নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কিছু বাধ্য সন্তান আছে আবদুর রব শরীফের মতো যারা গুরুদের ইঞ্চি ইঞ্চি কথা মেনে চলে!
.
তো একবার শপিং মলে আগুন লেগেছে! জরুরী এনাউন্স হচ্ছে তাই আপনারা দ্রুতো শপিং মল ত্যাগ করুন, না বলে এনাউন্সার সংক্ষেপে বলছে, আপনারা দ্রুত মল ত্যাগ করুন! দ্রুত মল ত্যাগ করুন!
.
এরপর দেখা গেলো বাথরুমের সামনে বিশাল লাইন!
.
সার্কাসে অগ্নিকান্ডের সময় ঐ হাতিটা কেনো বাঁচতে পারেনি জানেন? সে ইঞ্চি ইঞ্চি নিয়ম ফলো করতো! এক পর্যায়ে সে ঐ নিয়ম থেকে বের হয়ে বৃত্তের বাহিরে যেতে পারেনি! নিয়ম তার ইচ্ছে শক্তিকে নষ্ট করে দিয়েছিলো! তারপর সে আগুনে পুড়ে মারা গেলো!
.
অথবা কড়াইয়ের সেই বেঙ টা কেনো মরে গিয়েছিলো জানেন? সে যখন তাপ অনুভব করলো তখন লাফ না দিয়ে তার শরীরের তাপমাত্রা বাড়িয়েছিলো! সঠিক সময় সঠিক সিন্ধান্ত নেওয়ার তার সাহস ছিলো না! সে তার অবস্থানকে শ্রেষ্ঠ মনে করেছিলো! কিন্তু যখন তাপ আরো বড়লো তখন সে লাফ দিয়ে ও কড়াই পাড় হতে পারেনি ততক্ষণে তার শক্তি শেষ হয়ে গিয়েছিলো!
.
অথবা ছোট বেলায় চিলের পিছন দৌড়ানো মানুষগুলোর শ্রম পন্ডুশ্রম হয়েছিলো কেনো জানেন? কারণ তারা হুজুগে দৌড়াচ্ছিলো একটু বুদ্ধি খাটিয়ে কানে হাত দিলে বুঝতে পারতো কান কানের জায়গায় আছে!
.
পৃথিবীতে অনেক হাজারো কঠিন সমস্যা একটু কমন সেন্স খাটালেই সমাধান করা সম্ভব!
.
এটাকে বলে কেডিএস এক্সেসোরিজের প্রিয় কলিগ রিয়াজ ভাইয়ের ভাষায়, থিংক আউট অব বক্স!
.
মাঝে মাঝে নিয়মের মারে বাপ বলে বক্সের বাহিরে গিয়ে চিন্তা করতে হয়! জীবনের জন্য নিয়ম! নিয়মের জন্য জীবন নয়!
.
লোকটি মিনারেল ওয়াটার ছাড়া খায়না! একদিন খুব অসুস্থ হয়ে কাজের লোকের কাছে চটপট করতে করতে পানি চাইলো! কলসিতে পানি ছিলো! কিন্তু সাহেব আবার মিনারেল বোতল ছাড়া খায় না এটা ভেবে পছন্ড গুরু ভক্তির কারণে সে দৌড়ে তিন মাইল দূরে দোকানে পানি কিনতে গেলো এসে দেখে গুরু আর নেই!
.
পৃথিবীর সবচেয়ে বড় সমাধান হলো পরিস্থিতি! সে বলে দিবে কখন কি করতে হবে! আমাদের জাস্ট একটু কমন সেন্স খাটাতে হবে! এই আর কি!
.
কোনটা ধর্ষণ! কোনটা বর্ষণ! এটাও বুঝতে একটু সেন্স ই যথেষ্ট! কোথায় গেলে ধর্ষিত হওয়ার সম্ভবনা বেশী তা বুঝতে ও.......!
১৯ শে মে, ২০১৭ রাত ৮:০০
আবদুর রব শরীফ বলেছেন: একদম
২| ১৯ শে মে, ২০১৭ রাত ১০:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বোঝার অনেক কিছু আছে...এক দিনে অনেক পোস্ট হয়ে যাচ্ছে...
১৯ শে মে, ২০১৭ রাত ১০:৫৭
আবদুর রব শরীফ বলেছেন: শুক্রবার কাজ কর্ম নাই তাই
৩| ২০ শে মে, ২০১৭ রাত ১২:১০
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।
২০ শে মে, ২০১৭ সকাল ১১:৫২
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম!
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
"
আপনারা দ্রুত মল ত্যাগ করুন! দ্রুত মল ত্যাগ করুন!
এরপর দেখা গেলো বাথরুমের সামনে বিশাল লাইন! "
-লেখায় রস যোগ হচ্ছে?
.