নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পিছনের গল্প!

১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:১৬

মাঝে মাঝে ছবি তোলার পর খেয়াল করি নিজেকে ফইন্নী ফইন্নী লাগে! তাডা়তাড়ি কোন মেয়ে তো দূরের কথা নিজের চোখে আবার সেই ছবি দেখতে হবে বলে ডিলিট করে দিই!
.
মাঝে মাঝে ছবি তোলার পর খেয়াল করি নিজেকে রাজপুত্র মনে হচ্ছে! মিঃ আবদুর রব শরীফের সাথে মিঃ সাল্লু, মিঃ খান সব ফেইল!
.
সেই ক্যামেরা! সেই আমি! সেই শার্ট! সব ঠিকি আছে! তবুও কেনো যে পার্থক্য হয়ে যায় তোমার মতো করে তা মাথায় ই আসেনা!
.
জীবনটাও এমন! আজ মনে হয় পৃথিবীতে আমার বেঁচে থাকা খুব বেশী প্রয়োজন! কাল মনে হবে দূর শালার! জীবনটা ই তেজপাতা হয়ে গেছে! খালি পেইন আর পেইন!
.
সেই মুহুর্তটি তে বসে আমরা ভুল করে ফেলি! ভাবি! মনে হয় জীবনে আর কোন সুন্দর ছবি উঠবে না! আই এম কোয়াইট!
.
আমার দ্বারা কিচ্ছু হবে না! কিচ্ছু হবে না! আমি ফুরিয়ে গেছি! বুড়িয়ে গেছি!
.
সফলতার পিছনের গল্পগুলো এমনি হয়! বড়ই নির্মম! বেদনাময়!
.
অর্থহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সুমন যখন চোয়ালের হাড়ে মারাত্মক সমস্যায় জর্জরিত হয়েছিলেন তখন জনপ্রিয় ব্যান্ডটি অর্থহীন হয়ে পড়েছিলো ২০০৫ সালে এবং ব্যান্ড দল ভেঙ্গে দেওয়ার পরিকল্পনা করেছিলো টিমের অন্যান্যরা!
.
তারপর তিনি হঠাৎ সুস্থ হয়ে 'মেঘের দেশ' এলবামটি উপহার দিয়ে দেশ মাতিয়েছিলেন!
.
অর্থহীনের সুমন নিয়ে বেশ কিছুদিন ধরে আমি স্টাডি করা শুরু করেছি কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আটটার বাসে অফিসে আসার সময় অর্থহীনের এক ভক্ত অর্থহীন নিয়ে কথা বলতে গিয়ে আবেগাফ্লুত হয়ে যায় বারবার!
.
একজন ভক্তের চোখে মুখে এতো ভালবাসা দেখে আমিও অর্থহীনকে ভালবেসে ফেলেছি!
.
এই সেই শিল্পী যার শরীরে ২০১৭ সালে গত দুই মাসে ৯ বার অস্ত্রোপাচার করা হয়েছে!
.
বার বার গানে ফিরে আসা এই সেই শিল্পী যার শরীর থেকে সতেরটি টিউমার অপসারণ করা হয়েছিলো!
.
যার মেরুদন্ডে তিনটি ধাতব পাত বসানো আছে!
.
দফায় দফায় মুড়ি খাওয়ার মতো যার দেহে চলে অপারেশন!
.
ক্যান্সারের সাথে যেন তার আজন্ম সংগ্রাম!
.
তবুও শত প্রতিকূলতা ডিঙ্গিয়ে যে শিল্পী বলে, আবার দেখা হবে বন্ধু! এই দেখা শেষ দেখা নয়! তার দেখাতো ভক্তদের হৃদয়ের নিংড়ানো ভালবাসার অশ্রুজলে থাকবে তা কি আর বলে দিতে হয়! ভালো থেকো বস!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৬

শূন্যনীড় বলেছেন: ভালো বলেছেন ভাই। ভালো লাগলো কথাগুলো।

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম!

২| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শরীফ ভাইয়ের যতো পোষ্ট পড়ছি মুগ্ধ হচ্ছি। আপনার কথা বলার ধরণে সবসময় আকর্ষণ বাড়ায় শেষ পর্যন্ত পড়তে।


ভালো বলেছেন। শুভেচ্ছা রইল
শুভকামনা সবসময়।

১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

আবদুর রব শরীফ বলেছেন: শরীফ ভাইয়ের ফেসবুক আইডি আছে Abdur Rob Sharif নামে ওখানে একটা ইনবক্স করে একটু পরিচয় হওয়ার সুযোগ দিবেন আশা করি :P

৩| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:২১

আমি চির-দুরন্ত বলেছেন: আপনার রম্য পরে মজা পাই। আজ একটু অন্যরকম পোস্ট , খুব ভাল লেগেছে। সত্যি বলতে আমিও অর্থহিন এর ফ্যান হয়ে গেলাম,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.