নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

শিশুদের জন্য হ্যাঁ জয়যুক্ত হয়েছে!

১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩১



চট্টগ্রাম অক্সিজেন থেকে ষোল শহর দুই নং গেইট টেম্পু ভাড়া সাত টাকা!
.
দুই নং গেইট চলে এসেছে! মেয়েটি ঘুম থেকে উঠছে না! আমরা সবাই একটি করে খোঁচা দিয়ে লাভ হচ্ছে না! মেয়েটি গভীর ঘুমে মগ্ন!
.
ছোট ছেলেটি ভিক্ষার বাক্স থেকে সাত টাকা ভাড়া দিলো! আমরা যেনো মেয়েটিকে না খোঁচা দিতে পারে সে জন্য এক হাত দিয়ে বোনকে আগলিয়ে রাখলো!
.
জগতে ছোট একটি এমন ভাই থাকলে একটি বাচ্চা মেয়ে কতটুক নিরাপদে ঘুমাতে পারে ছবিটি তার জলজ্যান্ত স্বাক্ষী!
.
জন্মের পর থেকে ছেলে মেয়েগুলো এক নির্মম পরিস্থিতির স্বীকার! এমন হাজারো ছেলে মেয়ে! তাদের যে টেম্পুতে উঠিয়েছে সে ও তাদের ইমিডিয়েট বড় ভাইয়ের মতো! পাঁচ ছয় বছরের ছেলে! টেম্পু হেলপার!
.
ওরা কি জানে? দেশ চালানোর জন্য সরকার আছে! মৌলিক অধিকার বলে একটি কথা আছে! শিশুদের জন্য হ্যাঁ বলুন বলে রোজ বিটিভিতে ক্যাম্পেইন হয়!
.
আজকের শিশু! পৃথিবীর আলোয় এসেছে! আমরা তার তরে একটি সাজানো বাগান চাই বলে রোজ শিল্পী গলা ফাটায়!
.
এনসিটিএফ, শিশুদের জন্য আমরা, ঠিকান, শিশুদের জন্য সুন্দর পৃথিবী, ছোট্ট মনুদের জন্য ভালবাসা, বাংলাদেশ শিশু একাডেমী, সেভ, জাতিসংঘের সংগঠনসহ হাজারো সংগঠন আছে এই দেশে তাদের কথা বাদ দিলাম ওদের নিয়ে সরকার এনজিওর ভূমিকা উদ্যোগ কতটুটু সফল তা এই একটি ছবি প্রশ্নবিদ্ধ করে দেয়!
.
এপ্রিলের আগে সারাদেশে গত তিন মাসে ১৪৫ টি শিশু ধর্ষিত হয়েছে যা গত বছরের চেয়ে ৫১ শতাংশ বেশি বলে জানিয়েছিলেন শিশুদের জন্য ফাউন্ডেশন নামের একটি সংগঠন!
.
এই মেয়েটি যে একটু পর ধর্ষিত হবে না সে গ্যারান্টি কে দিবে? এমন লক্ষ লক্ষ ছেলে মেয়ের দায়িত্ব কার নেওয়া উচিত!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:

"ওরা কি জানে? দেশ চালানোর জন্য সরকার আছে! মৌলিক অধিকার বলে একটি কথা আছে! শিশুদের জন্য হ্যাঁ বলুন বলে রোজ বিটিভিতে ক্যাম্পেইন হয়! "

টিভিতে লাথি মারেন, শিল্পির মুখ পঁচা ডিম ছুঁড়ে দেন।

১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

আবদুর রব শরীফ বলেছেন: কি আর করার ভাই! তা ই ছুঁড়ে মারলাম!

২| ১৯ শে মে, ২০১৭ রাত ৮:০৮

সত্যের ছায়া বলেছেন:

এদেশে এনজিও বলেন আর শিশ অধিকার রক্ষায় সরকারী/বেসরকারী সংগঠন বলেন, তারা সবাই রাজনৈতিক নেতাদের মত টেন্ডার বাজিতে ব্যস্ত। কবে বিদেশ থেকে শিশুদের জন্য সাহায্য আসবে আর সেখান থেকে কবে সময় ভাগ বসাবে, এই অপেক্ষায় থাকে।

১৯ শে মে, ২০১৭ রাত ৮:৩২

আবদুর রব শরীফ বলেছেন: ভাবছি কি করে এসব প্রতিষ্ঠান!

৩| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:০৩

খরতাপ বলেছেন: এ দেশ শিশুদের বসবাসের উপযোগী হবে যদি বিবাহিত দম্পতিরা বাচ্চা কাচ্চা উৎপাদন করা বন্ধ করে দেয়। সরকারের উচিত চীনের মত এক সন্তান নীতি বাস্তবায়নে উদ্যোগী হওয়া। তাহলে শিশুর খাদ্য, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা - কোন কিছুতেই সরকারের কোন অসুবিধা দেখা দেবেনা।

১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫৪

আবদুর রব শরীফ বলেছেন: লালন পালন না করতে পারলে জন্ম দিয়ে লাভ কি! সেটাই!

৪| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:২৮

মাহিরাহি বলেছেন: খরতাপ আপনার কি চমতকার দুটি শিশুর প্রতি ভালো করে তাকিয়ে দেখেছেন।

এরা আছেই বলে পৃথিবীটা এখনও আলোময়।

না হয় আমাদের পৃথিবীটা আরো অন্ধকারময় হত।

আশেপাশের এতসব আবর্জনা আর জন্জালের মধ্যেও কোথাও কোন শিশুর দিকে চোখ পড়লে মনটা কিছুটা হলেও উৎফুল্ল হয়ে উঠে।

পৃথিবীতে মানুষ এখন সম্পদ বলে পরিগণিত হয়।

বাংলাদেশের উন্নতিতে অগণিত মানুষের শ্রমই এখন মুল চালিকা শক্তি।

১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: কি মায়াবী চাহুনি!

৫| ১৯ শে মে, ২০১৭ রাত ৯:৪৭

শাহিন-৯৯ বলেছেন: আমাদের দেশের সব দায়িত্বশীলরা শুধু মিডিয়ার সম্মুখে আসলে দরদ উত্তলিয়ে পড়, বাকি সময় গান্জা টেনে কাটায়।

১৯ শে মে, ২০১৭ রাত ৯:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: মনে হচ্ছে তো তাই!

৬| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:০৩

খরতাপ বলেছেন: @মাহিরাহি, ঐ চোখগুলোর দিকে তাকালে আপনার ভালো লাগে, কিন্তু আমি সুখ পাইনা। প্রতিনিয়ত কি বিভীষিকার সাথে লড়াই করে এরা বেঁচে আছে, আমি জানি। আমি চাই প্রতিটি শিশু সর্বদা মুখে হাসি ধরে রেখে বেড়ে উঠুক। এজন্যে শিশুর সংখ্যা যদি কমেও যায়, তাতে আমি খুশি। আমি একশো বাচ্চার মায়াবি কালো চেহারা দেখে উৎফুল্ল হতে পারিনা, কিন্তু দুটি শিশুর উজ্জ্বল চেহারা আমাকে বেঁচে থাকার প্রেরণা দেয়।

১৯ শে মে, ২০১৭ রাত ১০:১৫

আবদুর রব শরীফ বলেছেন: ঠিক একদম ঠিক!

৭| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যত অবৈধ টাকা লুটপাট হয় সেগুলো দিয়ে অনায়াসে এসব ছিন্নমূল পথশিশুেদের লালন পালন করা যায়...

১৯ শে মে, ২০১৭ রাত ১০:৫৪

আবদুর রব শরীফ বলেছেন: একদম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.