নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন সিইপিজেড মোড়ে রোজ দেখা হয় মেয়েটির সাথে!
.
কখনো বিড়বিড় করে আনমনে কি যেনো বলে! কখনো রোমান্টিক কোন গান গুনগুন করে গাইতে থাকে!
.
এই তো সেদিন দেখলাম বকুল ফুলের মালা গেঁথে চলছে!
.
তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার লাগিয়া গাঁথোরে সখি বকুল ফুলের মালা
নিশি রাতে কুঞ্জবনে আসবে কি শ্যাম কালা?
.
সে কোন উত্তর না দিয়ে ফ্যালফ্যাল করিয়া চাহিয়া আছে! ভাবলাম বলবে, আবদুর রব শরীফ তোমার জন্য!
.
কিছুদিন আগে দেখলাম গোলাপ ফুলের মালা গাঁথছে!
.
ও বন্ধু লাল গোলাপী... বলে এট্টু মশকরা করে বললাম, কার জন্য? কিছু বলছে না ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে!
.
আজ দেখলাম বকুল/গোলাপ কোন ফুল না পেয়ে সফট ড্রিংকসের বোতলের ছিপি কেটে কেটে মালা তৈরী করছে! সোজা কথা হলো তার মালা গাঁথা লাগবেই!
.
হয়তো রোজ বিকেলে মালা গেঁথে কারো প্রতীক্ষায় থাকতো সে কিন্তু সেই প্রতীক্ষার অবসান না হওয়ায় অপেক্ষায় অপেক্ষায় সে মানসিক ভারসাম্য হারিয়েছে!
.
তবুও রোজ করে সে মালা গেঁথে যায়! যাচ্ছে! যাবে! কারণ প্রকৃত ভালবাসা কখনো মরে না! শুধু মাঝে মাঝে কেড়ে নিয়ে যায় জীবনের সুখ দুঃখ অনুভূতিগুলো!
১৬ ই মে, ২০১৭ রাত ৮:০৮
আবদুর রব শরীফ বলেছেন: হ ভাও
২| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:১৬
আমি চির-দুরন্ত বলেছেন: ভাবলাম বলবে, আবদুর রব শরীফ তোমার জন্য! এটুকু বললে আমরা আবেগাপ্লুত হইতাম। কিন্তু হইল না। কারন চবি আপনার উপর রাগ করেছে। তার জন্য আপনি বঞ্চিত হইলেন
১৬ ই মে, ২০১৭ রাত ৯:১৭
আবদুর রব শরীফ বলেছেন: হাহা মজা পেলুম!
৩| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:১৭
সত্যের ছায়া বলেছেন: মুখে কারো নাম বলেনা? সোনার ছেলেদের দেখলে আচরণের কোন পরিবর্তন হয়কি?
১৬ ই মে, ২০১৭ রাত ৯:১৮
আবদুর রব শরীফ বলেছেন: সোনার ছেলে কারা?
৪| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:২৩
ধ্রুবক আলো বলেছেন: কারণ প্রকৃত ভালবাসা কখনো মরে না! শুধু মাঝে মাঝে কেড়ে নিয়ে যায় জীবনের সুখ দুঃখ অনুভূতিগুলো!
বাস্তব কথা,
পোস্ট লাগলো
১৬ ই মে, ২০১৭ রাত ৯:১৮
আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম!
৫| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:২৪
ধ্রুবক আলো বলেছেন: পোস্ট ভালো লাগলো
১৬ ই মে, ২০১৭ রাত ৯:১৯
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ জানবেন দাদা!
৬| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:৩১
চাঁদগাজী বলেছেন:
তাকে কোনভাবে সাহায্য করা যায় কিনা, সেটা নিয়ে ভাবেন!
১৬ ই মে, ২০১৭ রাত ৯:২০
আবদুর রব শরীফ বলেছেন: সেটাই ভাবছি!
৭| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:৩২
আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ ,
খুঁটে খুঁটে জীবনের এক একটি কথকতা দিয়ে যে আপনিও নিত্য কথার মালা গেঁথে চলেছেন , সে খেয়াল আছে ?
কাহিনী বিন্যাসে যতো রসের মালা্-ই গাঁথুন না কেন , গহীন গোপনে তার মর্মকথা খুব টাচি ।
১৬ ই মে, ২০১৭ রাত ৯:২১
আবদুর রব শরীফ বলেছেন: কই আর পারলুম দাদা!
৮| ১৭ ই মে, ২০১৭ সকাল ৮:০৬
জগতারন বলেছেন:
আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ ,
খুঁটে খুঁটে জীবনের এক একটি কথকতা দিয়ে যে আপনিও নিত্য কথার মালা গেঁথে চলেছেন , সে খেয়াল আছে ?
কাহিনী বিন্যাসে যতো রসের মালা্-ই গাঁথুন না কেন , গহীন গোপনে তার মর্মকথা খুব টাচি ।
সহমত জ্ঞাপন করছি।
আর এখানেই ব্লগার আবদুর রব শরীফ
সার্থক ব্লগার হিসেবে ও লেখক হিসেবে।
-এবং আমার অভিন্দন রহিল।
এমনই সহনুভূতিশীল ও আবেদনময়ী লিখা আরো চাই।
১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
আবদুর রব শরীফ বলেছেন: আমি কখন ব্লগার! কখন লেখক! ট্যাগ খেলাম! আমি তো লিখিনা শুধু কিছু বাস্তবতা তুলে ধরি!
৯| ১৭ ই মে, ২০১৭ বিকাল ৪:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বেদনাময় পোষ্ট , সাথে ভালোবাসায় মুগ্ধতা। ভালো লাগলো ভাই।
প্রকৃত ভালোবাসা কখনো মরে না শুকতারা হয়ে জীবন আকাশে জেগে থাকে।
১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
আবদুর রব শরীফ বলেছেন: লাইফ ইজ জাস্ট ফুল অব ইনজয়!
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
আবু মুছা আল আজাদ বলেছেন: " প্রকৃত ভালবাসা কখনো মরে না! " বাস্তব কথা । একমত
তবে মেয়িটি কি আসলেই ভারসাম্যহীন?