনার ভাইয়া যে চনাচুর আনে সেগুলো মুখেও দেওয়া যায় না! তার পছন্দ এতো ক্ষেত! অথচ আপনি যে চনাচুরগুলো কিনেছেন সেগুলোর টেস্ট ই আলাদা! কোথায় থেকে কিনেছেন? ভাবী উত্তর দিলো, আরে বইল্লেন না আর! স্টার জলসার সিরিয়াল দেখতে দেখতে ভুলেই গেছিলাম চুলোয় নুডলস দিয়েছি! পরে দেখলাম তা পানি শুকিয়ে চনাচুর হয়ে গেছে ভাবী!
.
কিছু কিছু বাংলা সিনেমার আছে সেগুলো পরিবার না নিয়ে পাশের বাসার ভাবীকে নিয়ে দেখা বেশী নিরাপদ!
.
তেমনি কিছু কিছু ভাবী আছে যাদের ত্যাগ করা দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বেশী নিরাপদঃ
.
যেমন,
.
সমস্যাঃ তুমি মাত্র দশ হাজার টাকা দিয়ে ঈদের শাড়িটা কিনছো আর পাশের বাসার ভাবী কিনেছে এক লক্ষ টাকা দিয়ে! আমি তাকে মুখ দেখাবো কি করে?

সমাধানঃ এমন ভাবীকে মুখ দেখানো বন্ধ করুন!
.
সমস্যাঃ মা তুমি যে গোল্ডেন এ+ পাওনি আমি এখন পাশের বাসার ভাবীকে কিভাবে মুখ দেখাবো?

সমাধানঃ মুখ দেখানো বন্ধ করুন!
.
সমস্যাঃ পাশের বাসার ভাবীকে দেখলাম পাক্কা তিন ভরী দিয়ে বানিয়েছে আর তুমি আমাকে বিয়ের পর এক ভরী দিয়েও একটা লকেট বানিয়ে দিতে পারোনি! আমি তার সামনে মুখ দেখাবো কেমনে?

সমাধানঃ মুখ দেখানো বন্ধ করুন!
.
স্রেপ দাম্পত্য সুখের স্বার্থে যদি জীবনে কারো কারো মুখ দেখা বন্ধ করতে হয় তাহলে তা করুন! দেখবেন বেশ সুখী হবেন! মনে রাখবেন, হারামে আরাম নাই!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি অনেকদিন ধরেই পাশের বাসার ভাবী নিয়ে বিরক্ত ছিলাম। কারণ তিনি সবসময় তেনার জামাই কত ভালো কত কী করে এসব বলে আমার বউর মাথা খারাপ করত। পরে আমার বাসা বদল হওয়াতে বেঁচে গিয়েছি।

১৯ শে মে, ২০১৭ রাত ১০:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: আসলেই পেইনফুল বিষয়গুলো!

২| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:৩৬

আমি চির-দুরন্ত বলেছেন: :|| :|| :||

১৯ শে মে, ২০১৭ রাত ১০:৫৬

আবদুর রব শরীফ বলেছেন: #P

৩| ২০ শে মে, ২০১৭ রাত ১২:২৬

রুমি৯৯ বলেছেন: পাশের বাসার ভাবি আমাকে আগে আংকেল বলত।যখন দেখলেন আমি তার স্বামির চেয়ে ছোট তখন থেকে ভাইয়া ডাকেন।

২০ শে মে, ২০১৭ সকাল ১১:৫০

আবদুর রব শরীফ বলেছেন: চরম জোকস!

৪| ২০ শে মে, ২০১৭ রাত ১২:৩৭

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: পাশের বাসার ভাবীকে কাউন্টার করার জন্য আছে কলিগ আক্কাস সাহেব। যখনই বউ বলবে ভাবী জামাইয়ের কাছ থেকে এটাসেটা পেয়েছে, আপনার কলিগ আক্কাস সাহেব শ্বশুরবাড়ি থেকে কি পেয়েছে তার লিস্ট হাজির করবেন।

২০ শে মে, ২০১৭ সকাল ১১:৫১

আবদুর রব শরীফ বলেছেন: হাহাহাহা চরম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.