নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

এমন ক্লান্তিহীন কাজকে ফ্যাশন বলে!

০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:১০

বিখ্যাত Forrest Gump ছবিতে একটি ডায়লগ আছে, 'জীবনটা হলো একবক্স চকলেটের মতো, তুমি জানো না তুমি কোনটা পাবে!'
.
আমার বাবা একজন সরকারী চাকরিজীবী! আমার পকেট খরচ চালাতাম আমি টিউশনি করে! বাবা তার সীমাবদ্ধ বেতন দিয়ে সংসার খুব সুন্দর চালাতেন কিন্তু মাস শেষে দুই চার পাঁচ হাজার টাকা ঋণ থাকতো!
.
সুতরাং বসে বসে বাবার টাকা নষ্ট করে একটার পর একটা চাকরির পরীক্ষা দেওয়া আমি মেনে নিতে পারিনি! আমি তাই শুধু জীবনে একটি পরীক্ষা দিয়েছি তা হলো ৩৫তম বিসিএস!
.
এটা দিয়ে বুঝে গেছি ওটা আমার জন্য না! আমাকে অন্য পথ দেখতে হবে! আমি খুঁজতে লাগলাম আমার আশে পাশে ভালো পোস্টে কারা চাকরি করে! লিস্ট ধরে ধরে তাদের ফোন করতে লাগলাম! তিন চারটা চাকরি পেয়ে গেলাম শুধু ফেসবুক থেকেই নক করে! অবশেষে কেডিএস এক্সেসোরিজ হেড অফিসে জয়েন করলাম!
.
আমার স্যার দুই বছর ধরে ভাইভা নিয়ে লোক পছন্দ করতে পারেনি! একপাশে সিভির স্তুপ! আমি স্যারকে বুঝালাম চাকরিটা আমার কতবেশী দরকার! আমি পারবো!
.
সেই পোস্টে আট বছরের অভিজ্ঞতাসম্পন্ন আমার এক ভাই পরীক্ষা দিয়ে রিজেক্ট হয়েছিলো!
.
স্যার একটা কথা বলেছিলেন, সাম পিপল আর ওভার স্মার্ট! সাম পিপল আর নন স্মার্ট! আই জাস্ট নিড স্মার্ট!
.
আমি বিশ্বাস করি সিম্পলি স্মার্টভাবে নিজেকে উপস্থাপনা করতে পারলে অন্তত যে কোন পরিবেশ পরিস্থিতি থেকে সমানে এগোনো যায়!
.
এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় পত্রিকা ছিলো 'আমার ক্যাম্পাস!' পত্রিকাটি হাতে পাওয়ার পর আমার মনে হলো ক্যাম্পাসে হিরো হতে হলে এই পত্রিকায় আমাকে কাজ করতে হবে!
.
আমি সম্পাদকের নাম্বার নিয়ে তাকে ফোন করে বললাম আমার একটি স্বপ্ন আছে! আপনার পত্রিকায় আমার একটি লেখা নিজ চোখে দেখবো! এরপর যোগাযোগ করে দশ ঘন্টা আমি ওনার রুমে গিয়ে বসেছিলাম! উনি আমাকে দেখে বললো, এটা কিভাবে সম্ভব এতোক্ষণ অপেক্ষা করা? তারপর উনি নিজেই আমাকে সাংবাদিকতা শিখালেন পনের দিনের মতো! তারপর করে দিলেন সহ সম্পাদক!
.
পরের সংখ্যায় ম্যাক্সিমাম আমার লেখা!
.
এক সময় আমি শত শত খাম কিনতাম! আড়াই টাকা করে! আট দশটা পত্রিকার চিঠি কলাম বিভাগের সংগৃহীত ঠিকানা বরাবর সেগুলো কেউ না দেখে মতো ভোরে গিয়ে ডাকবক্সে ফেলে আসতাম!
.
তারপর হলে গিয়ে পত্রিকা রুমে গিয়ে প্রতিদিন আবিষ্কার করতাম কেউ আমার লেখা প্রকাশ করে না! আমি এতোটাই খারাপ লিখি!
.
তারও আগে আমি গল্প লিখে আমার যে বন্ধু তাকে গল্প পড়তে দিলে রাগ করবে না ওদের খুঁজে গল্পটি নিজে পড়ে শুনাতাম! ওরা হাসতো! তবুও আমার ভালো লাগতো অন্তত একজন বিরক্তসহকারে হলেও আমার লেখা পড়েছে!
.
কেউ আমার লেখা পড়েছে এরচেয়ে সুখকর বিষয় আমার কাছে কিছু নেই! এভাবে একদিন আমি বুঝে গেলাম আমার একটা ভালবাসার জায়গা আছে যার জন্য আমি ছোট হতে পারি! হাত হাতজোড় করে নিবেদন করতে পারি!
.
মীরাক্কেলের ইয়াকুব রাসেল একবার আমাকে বলেছিলো ভাই, কি করবো বুঝছি না! একদিকে পরীক্ষা অন্যদিকে ভালবাসা! আমি কি করবো? আমি বলেছিলাম তুমি তোমার ভালবাসার কাজটি করা মনে হয় ভালো হবে! এরপর তাকে একদিন মীরাক্কেলে আবিষ্কার করলাম!
.
জীবনকে যদি চকলেটের বাক্স ধরি তাহলে আপনার জীবনে কোন ফ্লেভারের চকলেট পাবেন সেটা অনেকক্ষেত্রে নিয়তি ঠিক করে দেয়!
.
সোলাইমান সুখন সরকারি চাকরি ছেড়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্ত্বরে বসে বসে চা সিগারেট খাবে এই স্বপ্নে বিভোর হয়ে ভালবাসার টানে চাকরি ছেড়েছিলেন সেখানে তিনি খুঁজে পেয়েছিলেন আইবিএ নামক কিছু একটা আছে যা করলে স্বাধীন নিজের মতো জীবন যাপন করতে পারবে! আটমাস পর সে আইবিএ চান্স পেয়ে গেলো! তারপর ইয়ুটিয়ুব সেলেব্রেটি! এখন তাকে খুঁজছে পুরো বাংলাদেশ! তা ও মোটিবেশন দেওয়ার জন্য...!
.
একসময় পাগল উপাধি পাওয়া ছেলেটি আজ আয়মান সাদিক!
.
অথবা একজন সীমান্তের জন্ম হয় যে ফোর্থ ইয়ারে পড়া অবস্থায় ঐ বিশ্ববিদ্যালয়ে ফাস্ট ইয়ারের ছাত্রদের মোটিবেশনাল ক্লাশ নেয়! এমনকি বিসিএস পরীক্ষার্থী থেকে শুরু করে সরকারী বড় বড় আমলাদেরও...!

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৫:০৭

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Brilliant

০৭ ই মে, ২০১৭ রাত ১০:১১

আবদুর রব শরীফ বলেছেন: আরে তেমন কিছুনা!

২| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনি চেস্টা করেছেন, মনে হচ্ছে

৩| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


"এমন ক্লান্তিহীন কাজকে ফ্যাশন বলে! "

-শব্দটা কি "ফ্যাশন " হবে, নাকি "প্যাশন" হবে?

০৭ ই মে, ২০১৭ রাত ১০:১২

আবদুর রব শরীফ বলেছেন: হাহা জানি না ভাই তবে জানতে চাই

৪| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৮

কানিজ রিনা বলেছেন: খুব ভাল লিখেছেন উৎসাহ দেওয়া সবাই
পারেনা। সৎসাহশ পরিশ্রমে বিশ্বাস জীবনটা
অনেক দুর এগিয়ে নিতে পারে। ধন্যবাদ,

০৭ ই মে, ২০১৭ রাত ১০:১২

আবদুর রব শরীফ বলেছেন: একদম

৫| ০৭ ই মে, ২০১৭ রাত ১০:২৮

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।

০৭ ই মে, ২০১৭ রাত ১১:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: এক রাশ কৃতজ্ঞতা

৬| ০৭ ই মে, ২০১৭ রাত ১১:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেয়ের চক্করে না পড়লে জীবনে মোটামুটি সাফল্য পাওয়া যায়...

০৭ ই মে, ২০১৭ রাত ১১:৩৯

আবদুর রব শরীফ বলেছেন: হাহাহাহাহা মন্দ বলেন নি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.