নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ বাড়িওয়ালা

১২ ই মে, ২০১৭ রাত ১০:৪৭

আমাদের সমাজের কনসেপ্টটা কেমন জানেন?
.
ছেলে মাশাল্লাহ পোল্ট্রি ফার্মে রাত দিন পরিশ্রম করে দারুণ সফল! এখন সে চাই আপনাগো সখিনারে বিয়ে করতে! আপনার মতামত জানতে চাই?
.
আমি আসলে শিক্ষিত ছেলে ছাড়া মেয়ে বিয়ে দিবো না!
.
আইচ্ছা ঠিক আছে! তবে আরো এক্কান ছেলে আছে! ছেলে মাশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে লিখে চরম হিট! নামের সাথে কামের মিল!
.
কিভাবে?
.
নাম আবদুর রব শরীফ মানে আল্লাহর ভদ্র বান্দা! কামেও তা ই! ভদ্র ছেলে ঘুষ টুস খায় না! দেয়ও না! চাকরিও পাই না!
.
রাখেন মিয়া আপনার ভদ্র ছেলে! বেকার ছেলের কাছে আমি মরে গেলেও মাইয়া বিয়ে দিমুনা! দরকার হলে মেয়েরে কাইট্টা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দিমু!
.
বুঝলেন মিয়া অলস মস্তিষ্ক শয়তানের কারখানা! কবিতা ছোট গল্প উপন্যাস ছড়া টড়া সব ঐ কারখানার উৎপন্ন সামগ্রী!
.
আইচ্ছা চৌধুরী সাহেব! আমিও ঘটক পাখি খান!
.
পাত্র আরো একটা আছে! এই লন তার ছবি! দেখছেন কেমন হিরো?
.
তো ঘটক সাহেব ছেলে কি করে?
.
ছেলে খায় দায় আর ঘুমায়...!
.
দেখেন ঘটক সাহেব মশকারি আর ফাইজলামি এক জিনিস না! আপনি আবার একটা বাদাইম্মা ছেলে সিলেক্ট করছেন!
.
ছেলে কিচ্ছু করে কি না আমি তা জিজ্ঞেস করছি!
.
আরে চৌধুরী সাহেব! থামেন! আমি খান ঘটক পাখি খান! বেকারকে আকার দিই!
.
রাখেন আপনার খান! চা খেয়ে তাড়াতাড়ি দূর হন! যতসব বেকার খান নিয়ে আসেন ঘটকালি করতে!
.
খান সাহেব, মুখ খুললেন! আসলে ছেলে কিছু করে না তা ঠিক! করবে বা ই কেনো! তার কি টাকা পয়সার অভাব আছে! সে তো বাড়িওয়ালা! মেয়ে বিয়ে দিবেন?
.
আরে ঘটক সাহেব কি যে বলেন! সেটা কি আর বলতে হয়! আপনি একটা দিন তারিখ ঠিক করে আমাকে জানান! আপনি আসলে এক্কান পাখি খান!

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৭ রাত ১০:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্প বেশ লাগল।

১২ ই মে, ২০১৭ রাত ১১:০৬

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ রেখে গেলুম!

২| ১২ ই মে, ২০১৭ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


থাকার যায়গা একটা মৌলিক অধিকার; বাড়ী থাকলে কয়েকটা বিয়ে করা উচিত।

১৩ ই মে, ২০১৭ রাত ৮:১৩

আবদুর রব শরীফ বলেছেন: এটা কিন্তু মন্দ বলেননি!

৩| ১২ ই মে, ২০১৭ রাত ১১:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
লাফিং গ্যাসের সাহায্য নিয়ে খানিক হাসার চেষ্টা করলুম..... মজা পেলুম =p~


আমি ব্যচেলার বিনদাশ লাইফে সুখ নাই আমার .....

১৩ ই মে, ২০১৭ রাত ৮:১৫

আবদুর রব শরীফ বলেছেন: হাসিতে নাকি গরীবের ক্যালরি ফুরিয়ে যায়!

৪| ১৩ ই মে, ২০১৭ রাত ৯:৫২

আমি চির-দুরন্ত বলেছেন: এরকমই চলে এখন। আমাদের পুরান ঢাকায় তো ৬০ ভাগ লোক বাড়ি ভাড়ার বিজনেস করে। আর কোনো কাম কাজ নাই। যারা কাম কাজ করে তারা পুরান ঢাকাতেই থাকে কম।

১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৩

আবদুর রব শরীফ বলেছেন: বেতনভুক্ত বেকার! :P

৫| ১৮ ই মে, ২০১৭ সকাল ৯:৩৭

নীল-দর্পণ বলেছেন: আপনার লেখনী বেশ সুস্বাদু ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.