নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বিতর্ক সৃষ্টি করে বিতার্কিক হওয়া যায় না!

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৫

২০১৫ সালের আগস্ট মাসে টুইট করে সনু নিগাম বলেছিলেন, হিন্দু দেবী মা কালীকে তো রাধে মায়ের চেয়েও কম কাপড়ে দেখানো হয়।
.
ধর্ম রক্ষা মহামঞ্চের চেয়ারম্যান রমেশ যোশী তখন সনু নিগামের বিরুদ্ধে মুম্বাইয়ের স্মাতা নগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন!
.
১৭ এপ্রিল ২০১৭ তিনি পুনরায় টুইট করে লেখেন,“আমি মুসলিম না। তাহলে কেন আজানের শব্দে আমার ঘুম ভাঙানো হবে?”
.
স্পষ্ট তার চুলকানিটা ধর্ম নিয়ে!
.
১৯৯৬ সালে তার গাওয়া ‘আযা মেরি জান’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে থাকতে শুনেছিলাম! আমি মনে করতাম সে বলছে, 'আযান মেরি জান' টাইপের কিছু! সেই থেকে তার প্রতি একটা ভালো লাগা শুরু হয়েছিলো কিন্তু জানতাম না সে এতোটা নোংরা মানসিকতার!
.
প্রিয় মহাকবি কায়কোবাদ লিখেছিলেন, কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
কি মধুর আযানের ধ্বনি!
.
সন্ধ্যার সময় বেশ কয়েকটি মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে। সূর্যাস্তের মুহূর্তে সেই সময়টাই তাঁর সবথেকে প্রিয় বলে প্রতিবাদ জানিয়েছিলেন প্রিয়াঙ্কা।
.
আযান আমার ভালো লাগে বলে প্রতিবাদ করছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পিন্টু ঘোষসহ আরো অনেকে!
.
তবে সৌদি আরবে সরকারের আদেশে একটি বিশেষ ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শক দল পশ্চিমাঞ্চলের আল-বাহাহ্‌ এলাকার বিভিন্ন মসজিদ থেকে একশরও বেশী লাউডস্পীকার খুলে নিয়েছিলো কারণ অতিরিক্ত আওয়াজ অনেক সময় শ্রুতি মধুরের বিপরীত হয়!
.
সুতরাং মাইকের আওয়াজ কতটুকু সহনীয় সেই বিষয়েও আমাদের সজাগ থাকতে হবে!
.
সনু নিগামের কনসার্ট যে পরিমাণ শব্দ দূষণ করে সে পরিমাণ শব্দ দূষণ আযান কখনো করে না! তাই ওনার উচিত কানে কানে গান করা!
.
পরিশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে সুর মিলিয়ে বলতে চাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০০

রিফাত হোসেন বলেছেন: অন্য পোষ্টে মন্তব্য করেছিলাম... এই নিয়ে তাই আর পোষ্টে করলাম না। দেখি ব্লগারদের মতামত...

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৩

আবদুর রব শরীফ বলেছেন: হেহে ধন্যবাদ

২| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট দেখে লগ ইন হলাম

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪

আবদুর রব শরীফ বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞ

৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪১

টারজান০০০০৭ বলেছেন: আজান শুনলে শয়তান ভাইগা কুত্তার হোগার মধ্যে লুকায় ,সনু তো ঘেউ ঘেউ করবোই ! X(

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪

আবদুর রব শরীফ বলেছেন: কাউন্টার অ্যাটাক করার কি দরকার!

৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫

Tanju H বলেছেন: লেখাটা পড়ে ভালোর্ লাগছে.

১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৫

আবদুর রব শরীফ বলেছেন: কমেন্ট পড়েও ভালো লাগলো

৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৭

শাহিন-৯৯ বলেছেন: মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহর কাছে আমার একই প্রাথনা

১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫০

আবদুর রব শরীফ বলেছেন: আমারও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.