নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
তোমার বাবা পুলিশ এবং চাচা বড় কাস্টমস অফিসার! তাদের সন্তান হয়ে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারলে!
.
মেয়েটি কৌতূহলের সাথে বললো, তাদের সাথে আমার তোমাকে ছেড়ে দেওয়ার কি সম্পর্ক?
.
ছেলেটি কৌতুক করে বললো, পুলিশ আর কাস্টমস কর্মকর্তা কাউকে একবার ধরলে আর ছাড়ে না!
.
যারা রম্য কৌতুক বলে লেখে শুনে তারা সব জায়গায় রম্য খোঁজে পাই!
.
আমাকে কিছুদিন আগে একজন বলে আবদুর রব শরীফ ভাই আপনার ঐ লেখাটা পড়ে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে!
.
আমি একটু কলার নেড়ে ভাব নিতে যাবো এমন সময় সে বলে, পেট ব্যাথার ঔষুধ কিনার টাকা নাইকা চাকরি বাকরি করেন কিছু টাকা ধার দেন!
.
জগতে পাঁচ দশ বিশ টাকা ধার দিলে আল্লাহর ওয়াস্তে দিতে হয়! সে টাকা আর ফিরে না সুতরাং তার চেয়ে ভালো সওয়াবের নিয়তে দিয়ে দিলে কিছু সওয়াব পাওয়া যায়!
.
মেয়েরা যেসব ছেলে বেশী হাসাতে পারে তাদের প্রেমে বেশী পড়ে! মেয়েরা আবার যেসব ছেলে বেশী কাঁদাতে পারে তাদেরও বেশী ভালবাসে! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি! নাইলে আবার বলবেন, এই প্রথম কোন লেখায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখা নেই!
.
অনেকে আমাকে জিজ্ঞেস করে প্রত্যেক লেখায় কোন না কোন ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেনো থাকে? আসলে এই শব্দটি খুঁজে পেয়েছেন মানে আপনি লেখাটি পড়েছেন! আমাকে বলেছেন মানে আমি জেনেছি লোকে এখনো আমার লেখা পড়ে!
.
লালন বলে জাতের কি দোষ! অথচ গানটা লালনের! কিছু কিছু ব্যাপার এমন!
.
যে জায়গায় বড় হয়েছি সে জায়গার ঋণ আছে! যে দেশে বড় হয়েছি সে দেশের কাছে ঋণী!
.
জানি গল্প লিখে ঋণ শোধ করা যায় না!
.
আই লাভ ইয়ু বলে বলেও প্রেমিকার ভালবাসার ঋণ শোধ করা যায় না! কিছু কিস টিজও করা লাগে!
.
শ্রম দুই প্রকার! মানসিক এবং শারিরীক শ্রম! আমরা যারা ফ্রি ল্যান্সিং রাইটার তারা মানসিক শ্রমিক! এই শ্রমের মূল্য একমাত্র আপনাদের ভালবাসা!
.
যে বন্ধুটি ঘন্টার পর ঘন্টা গল্প বলে আপনাকে মুগ্ধ করে রাখে চাইলে সে ঐ সময়টা অন্যকিছু করতে পারতো! তাকে আরেকটু বন্ধুত্ব বাড়িয়ে দিন!
.
যে মানুষটি আপনাকে হাসাতে হাসাতে মেরে ফেলে তাকে আরেকটু ভালবাসা দিয়ে মেরে পেলুন!
.
শারীরিক কোন অসুবিধা যেমন একজন ডাক্তার ঠিক করতে পারে তেমনি মানসিক অনেক অসুবিধা আড্ডার বন্ধু শিল্পী রম্য কথক কাউন্সিলর'রা হালকা করে দিতে পারে!
.
তাদের শ্রমকেও মূল্যায়ণ করতে শিখা দরকার আমাদের!
০১ লা মে, ২০১৭ বিকাল ৩:২৭
আবদুর রব শরীফ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ০১ লা মে, ২০১৭ দুপুর ২:২৯
অপ্সরা বলেছেন: ১. ০১ লা মে, ২০১৭ দুপুর ২:০৯ ১
হাফিজ রাহমান বলেছেন: ভাই ! আপনার শিরোনামের বক্তব্যটিকেই আমার নিকট কালের শ্রেষ্ঠ বাণী বলে মনে হয়। ধন্যবাদ। ভাল থাকুন।
আমারও
০১ লা মে, ২০১৭ বিকাল ৩:২৮
আবদুর রব শরীফ বলেছেন: আমারও তাই মনে হয়েছে
৩| ০১ লা মে, ২০১৭ বিকাল ৩:৫৬
জল্লু ঘোড়া বলেছেন: আপুনি এমন ভাবগম্ভীর লিখা লিখেন কেন তা আমার বুঝে আসে না। লেখার প্রতি আরো সিরিয়াস হউন।লোক হাসানো যদি আপোনার উদ্দেশ্য হয়ে থাকে তো তা সম্প্রসারিত করিয়া (কিংবা সংকুচিত করিয়া) কাঁদানোর দিকে ফিরাইয়া লউন। অনেক পাঠক পাইবেন। আর যদি ফেসবুকে দেন তো আপুনি সেলিব্রিটি।
(মানুষ বিনামূল্যে উপদেশ দিতে পছন্দ করে। আমিও দিলাম।
০২ রা মে, ২০১৭ বিকাল ৩:৪০
আবদুর রব শরীফ বলেছেন: ঠিক! মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৭ দুপুর ২:০৯
হাফিজ রাহমান বলেছেন: ভাই ! আপনার শিরোনামের বক্তব্যটিকেই আমার নিকট কালের শ্রেষ্ঠ বাণী বলে মনে হয়। ধন্যবাদ। ভাল থাকুন।