নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বিখ্যাত দার্শনিক প্লেটো বলেছিলেন, বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে!
.
তাদের মধ্যে একতা হলো প্রতিবন্ধকতা! একজনের হাত নেই আরেকজনের মুখ স্বাভাবিক অবস্থায় নেই!
.
ছেলেটি বন্ধুকে খাওয়ার জন্য হোটেলে নিয়ে এসেছে! বন্ধু খাচ্ছে সে বিল দেওয়ার জন্য টাকা গুনছে!
.
বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল! সে হাতের বাহু দিয়ে বন্ধুর গ্লাসে পানি ঢেলে দিলো! খাওয়ার পর নিজে টিস্যু আগ বাড়িয়ে দিলো!
.
যতক্ষণ না তার বন্ধু খেয়ে উঠলো ততক্ষণ সে বসেছিলো! আমাদের মতো তাদের মধ্যে অনেক কিছু নেই কিন্তু বন্ধুত্বের খাটি মন আছে!
.
হেড ফোনে ফুল ভলিউমে দেখা হবে বন্ধু কারণে অকারণে ছেড়ে ভাব ধরলেই বন্ধু হওয়া যায় না রে ভাই!
.
সিইপিজেড মোড়ে বিসমিল্লাহ রেস্টুরেন্টে ওদের সাথে আমিও ছিলাম! এক বন্ধু আরেক বন্ধুকে বললো, দোস্ত ক্যামেরার দিকে তাকা! ভাই আমাগো ছবি তুলছে!
.
আমি ছবি তুলছি না! আমি বন্ধুত্বের অদ্ভুত একটি বন্ধন ক্যামেরাবন্দী করছি! তা চিরকাল স্মৃতি বন্দী করে রাখবো বলে!
.
অর্থনীতি পড়ার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান ঝুপড়িতে কিছু টোকাইয়ের সাথে আমার বন্ধুত্ব ছিলো!
.
একদিন একটা টোকাইকে ধরে কোন এক কারণে শাটল ট্রেনে এমন মাইর দিয়েছে যে হাত এবং পা'য়ের কিছু অংশ ছিঁড়ে গেছে! তারা ওখান থেকে এসে ঝুপড়ির এক কোণে বসে ছিলো! রুবেলের দোকানে আমি তখন চা খাচ্ছিলাম!
.
একজন আরেকজনকে বলছে, দোস্ত তোরে কি বেশী মারছে! বেশী ব্যাথা করতেছে! পা একটু সোজা করে রাখ! আরাম পাবি! এমন ভাবে সে কথাগুলো বলছিলো শুধু ওদের মনে হয় গর্ব করে বলা সাজে, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল!
.
তারপর না দোস্ত! তোর দৌড়টা কিন্তু সেইই হয়েছে বলে দুইজন হাসতে হাসতে হেলে দুলে পড়ছে!
.
বন্ধু জীবন ক্রান্তিকালে এভাবে মুখে হাসি ফুটিয়ে বেঁচে থাকিস চিরকাল!
.
জ্যাক দেলিল বলেছিলেন, ভাগ্য নির্ধারণ করে দেয় কে তোমার আত্মীয় হবে আর তুমি নিজে নির্ধারণ করো কে তোমার বন্ধু হবে! সুতরাং কোন সম্পর্ক বেশী মূল্যবান সে তর্কে আমি যাবো না শুধু উইড্রো উইলসনের সাথে সুর মিলিয়ে বলবো, বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা পুরো পৃথিবীকে একত্র করতে পারবে!
.
উইলিয়াম শেক্সপিয়র ঠিক ই বলেছিলেন, 'কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না!'
.
এরিস্টটল বলেছিলেন, 'দু'টি দেহে একটি আত্মার অবস্থানই হলো বন্ধুত্ব!
.
এমারসন বলেছিলেন প্রকৃতির সেরা সৃষ্টি বন্ধু!
.
সক্রেটিস বলেছিলেন গাছের মতো বন্ধুত্বকে পরিচর্চা করতে! আইনস্টাইনতো বলে ই দিয়েছিলেন পৃথিবীর সেরা তিনটি সুন্দর জিনিসের একটি হলো বন্ধুত্ব!
.
আবদুর রব শরীফ কি যেনো বলেছিলেন এই প্রসঙ্গে ভুলি গেছি! বললেও কেউ বিশ্বাস করবে না! বিশ্বাস ই বন্ধুত্ব!
১১ ই মে, ২০১৭ রাত ১০:০২
আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৭ রাত ৮:৩৬
কাল্পনিক হিমু বলেছেন: বিশ্বাস ই বন্ধুত্ব! এর পর আর কোন কথা থাকে না