নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
নোয়াখালি আর সন্দ্বীপ নাকি একসাথে ছিলো তাই আমরা আর তোমরা ভাই ভাই!
.
আঙ্গো বাড়ি সন্দ্বীপ তোঙ্গো বাড়ি নিউ কেলি! কারণ তোমরা আমাদের থেকে একটু ইংরেজী বেশী জানো, তাই আলাদা হইয়া গেছো!
.
তো এক নোয়াখালির ছাত্রকে নোয়াখালির শিক্ষক জিজ্ঞেস করেছিলেন, আসবাবপত্র ইংরেজি কি? সে কইলো, 'হারি না স্যার!' শিক্ষক বললো, ভেরী গুড! উত্তর ঠিক ছিলো তবে উচ্চারণে সমস্যা! আরো কেয়ারফুলি হতে হবে! শুদ্ধ উচ্চারণ হবে, 'পারিনা স্যার!'
.
নোয়াখালি বিভাগ দাবী করার আগে তারা 'হানি সিং'কে ও নিজেদের একজন দাবী করছিলো বলে শুনা যায়!
.
তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়ে আমার নিউকেলির বন্ধুকে জিজ্ঞেস করলাম, হানি সিংয়ের পূর্ব পুরুষ যদি নোয়াখালিতে না জন্মে অন্যজেলায় জন্ম গ্রহণ করতো তাহলে তার নাম কি হতো? সে বললো, 'পানি সিং!'
.
নোয়াখালি এবং তাদের ভাষা নিয়ে কিছুদিন আগে একটা লেখা লিখেছিলাম সেটা পড়ে এক ছোট ভাই কাছে এসে বললো, আবদুর রব শরীফ ভাই আপনি কি জানেন? আমাদের ভাষা হলো পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা! বললাম, কিভাবে?
.
সে বললো ধরেন,
'ফাজিল পোলা পোতা পানের উপর পানি মারছে?'(পানকে সতেজ দেখানোর জন্য)
.
আপনি শুধু প্রথম অক্ষরটা চেইঞ্জ করে 'হ' লাগিয়ে দিবেন,
.
যেমন, 'হাজিল হোলা হোতা হানের উপর হানি মারছে!'
.
ছোট বেলায় ঘুম পাড়ানি ছড়া রোমন্থন করছে তিন বন্ধু! প্রথম বন্ধু বললো আমার মা শুনাতেন, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা! দ্বিতীয় বন্ধুর মা শুনাতেন, 'ঘুম পাড়ানি মাসি পিসি...!' এবার নোয়াখালি বন্ধুর পালা! সে বললো আমার মা রোজ একটি ঘুম হারানি ছড়া বলতো, 'মুইত্তা আইসা হুইত্তা থাক!'
.
তো শিক্ষক ছাত্রকে বললেন, পাঁচটি পাখির যে নাম বলতে পারবে তাকে পাঁচ টাকা পুরস্কার দেওয়া হবে! নোয়াখালির এক ছাত্র লাফাইয়া উঠে কইলো, হাস টিয়া মাত্র! শিক্ষক খুশি হয়ে কইলেন, এই ল দুই টাকা বাকী তিনটা কি কি?
.
পুরো বাংলাদেশে দুটি ব্রান্ড খুব জনপ্রিয় এক. নোয়াখালি দুই. বরিশাল
.
তো আমেরিকার প্রেসিডেন্টদের নিয়ে একটা কৌতুক প্রচলিত আছে, তারা তাদের জাতীয় পতাকার স্ট্যান্ট উল্টালে মেইড ইন চায়না লেখা দেখে! কিন্তু চন্দ্র অভিযান শেষে দেখা গেলো বিপত্তি! ওখানে মাটি খুঁড়ে দেখে মেইড ইন নোয়াখালিরা আগেই গিয়ে বসবাস করছে!
.
কিন্তু একমাত্র বাংলাদেশে ওদের মূল্যায়ন করা হয় না! বেশী কিছু চাইনি, একটা বিভাগ চেয়েছে শুধু! দিলে কি এমন হয়!
.
কথিত আছে, কোন বাঙ্গালীর সাথে কথা হলে জগতের তামাম বাদশা সম্রাট প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পর্যন্ত জিজ্ঞেস করেন, আপনি কি নোয়াখালি থেকে এসেছেন?
.
তারা নাকি এভাবে উত্তর দেয়, 'নোয়াখালি, বাংলাদেশ!'
.
অবাক বিস্ময়ে বিদেশীরা জিজ্ঞেস করে বসে, বাংলাদেশ এটা আবার কোন দেশ!
.
তখন তারা বলে আঙ্গো দেশ নোয়াখালি থাকি বাংলাদেশে!
.
তো এক লোক গেছে জাপানি অ্যাম্বাসিতে! তার দাবী সে জাপানের লোক! কিন্তু তার চেহারা পাসপোর্ট কিছু মিল নেই! কর্মকর্তা তাকে ডেকে বললো, ভাই কি সমস্যা? সে বললো, আঙ্গো দেশের লোক আঙ্গোর জাপানি ডাকে! তারা কইতে চাই আমরা তোঙ্গো দেশের লোক!
.
এখন বিভাগের দাবীতে আন্দোলন করছি কিছুদিন পর জাপানে থাকার জন্য আন্দোলন করিয়াম!
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৪
আবদুর রব শরীফ বলেছেন: আই ও এখন কিত্তাম!
২| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০১
মানবী বলেছেন: তিন নম্বর ঘুম পাড়ানি গান এতোটাই হতভম্ব করেছে, হাসতে ভুলে গিয়েছি!!!
পাঁচটি পাখির নাম অসাধারন!!! হাসি থামানো দায় :-)
নোয়াখালী বিভাগ হোক না হোক, দাবী উপলক্ষ্যে মজার পোস্ট পড়া হলো।
ধন্যবাদ আবদুর রব শরীফ।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৫
আবদুর রব শরীফ বলেছেন: আপনার মূল্যবান সময় নষ্ট করে পড়েছেন তাই আপনাকেও ধন্যবাদ
৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২১
পেতনীর ভূত বলেছেন: পুরো বাংলাদেশে দুটি ব্রান্ড খুব জনপ্রিয় এক. নোয়াখালি দুই. বরিশাল
-ফ্যান্টাস্টিক
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬
আবদুর রব শরীফ বলেছেন: তৃতীয় নম্বর ব্রান্ড হলো কুমিল্লা আর চতুর্থ হলো সিলেট
৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৯
আজিব ভাই বলেছেন: যাই বলেন বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে নোয়াখালী আর বরিশাল কিন্তু সবদিক দিয়েই এগিয়ে
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৫
আবদুর রব শরীফ বলেছেন: একদম ঠিক
৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০২
ঢাকাবাসী বলেছেন: ভারি মজার লেখা!
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ
৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
আরািফন বলেছেন: আঙ্গো ও বাড়ি সন্দ্বীপ ........ চেউয়্যা
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০১
হাতুড়ে লেখক বলেছেন: আই হি হইত্তাম। আই তো নোয়াহাইল্লা না