নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কালো তিল

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৬

কবি হাফিজ লিখেছিলেন, তুর্কি রূপসীটি যদি আমার হৃদয় গ্রহণ করে, আমি সমরখন্দ আর বোখারা তার ওই এক কালো তিলের বিনিময়ে দিয়ে দিতে পারি!
.
প্রিয় লেখক আনিসুল হকের লেখায় এমন কিছু আবিষ্কার করতে পারি বলেই আমি তার ভক্ত অনুরক্ত!
.
কবি হাফিজ হয়তো জানতো না বাঙ্গালী নামক একটি জাতি আছে যারা ভালবাসার জন্য সাত সাগর তের নদী পাহাড় পর্বত গিরিসঙ্কুল হিমালয়সমেত পথ পেরিয়ে প্রিয়ার কাছে এসে তরকারিতে আজ এতো লবন কেনো বেশী হয়েছে বলে দুইটা উত্তম মধ্যম দিতেও ওস্তাদ
.
যদিও বাংলাদেশে উল্টোটি হয়! উল্টো মেয়েরা সাত সাগর তেরো নদী পেরিয়ে আসে! প্রেমের টানে ব্রাজিলের নারী সেওমা হবিগঞ্জে ফিরে আসার পর জাতি এতোই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলো যে তারা 'আর মাত্র দশ জন' বলে কাউন্ট ডাউন শুরু করেছিলো!
.
ফুটবল বিশ্বকাপ খেলা এবং ট্রপি জিতার অনেক স্বপ্ন আমাদের! যদিও এক্ষেত্রে আর্জেন্টিনা সাপোর্টারও পিছিয়ে নেই!
.
প্রসঙ্গে ফিরে আসি,একটি কালো তিলের মূল্য! একটি টোলের মূল্য! একটি হাসির মূল্য! কত বেশী মূল্যবান তা আমি আরেকটি লেখায় লিখেছিলাম!
.
আমি যদি রিক্টার স্কেলে তোমার হাসি মাপি তার মাত্রা হবে ৯.৫ যেটা ১৯৬০ সালে চিলির উপর দিয়ে বয়ে গিয়েছিলো! এবার বুঝো এতো কম্পন এই হৃদয় কেমনে সহ্য করে?
.
সত্যি বলতে কি ছোট্ট একটি কালো তিলের সৌন্দর্যের যে রূপকার সে মহান আল্লাহর জন্য আমরা কি দিতে পারি? তার শুকরিয়া আদায় করার জন্য কি বলতে পারি? সে হিসেব কয়জন ই বা রাখে!
.
জানিনা যার সৃষ্টি এতো সুন্দর সেই মহান রাব্বুল আলামীন কতটা সুন্দর হতে পারেন! প্রিয় আনিসুল হক জানিনা আপনি তা ভাববেন কি না!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০২

TaবিZ FaরুK বলেছেন: আপনার গায়ের শার্টের রং মেয়েদের জন্য মানানসই। সেই সাথে পড়ছেনও মেয়েদের ব্লাউজের মত টাইট করে, দেখতেও হাসি পায়।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:২৪

আবদুর রব শরীফ বলেছেন: :P

২| ১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


কবি হাফিজ লেখায় যা আছে, তার কাছাকাছি আনিসুল হকের লেখায় পেয়েছেন? আপনি কি লেখা পড়েন, নাকি আন্দাজী গোলা ছাড়েন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.