নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
পহেলা বৈশাখ থেকে শুরু করে ভ্যালেন্টাইন ডে হয়ে জন্মদিন কোন দিবসে আমাদের মতো বাদাইম্মাদের কোন প্লান থাকে না! আমরা হচ্ছে দর্শক শ্রেণি!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন বাঘ ভাল্লুক পেঁচা রাক্ষস ক্ষোক্কস নিয়ে মুখোশ টুকোশ পড়ে একদল মঙ্গল শোভাযাত্রা করে আমরা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি! সুযোগ পেলে তাদের পিছু নিই একটু!
.
কপোত কপোতিরা হেঁটে যায় আমরা তাকিয়ে দেখি রোদে কপোতিদের মেকাপ লেপ্টে গেছে!
.
মানুষের ভীড়ে হাঁটতে থাকি! অনাথ এতিমের মতো! প্লান ছাড়া! ভবঘুরে!
.
ইচ্ছে হলে বালের পোগ্রাম! কিচ্ছু ভালো লাগে না! বলে অভিমান করে বাসায় এসে শুয়ে থাকি!
.
মেলায় স্টলে ইলিশের দোকানগুলো এড়িয়ে চলি! তো ২০১৫ সালে মে বি এক ছোট ভাই এসে আবদার করে বললো তার দোকান থেকে পান্তা ইলিশ খেতে হবে! বললাম, ঘরে বোয়াল মাছের মাথা সাইজের চার টুকরো খেয়ে এসেছি!
.
সে বললো, আবদুর রব শরীফ ভাই এটা ফেসবুক না যে ইচ্ছেমতো চাপা মারবেন! পুরো চট্টগ্রাম ঘুরে চার টুকরো ইলিশ ই পেয়েছি!
.
কালেভদ্রে একবার ইলিশ মাছ কিনেছিলাম পহেলা বৈশাখে! বিক্রেতা বললো, স্যার ইলিশ বাজারের ব্যাগে নিবেন না পলেথিনে দিবো? মনে মনে কইলাম! হালার পো হালা কয় কি! পাখনাতে রশি বেঁধে দে! ঝুলিয়ে ঝুলিয়ে জমিদারের মতো নিয়ে যাবো! তারপর মাঠ ঘাট পাহাড় নদী ঘিরি ঘুরিয়ে সেটা বাসায় নিয়ে আসলাম! যে দেখে সে বলে, কতো নিলো? গলায় ফুলের মালা পরালে আরো জোস হতো!
.
যাক গে সে কথা,
.
আগামীকাল রাতে এসে একটা স্ট্যাটাস দিবো গরীবের আবার পহেলা বৈশাখ!
১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১০
আবদুর রব শরীফ বলেছেন: একদম এমনি হয়!
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫০
ক্লান্ত কালপুরূষ বলেছেন: বাঘ ভাল্লুক পেঁচা রাক্ষস ক্ষোক্কস নিয়ে মুখোশ টুকোশ পড়ে একদল মঙ্গল শোভাযাত্রা করে আমরা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি! সুযোগ পেলে তাদের পিছু নিই একটু!
.
কপোত কপোতিরা হেঁটে যায় আমরা তাকিয়ে দেখি রোদে কপোতিদের মেকাপ লেপ্টে গেছে!
.
মানুষের ভীড়ে হাঁটতে থাকি! অনাথ এতিমের মতো! প্লান ছাড়া! ভবঘুরে!
.
ইচ্ছে হলে বালের পোগ্রাম! কিচ্ছু ভালো লাগে না! বলে অভিমান করে বাসায় এসে শুয়ে থাকি