নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
জগতে এমন কোন মেয়ে নাই যে বাধা দেয় নাই আবার এমন কোন ছেলেও নাই যে সেই বাধা জয় করে নাই!
.
বাধা অতিক্রম করতে যে পারেনা মেয়েদের ভাষায় তাকে কি বলে জানেন? বলে, গাধা!
.
আবদুর রব শরীফ ভাই বাধা নিয়ে আপনার এতো অভিজ্ঞতা কেমনে হলো এমন প্রশ্ন করবেন বলে মীরাক্কেলের আবু হেনা রনীকে ফোন দিলাম!
.
সে বললো, আমি তো এক সময় ক্যাডার আছিলাম! ঘটনা বহুত লম্বা সংক্ষেপে বলি এক মেয়ের পাশে শুইয়া গেছিলাম! মেয়েতো দুইজনের মাঝখানে একটা বালিশ দিয়ে দিলো! আমি ক্যাডার হতে পারি তবে লুজ ক্যারেক্টার না!
.
সকালে উঠে মেয়েরে কইলাম, কেমন ঘুম হলো! এমন একটা ক্যাডারের সাথে কাটানো এক রাত তোমার জীবনে দুর্ধর্ষ রাত হয়ে থাকবে!
.
মেয়ে বুক বাঁকিয়ে দীর্ঘশ্বাস হু ছাড়লো তারপর বললো, 'বাঁকা চাঁদ একা রাত পেয়ে যে একটা বালিশ টপকাতে পারলো না সে আবার ক্যাডার! বরং সে হাবাগোবা বিসিএস ক্যাডার!'
.
সুতরাং ভালবাসা হোক কিংবা সফলতা সব কিছুতে বাধা আসবেই!
.
ছোট বেলার আমাদের প্রিয় ছবি ছিলো দীপু নাম্বার টু! মূলতো বিখ্যাত একটি গানের জন্য! 'হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে! বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে!'
.
পুরো পৃথিবীতে আধিপত্য বিস্তার করা পত্রিকা ফোর্বস সফলতার বিষয়ে একটি গবেষণা প্রকাশ করেছিলেন যার বিষয়বস্তু ছিলো, 'আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না; ব্যর্থতার বাধা ডিঙ্গিয়ে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছে তা দিয়ে আমাকে বিচার করো!'
.
নতুন এক গবেষণায় জানা গেছে,বাধার কারণে সৃষ্ট ব্যর্থতা থেকে সর্বোত্তম শিক্ষা নেয় মস্তিষ্ক!
.
সুতরাং হকের পথে চলতে গেলে বাতিলের বাধা আসবেই!
.
দুনিয়ার সব সফল ব্যক্তিকে একসাথে করে যদি বলা হয় আপনারা কিভাবে সফল হয়েছেন! সবাই সমস্বরে একটি উত্তর দিবে তা হলো, 'অনেক বাধা বিপত্তি পেরিয়ে সফল হয়েছি!'
.
বাধা পেরিয়ে আপনি যা ই অর্জন করবেন সেটাই সফলতা! ধরে নিলাম, প্রতিপক্ষের বাধা নেই! রিয়াল মাদ্রিদের প্লেয়াররা যে যার মতো মাঠে অবস্থান করছে! কেউ হেডফোনে গান শুনছে! কেউ চিত হয়ে শুয়ে আছে! গোল রক্ষক মাঠের এক কোণে বসে বাঁশি বাজাচ্ছে! ডান্স করছে! আর অন্যদিকে এই সুযোগ নিয়ে বার্সা মিনিটে ষাটটি গোল দিয়ে যাচ্ছে! কেমন হব সেই খেলা? সেই জয়ে কি সফলতা আসবে?
.
সুতরাং বাধা আসলে উল্লাস করো! রাস্তায় দাঁড়িয়ে থাকা সিমেইলের মতো দুই হাতের আঙ্গুল স্পর্শ না করে হাতের তালুতে তালুতে তালি দিয়ে মজা করে বলো, এই এই বাধা আরেকটু কাছে আই না রে! তোকে আমার পছন্দ হয়ছে!
০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:২৬
আবদুর রব শরীফ বলেছেন: একদম খাসা কথা বলেছেন!
২| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৪৮
টারজান০০০০৭ বলেছেন: ভালো লাগলো। সফল মানুষরাই অন্যদের সফলতার উপদেশ দিতে পারে। বাণী সফলরাই দিয়ে থাকে। ব্যর্থদের কোনো কোনো বাণী থাকে না। তবে ভালো বলিয়াছেন। একটা সঙ্গে অন্তত পাওয়া গেলো। বাধা অতিক্রম করিতে পারিলে সফল, না করিতে পারিলে ব্যার্থ !
৩| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১১:৪৯
টারজান০০০০৭ বলেছেন: ভালো লাগলো। সফল মানুষরাই অন্যদের সফলতার উপদেশ দিতে পারে। বাণী সফলরাই দিয়ে থাকে। ব্যর্থদের কোনো বাণী থাকে না। তবে ভালো বলিয়াছেন। একটা সংজ্ঞা অন্তত পাওয়া গেলো। বাধা অতিক্রম করিতে পারিলে সফল, না করিতে পারিলে ব্যার্থ !
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৭ রাত ১০:৪৯
কানিজ রিনা বলেছেন: ব্যক্তিত্ববান মানুষ বিশ্বাস আর সততায় সব
বাধা অতিক্রম করে জয়ের শেষ প্রান্তে
পৌছায়।