নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ তার বক্তব্যে একবার খুব সুন্দর করে বলেছিলেন বিবাহিত নারীদের জীবনের একটি অনুচ্ছেদ থাকে তা হলো, 'সতীগনের পতি নিন্দা!'
.
এই ধরণের মজার বিষয়গুলো শুনার জন্য আমি যখন যেখানে যেভাবে সুযোগ পাই বক্তব্য শুনি!
.
টিভির রিমোট হাতে পেলেই আমার টক শো দেখা নিয়ে আমার বাবা এবং আমার একমাত্র ভাই সুমন দুইজন ই আমার উপর মহাবিরক্ত!
.
একসময় আমার বাবা মনে করতেন আমি জমিদারের বাচ্চা কারণ সবসময় সারাদিন শুয়ে বসে টক শো দেখে শুনে সময় কাটাতাম! যদিও জমিদারের বাচ্চা বলে ঠেস মারা সব বাবাদের কর্তব্য এবং কাজ!
.
শুয়ে থাকতে অথবা ঘুমিয়ে থাকতে আমার মোটেই খারাপ লাগে না কারণ আরেকটি বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ স্যার বলেছিলেন, 'যে নিজের জন্য করে সে খায় ভালো আর যে অন্যের জন্য করে সে ঘুমায় ভালো!'
.
সতীগন পতি নিন্দা করুন অথবা নাইবা করুন জগত বিখ্যাত সক্রেটিসও ছেলেদের বিয়ে করতে উৎসাহিত করছেন!
.
সক্রেটিস বলেছিলেন, হে যুবক সম্প্রদায় তোমরা বিয়ে করো! করণ, বিয়ের পর বউ ভালো পড়লে তুমি সুখী হবে আর যদি বউ ভালো না পড়ে তাইলে তুমি দার্শনিক হবে! কিছু না কিছু একটা হবেই!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়ার সময় এমন একটি গল্প পাঠ্য ছিলো ইংরেজী দ্বিতীয় পত্রে! সক্রেটিসের স্ত্রী ছিলো খুব বদ মেজাজি! সতী নারী পতি নিন্দা করে বেড়াতো সারাদিন! তুমি এটা পারো না ওটা পারো না এমন! তো একদিন সতী পতির নিন্দা করছিলো! সক্রেটিস চুপ করে ছিলো!
.
চুপ করে সক্রেটিস দরজার চৌকাঠে বসেছিলো দেখে সে আরো রেগে গেলো! সে কি রাগ! তবুও সক্রেটিস কিছু বলছে না!
.
তারপর বউয়ের রাগ চরম পর্যায়ে পৌঁছলে সে এক বালতি পানি এনে সক্রিটিসের মাথার উপর ঢেলে দিলো আর তা থেকে সক্রেটিস আবিষ্কার করলো তার বিখ্যাত উক্তি, বজ্রপাতের পর বৃষ্টি আসবেই! (After clouds comes rain)
.
সুতরাং ধৈর্য ধরতে হবে!
©somewhere in net ltd.