নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পেশা হলো মুচি কারণ সে উপার্জনের জন্য মানুষের পা ধরতে ও দ্বিধা করে না!
.
আমরা যে মুখে মুখে চিল্লাচিল্লি করে বলি কোন কাজ ই অসম্মানজনক নয় ঠিক সে মুহূর্তে কোন মুচি তা বাস্তবায়ন করে দেখায়!
.
পৃথিবীর সবচেয়ে অহংকারবিহীন মানুষটিও সেই মুচি! জুতোর ধূলো মোচতে মোচতে কখন যে তার অহংকারও ধূলোয় মিশে যায় সে নিজেও জানতে পারে না!
.
মাত্র কয়েক বছর আগে একজন মুচি থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েছিলেন লুইস ইনাসিও লুলা দা সিলভা!
.
সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যাকে বলা হয় সর্বকালের সেরা শাসকদের মধ্যে অন্যতম তার বাবা মুচি ছিলেন! তিনি মুচির ছেলে বলে গর্ববোধ করতেন!
.
ভারতের লোকসভাব হরিয়ানা রাজ্যের সংসদ আম্বালা আসনের বাবা এখনো মুচির কাজ করে! ছেলে বাবাকে এবং বাবা ছেলেকে নিয়ে গর্ব করেন!
.
আপনি হয়তো ভাবছেন আবদুর রব শরীফ ভাই এতোকিছু থাকতে মুচি নিয়ে লেখা শুরু করলেন! আসলে সত্যি কথা বলতে ওদের নিয়ে লেখার মতো যোগ্যতা আমার নেই!
.
শুনেছি আমাদের সমাজে নিচুজাত বলে তাদের বিবাহের কোন নথি বা রেজিষ্ট্রেশন হয় না!
.
আমাদের সন্দ্বীপে দেখেছি, এলাকায় নির্বাচন এলে প্রার্থী যাকে সামনে দেখে তাকে অকাতরে একশ পাঁচশ টাকার নোট বিলি করে! তো লঞ্চঘাট থেকে নামতে গিয়ে প্রার্থীর জুতোয় ময়লা লাগে! সে গেলো মুচির কাছে! মুচি সুন্দর করে পালিশ করে দিলো! পালিশ করার পর সে পাঁচশ টাকা বের করে দিয়ে বললো, চাচা মার্কাটা মনে রাখিয়েন! তো মুচি খুশিতে গদগদ হয়ে পুরো জুতো এক্সট্রা বোনাস হিসেবে সেলাই করে পুরনো জুতো বানিয়ে দিলো!
.
পাকিস্তানের একজন মুচি মুনাওয়ার শাকিল যার পাঁচটি বই পুরস্কৃত হয়েছে সে কি না বাপের পেশা ছাড়বে না বলে মনস্থির করেছে! তারা দুটো কাজ, কবিতা লেখা আর জুতো সেলাই করা!
.
৮৫ বছর বয়সী মুক্তিযোদ্ধা কাজী আব্দুল বারিকের কথা মনে আছে? যার ইচ্ছা ছিলো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নয় অন্তত কফিনের সাদা কাপড়ের উপর জড়ানো থাকবে একটি লাল সবুজের পতাকা! খুব আক্ষেপ করে বলেছিলেন, আমি মুক্তিযোদ্ধা নই, একজন মুচি!
.
আমরা গর্ব করে বলতে চাই, আপনি মুচি নন বরং দূর্নীতিগ্রস্থ মানুষদের গালে একটি চপেটাঘাত!
০১ লা মে, ২০১৭ সকাল ৯:৩২
আবদুর রব শরীফ বলেছেন: আজকের প্রসঙ্গ মুচি ছিলো শুধু তাই!
২| ০১ লা মে, ২০১৭ রাত ২:২৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃষকের কথা কিছু বলবেন না?
খালি পায়ে হাঁটা যায়। খালি পেটে হাঁটা যায় না।
০১ লা মে, ২০১৭ সকাল ৯:৩৩
আবদুর রব শরীফ বলেছেন: আমি শুধু আজ মুচি নিয়ে ভেবেছি কাল হয়তো কৃষক নিয়ে ভাববো!
৩| ০১ লা মে, ২০১৭ রাত ৩:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনাকে আজকাল জনতার কাতারে দেখছি
০১ লা মে, ২০১৭ সকাল ৯:৩৪
আবদুর রব শরীফ বলেছেন: চরম বিনোদিত হলাম কেউ একজন অধমকে লক্ষ্য করে দেখে!
৪| ০১ লা মে, ২০১৭ ভোর ৬:২৪
হাফিজ রাহমান বলেছেন: শরীফ ভাই ! চরম সত্য কথাগুলো বলে ফেললেন বেশ আয়েশী উপস্থাপনায়। বস্তুত দেশপ্রমের সারবক্তব্যটাই তুলে ধরলেন মুচি নামের দেশপ্রেমিক শ্রেণীকে উপজীব্য করে। আমরা অনেক কিছুই পারি কিন্তু দেশপ্রেমের পরাকাষ্ঠা প্রদর্শন করতে পারি না। আমরা হৃদয়টাকে নয় উদরটাকে বড় করে দেশকে ভালবাসি। আমরা গরিবের গলায় পা রেখে দেশপ্রেমের বক্তৃতা দেই। তাই একজন বাংলাদেশী মনীষী বেশ আক্ষেপ করে বলেছিলেন, আমার দুর্ভাগ্য যে এ মাটিতে আমি জন্মগ্রহণ করেছি !
০১ লা মে, ২০১৭ সকাল ৯:৩৫
আবদুর রব শরীফ বলেছেন: দেশপ্রেম বড্ড দীর্ঘশ্বাস! বড্ড হাহাকার!
৫| ০১ লা মে, ২০১৭ সকাল ৮:৪৭
মানবী বলেছেন: "শুনেছি আমাদের সমাজে নিচুজাত বলে তাদের বিবাহের কোন নথি বা রেজিষ্ট্রেশন হয় না!"
-ভয়ংকর তথ্য!!! বাংলাদেশের অনেক নেতি বাচক দিক আছে, আছে সামাজিক বৈষম্য তবে এতোটা নীচ বৈষম্যমূলক চর্চা আমাদের দেশে হয় তা মানতে কষ্ট হচ্ছে! আপনি নিশ্চিত এই তথ্য ১০০% সত্য?
এমন ঘটনা বর্ণবৈষম্যের আঁধারে ডুবে থাকা ভারতের জন্য স্বাভাবিক, আমাদের দেশে এমনটা হলে তা অবিলম্বে বুলিপ্ত কা জরুরী।
মুনাওয়ার শাকিলের ঘটনা পড়ে এক ভারতীয় ব্যবসায়ির কথা মনে হলো। পেশায় দর্জি, এখন কোটি কোটিপতি। বিশ্বের সবচেয়ে দামী গাড়ি সংগ্রহ করা তার শখ, এই সখ থেকেও তার আয় আসে কারণ সেসব গাড়ি সে ভাড়া দেয়। অঢেল অর্থের মালিক বিত্তশালী এই ব্যক্তি নিজের পেশা ছাড়তে নারাজ, তাই আজও অর্থের বিনিময়ে মানুষের পোষাক সেলাই করে।।।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
০১ লা মে, ২০১৭ সকাল ৯:৩৬
আবদুর রব শরীফ বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ!
৬| ০১ লা মে, ২০১৭ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৭ রাত ১:৩৯
সাকিব ইফতেখার বলেছেন: মুচি ছাড়াও পৃথিবীতে আরো অনেক পরিশ্রমী মানুষ আছেন।
একজনের উদাহরণ না দিয়ে ওদের নিয়েও লিখলে লিখাটা আরো ভালো লাগতো।