নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ সুইসাইড

১২ ই মে, ২০১৭ রাত ৮:৫১

পৃথিবীর অনেক দেশে সুইসাইড করা অপরাধ! শাস্তিস্বরূপ দেওয়া হয় মৃত্যুদন্ড!
.
আবদুর রব শরীফ নামে এক ভদ্রলোক আত্মহত্যা করতে গিয়েছিলো তারপর ধরা খেলো! অপরাধের শাস্তিস্বরূপ তাকে মৃত্যুদন্ড দেওয়া হলো!
.
এই কেমন অবিচার মানবাধিকার সুস্পষ্ট লঙ্গন বলে সে কোর্টে চেচাতে লাগলো! আপিল করলো! উকিল নিয়োগ হলো!
.
ফেসবুক ব্লগ পেইজে ইভেন্ট টিভেন্ট করলো! মানি না! মানবো না বলে স্লোগান!
.
শুরু হলো অর্ডার অর্ডার অর্ডার
.
টেবিলের মাতুলটা নিয়ে ইচ্ছে করছে আইনের মাথা ফাটায়!
.
মাননীয় স্পিকার ও সরি এখানে হবে মাননীয় আদালত আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ! সে জীবনে মানুষ খুন তো দূরের কথা কোন মেয়েকেও চোখ টিপ মারে নাইকা তা ও দূরের কথা ফেসবুকে কখনো ভুলেও পোক(poke) মারেনি কাউকে!
.
তার শুধু একটি বদঅভ্যেস ছিলো সে ম্যাক্সিমাম গল্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লিখতো! এটা নিশ্চয়ই এন্টি চঃবিঃ গ্রুপের ষড়যন্ত্র! আমার মক্কেল শুধু শান্তিমতো মরতে চেয়েছিলো কিন্তু তাকে ধরে এনে মৃত্যুদন্ড দেওয়ার কোন এখতিয়ার বিজ্ঞ আদালতের নেই!
.
মাননীয় আদালত আমি বাঁচতে চাই! আমি বাঁচতে চাই বলে বিলাপ শুরু করলো বেচারা!
.
মাননীয় আদালত প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলো! আপনি না মরতে চেয়েছিলেন? কিন্তু এতো কষ্ট করে নিজে নিজে মরার কি দরকার! জনগনের জন্যই তো রাষ্ট্র! তার শান্তির জন্য আইন! তাই আপনাকে আমরা এতো কষ্ট করে মরতে দিতে পারিনা! আমাদেরও কিছু জনগনের প্রতি দায়িত্ব আছে নাকি?
.
সুতরাং আপনি শুধু দাঁড়িয়ে থাকবেন বাকী দায়িত্বটা আমাদের!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৭ রাত ৯:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর রম্য গল্প সাজিয়েছেন ভাই। গল্পটা বিচ্ছু তে দেওয়া উচিৎ। যেহেতু রম্যটা বাস্তবতা নিয়েই লিখেছেন। রাষ্ট্র মানুৃষের জন্যই, মানুষের সুখ শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য, মানুষকে মারার কোন অধিকার রাষ্ট্রের নেই, সেটা হবে অমানবিক, চরম অন্যায়।

শুভেচ্ছা রইল ভাই।

১২ ই মে, ২০১৭ রাত ৯:৫৯

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.