নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আদু ভাই

১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৬

চট্টগ্রাম লালখান বাজারে নামলে আমি কেএফসি'তে ঢুকি শুধুমাত্র খাওয়ার জন্য না!
.
কারণ কেন্টাকি ফ্রায়েড চিকেন বা কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স ৬৫ বছর বয়সে একটি রেস্টুরেন্ট থেকে অবসর নেওয়ার পর মাত্র ১০৫ ডলারের একটি চেক এসেছিলো তার হাতে!
.
কিভাবে সে বেঁচে থাকবে এটা ভেবে সে আত্মহত্যা করতে গিয়েছিলো!
.
এই ব্যর্থ জীবন সে আর রাখবে না আর বুড়ো বয়সে একশ পাঁচ ডলার দিয়ে বেঁচে থেকেও বা কি হবে!
.
ছোট বেলার তেমন স্মৃতি মনে নেই আমার তবে একটি স্মৃতি মনে আছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শোভাকলোণীর পুকুরে ডুবে যাচ্ছি! ধম বন্ধ হয়ে আসছে! আমি শেষ চেষ্টা করেও তো কিছু আঁকড়ে ধরার মতো কিছু পাচ্ছি না হঠাৎ দেখলাম ঐ পুকুরে পানির উপর দিয়ে কে যেন সাঁতার কেটে যাচ্ছে! তার পা ধরে কোন রকমে আল্লাহর রহমতে বাঁচলাম!
.
সেদিনের সেই ছেলেটি এই আপনাদের আবদুর রব শরীফ! ক্ষুদ্র একটা শেষ চেষ্টার ফসল!
.
১০৫ ডলার নিয়ে আত্মহত্যার আগে ডিভিড এমনি একটি ক্ষুদ্র চেষ্টা করেছিলেন!
.
এর মধ্য থেকে ৮৭ ডলার দিয়ে নিজস্ব স্টাইলের একটি রেসিপি বনালেন এবং সেই রেসিপির মুরগী ভাজা হেঁটে হেঁটে প্রতিবেশীদের কাছে গিয়ে বিক্রী করতেন!
.
ঠিক এভাবে ৬৫ বছরের এক বুড়ো ৮৭ বছরে ডেন্ডুর হওয়ার আগে কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন! এবং দেশ ছাড়িয়ে সে জনপ্রিয়তা পৃথিবীর অনেক দেশে মাড়িয়ে আমার হালের চট্টগ্রাম পর্যন্ত এসেছে!
.
শেষ চেষ্টায় সফলতা এমন উদাহরণ আব্রাহাম লিংকন থেকে শুরু করে ডেবিট ক্রেডিট হয়ে অসংখ্য মানুষের জীবনে আছে!
.
আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল থেকে ২০০৫ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তার কিছু মাস পর রেজাল্ট পেয়ে খুব খারাপ লাগছিলো! এ+ পাইনি! ৪.৫০ পেয়েছিলেন!
.
কিন্তু,
.
আদু ভাই গল্পের শেষ প্যারাটা পড়েছিলাম তখন মনে হয়েছিলো জীবনে এ+ পাওয়া! উত্তীর্ণ হওয়া সফলতা না! বার বার চেষ্টা করে কোন কিছু অর্জনের নাম সফলতা!
.
কারণ আদুভাইর কবরে খোদাই করা মার্বেল পাথরের টেবলেটে লেখা রয়েছে :
Here sleeps Adu Mia who was promoted
from Class VII to Class VIII.

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০

রিফাত হোসেন বলেছেন: +

১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:

"আদু ভাই গল্পের শেষ প্যারাটা পড়েছিলাম তখন মনে হয়েছিলো জীবনে এ+ পাওয়া! উত্তীর্ণ হওয়া সফলতা না! বার বার চেষ্টা করে কোন কিছু অর্জনের নাম সফলতা! "

-পড়ালেখায় ভালো করা সবচেয়ে বেশী প্রয়োজনীয় ধাপ।

১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

আবদুর রব শরীফ বলেছেন: একদম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.